DSHE Notice

নৈপুণ্য অ্যাপ রেজিস্ট্রেশন ও লগইন করার নিয়ম ২০২৩। Noipunno App Download

নৈপুণ্য অ্যাপ রেজিস্ট্রেশন ও লগইন করার নিয়ম ২০২৩। Noipunno App Download : ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষর্থীদের মূল্যায়নের জন্য ‘নৈপুণ্য’ অ্যাপ ব্যবহারের গাইডলাইন সকল শিক্ষা প্রতিষ্ঠানে প্রেরণ ও রেজিস্ট্রেশন সংক্রান্ত।

সূত্র : এনসিটিবি’র স্মারক নং- শিউ /কাউশিই / ৬৮ / ২০০২ ইং ( পার্ট-১)/২৫৩৭ ; তারিখ : ০২ নভেম্বর ,২০২৩ খ্রিস্টাব্দ

উপর্যুক্ত বিষয় ও সূত্রের আলোকে সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জাতীয় শিক্ষাক্রম ২০২২ অনুযায়ী ২০২৩ শিক্ষাবর্ষ থেকে ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে চালুকৃত মূল্যায়ন পদ্ধতিতে শিখনকালীন ও সামষ্টিক মূল্যায়নের তথ্য সংরক্ষণ ও স্বয়ংক্রিয়ভাবে রিপোর্ট কার্ড প্রস্তুতের সুবিধার্থে ‘ এটুআই ’ এর কারিগরী সহায়তায় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক ‘নৈপুণ্য ’ নামে একটি অ্যাপ উন্নয়ন করা হয়েছে । অ্যাপটি আগামী ০৪ নভেম্বর ২০২৩ , সকাল ১০ টা থেকে উন্মুক্ত করা হবে । উক্ত ‘ নৈপুণ্য ’অ্যাপটির ওয়েব ভার্সন ব্যবহার সংক্রান্ত একটি গাইডলাইন বা নির্দেশনা তৈরি করা হয়েছে ।

নৈপুণ্য অ্যাপ রেজিস্ট্রেশন / master noipunno gov bd registration

নতুন কারিকুলাম নৈপূণ্য অ্যাপ ব্যবহারের জন্য সকল শিক্ষা প্রতিষ্ঠানকে আগামী ০৪/১১/২০২৩ থেকে ০৮/১১/২০২৩ তারিখের মধ্যে নৈপুণ্য ’ অ্যাপে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে ।

এমতাবস্থায় , সকল শিক্ষা প্রতিষ্ঠানকে অ্যাপটির ওয়েব ভার্সন ব্যবহার সংক্রান্ত গাইডলাইন বা নির্দেশনা অনুযায়ী আগামী ০৪/১১/২০২৩ থেকে ০৮/১১/২০২৩ তারিখের মধ্যে ‘নৈপুণ্য ’ অ্যাপে রেজিস্ট্রেশন সম্পন্ন করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো ।

নৈপূণ্য অ্যাপটির ওয়েব ভার্সন ব্যবহারের গাইডলাইন বা নির্দেশনা

প্রতিষ্ঠান প্রধানের জন্য করণীয়

১. ইআইআইএন ( EIIN ) ধারী  স্কুলের নৈপুণ্য অ্যাপ লগইন

  • তথ্য – প্রযুক্তি ভিত্তিক মূল্যায়ন বিষয়ক অ্যাপ ‘নৈপুণ্য’ ব্যবহার করতে হলে ইন্টারনেট ব্রাউজারে গিয়ে master.noipunno.gov.bd ব্রাউজ করুন । 
  • প্রতিষ্ঠান প্রধানের মোবাইল নম্বরে প্রাপ্ত ‘ইউজার আইডি ’ ও ‘পিন ‘ ব্যবহার করে প্রথমে ‘ লগইন ’ করুন ।
  • প্রথমবার ‘ লগইন ’ করার সময় পূর্বের ‘পিন ‘ নম্বরটি পরিবর্তন করে আপনার পছন্দের ‘পিন ’ নম্বর সেট করে নিন ।

২. ইআইআইএন ( EIIN ) বিহীন স্কুলের লগইন প্রক্রিয়া

  • তথ্য – প্রযুক্তি ভিত্তিক মূল্যায়ন বিষয়ক অ্যাপ ‘নৈপুণ্য’ ব্যবহার করতে হলে ইন্টারনেট ব্রাউজারে গিয়ে master.noipunno.gov.bd ব্রাউজ করুন ।
  • যে সকল প্রতিষ্ঠানের ইআইআইএন নম্বর নেই , সেসব প্রতিষ্ঠানের ক্ষেত্রে‘ লগইন ’ পেজের ‘রেজিস্ট্রেশন অপশন ক্লিক করুন। ক্লিকের পর ‘রেজিস্ট্রেশন ‘ ফর্মটি দেখতে পাবেন । যথাযথ তথ্য দিয়ে ‘রেজিস্ট্রেশন ‘ ফর্মটি সাবমিট করলে তা প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের ইমেইলে পৌঁছে যাবে ।
  • উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস তখন আবেদনটি অনুমোদন করবেন । 
  • উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের অনুমোদনের পর প্রতিষ্ঠান প্রধানের মোবাইলে একটি সিস্টেম জেনারেটেড নাম্বার (SGN ***** ), একটি ‘ ইউজার আইডি ’ ও ‘পিন ’ নম্বর যাবে ।
  • প্রতিষ্ঠান প্রধানের মোবাইল নম্বরে প্রাপ্ত সিস্টেম জেনারেটেড নাম্বার ( SGN ***** ), ‘ইউজার আইডি ’ ও ‘পিন ’ ব্যবহার করে প্রথমে লগইন করুন ।
  • প্রথমবার ‘ লগইন ’করার সময় পূর্বের ‘পিন ’নম্বরটি পরিবর্তন করে আপনার পছন্দের ‘পিন ’নম্বর সেট করে নিন ।
See also  বোর্ড সিম উত্তোলনের আবেদনের নিয়মাবলী | EIIN SIM Application Form

বিশেষ দ্রষ্টব্য: লগইন করতে কোনো সমস্যা হলে ‘09638600700 ‘ হেল্পলাইনে ফোন করুন ।

নৈপুণ্য অ্যাপ লগইন পরবর্তী করণীয়

লগইন শেষে ‘হোম পেজে ’ আপনি বিদ্যালয় সংশ্লিষ্ট সাত ( ৭)টি ব্যবস্থাপনা দেখতে পাবেন । উক্ত ব্যবস্থাপনা গুলো ‘ ব্যবস্থাপনা’ ট্যাবের ড্রপ-ডাউনেও দেখতে পাবেন। এই ব্যবস্থাপনাগুলো প্রতিষ্ঠান প্রধানের আইডি থেকে সম্পন্ন করতে হবে ।

ব্রাঞ্চ ব্যবস্থাপনা: অপশনে ক্লিক করে প্রতিষ্ঠানের ‘ব্রাঞ্চ ‘সংশ্লিষ্ট তথ্যযুক্ত করুন এবং ব্রাঞ্চ প্রধানের নাম নির্বাচন করে ব্রাঞ্চ তৈরি করুন ।

শিফট ব্যবস্থাপনা: মেনু থেকে ‘শিফট ব্যবস্থাপনা ‘অপশনে ক্লিক করুন । ‘শিফট ব্যবস্থাপনা’ অংশে প্রতিষ্ঠানের শিফট সংক্রান্ত তথ্য দিন ,সময় নির্ধারণ করুন এবং ব্রাঞ্চ নির্বাচন করুন ।

ভার্সন ব্যবস্থাপনা: মেনু থেকে ‘ ভার্সন ব্যবস্থাপনা’ অপশনে ক্লিক করে ব্রাঞ্চ অনুসারে বাংলা / ইংরেজি ভার্সন তৈরি করুন ।

সেকশন যোগ করুন: মেনু থেকে ‘সেকশন যোগ করুন ‘ অপশনে ক্লিক করুন । যথাযথ তথ্য প্রদান করে সেকশন তৈরির কাজ সম্পন্ন করুন ।

নৈপুণ্য অ্যাপ শিক্ষক ব্যবস্থাপনা: আপনার প্রতিষ্ঠানের আওতাভুক্ত শিক্ষকদের তথ্য সিস্টেমে যুক্ত করুন । যদি শিক্ষকের ‘ PDS ID ’ থাকে সেক্ষেত্রে ডান পাশের তালিকা থেকে শিক্ষকদের তথ্য নির্বাচন করুন ও শিক্ষক যুক্তকরে হালনাগাদ করুন । যদি কোনো শিক্ষকের নাম পিডিএস তালিকায় না থাকে , তাহলে ‘শিক্ষক যুক্ত করুন ‘ অপশনে ক্লিক করুন । যেখানে ড্রপ- ডাউনে ‘পিডিএস বিহীন শিক্ষক ‘ অথবা ‘খন্ডকালীন শিক্ষক ‘ অপশন থেকে প্রযোজ্য অপশনটি সিলেক্ট করুন । এভাবে সকল শিক্ষককে বিদ্যালয়ের সাথে যুক্ত করুন ।

 শিক্ষার্থী ব্যবস্থাপনা: এই অপশনে গিয়ে প্রয়োজনীয় তথ্য তালিকা থেকে নির্বাচন করে সেকশন ভিত্তিক শিক্ষার্থীদের এককভাবে যোগ করুন । আপনি চাইলে নির্ধারিত ফরমেটে এক্সেল ফাইলে তথ্য আপলোড করার মাধ্যমে একাধিক শিক্ষার্থীর তথ্য একসাথে বিদ্যালয়ে যুক্ত করতে পারবেন ।

আরও পড়ুনঃ নতুন শিক্ষাক্রমের শিখনকালীন ও ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন প্রক্রিয়া ২০২৩

বিষয় শিক্ষক নির্বাচন: এরপর প্রতিটি বিষয়ের জন্য ‘বিষয় শিক্ষক ‘ নির্বাচন করুন । সবকিছু নির্বাচন করা হয়ে গেলে তথ্য সংরক্ষণ করুন ‘বাটনে চাপ দিন ।আপনি চাইলে ‘ এডিট ‘ অপশনে গিয়ে পুনরায় সেকশনের শিক্ষক সংক্রান্ত তথ্য পরিবর্তন করতে পারেন । আপনি চাইলে কোনো শিক্ষককে একের অধিক বিষয়ের জন্যও নির্বাচন বা সিলেক্ট করতে পারবেন ।

Noipunno App Download

নৈপূণ্য অ্যাপ ডাউনলোড করতে নিচে দেয়া লিংক এ ক্লিক করুন – Download

নৈপূণ্য অ্যাপ ব্যবহার করার নিয়ম ও নৈপূণ্য অ্যাপ দিয়ে শিক্ষার্থী মুল্যায়ন

সাধারণ জিজ্ঞাসা

নৈপুণ্য অ্যাপ সম্পর্কিত সচরাচর জিজ্ঞাসিত প্রশ্ন ও উত্তর- 

১। প্রধান শিক্ষকের পিডিএস আইডি না থাকলে নৈপুণ্য অ্যাপে কিভাবে যুক্ত হবেন ?

উত্তর : master.noipunno.gov.bd ক্লিক করলে লগইন লেখার উপরে প্রতিষ্ঠান প্রধান হিসেবে লগইন এসএমএস না পেয়ে থাকলে এখানে ক্লিক করুন লেখায় ক্লিক করে প্রয়োজনীয় তথ্য দিয়ে ফর্মটি সাবমিট করুন । সময়মত আপনার মোবাইলে এসএসএস পেয়ে যাবেন ।

See also  master noipunno gov bd রেজিস্ট্রেশন করার বিস্তারিত পদ্ধতি

২। প্রতিষ্ঠানের ইন (EIIN ) নম্বর না থাকলে ‘নৈপুণ্য’ অ্যাপে যুক্ত হওয়া যাবে কি ?

উত্তর– EIIN বিহীন প্রতিষ্ঠানগুলো ‘নৈপুণ্য’ অ্যাপে যুক্ত হতে অপেক্ষা করতে হবে । কর্তৃপক্ষের নির্দেশনার পাওয়ার পরে যুক্ত হতে পারেন ।

৩। কিছু প্রাথমিক বিদ্যালয়ে ষষ্ঠ- অষ্টম শ্রেণিতে পাঠদান করা হচ্ছে। সেসব স্কুলের প্রধান শিক্ষকের PDS নম্বর নেই । তারা SMS পাননি । এসব স্কুলগুলো কিভাবে লগইন করবেন ?

উত্তর : প্রাথমিক বিদ্যালয়গুলো প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীন । এ ব্যাপার পরবর্তী নির্দেশনার জন্য অপেক্ষা করতে হবে ।

৪। নতুন জাতীয়করণকৃত মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক না থাকায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আছেন , তাদের পিডিএস আইডি দিয়ে লগইন করতে পারছেন না । এ অবস্থায় করনীয় কী ?

উত্তর : master.noipunno.gov.bd ক্লিক করলে লগইন পেজে গুগল লিংক দেখতে পাবেন । সেখানে প্রয়োজনীয় তথ্য দিয়ে ফর্মটি সাবমিট করুন । সময়মত আপনার মোবাইলে এসএসএস পেয়ে যাবেন। 

৫। যে সকল প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক নেই , ভারপ্রাপ্ত প্রধান আছে তারা কী করবেন ?

উত্তর : master.noipunno.gov.bd ক্লিক করলে লগইন লেখার উপরে প্রতিষ্ঠান প্রধান হিসেবে লগইন এসএমএস না পেয়ে থাকলে এখানে ক্লিক করুন লেখায় ক্লিক করে প্রয়োজনীয় তথ্য দিয়ে ফর্মটি সাবমিট করুন । সময়মত আপনার মোবাইলে এসএসএস পেয়ে যাবেন ।

৬। শিক্ষকদের পদবী নিয়ে খুব সমস্যা হচ্ছে। এখানে সিনিয়র শিক্ষক এর কোন পদবী নাই । এটি যুক্ত করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি ।

উত্তর : এখানে যুক্ত করা হয়েছে ।

৭। আমার মাদ্রাসার EIIN নাই ,সেক্ষেত্রে নৈপুণ্য ওয়েবসাইটে কীভাবে যুক্ত হবো ?

উত্তর : EIIN বিহীন প্রতিষ্ঠানগুলো ‘নৈপুণ্য’ অ্যাপে যুক্ত হতে অপেক্ষা করতে হবে । কর্তৃপক্ষের নির্দেশনার পাওয়ার পরে যুক্ত হতে পারেন ।

৮। বিষয় শিক্ষক যুক্ত করা হয়েছে এবং লগইন করে পরবর্তীতে যখন লগইন করা তখন ৪০৩ এরোর আসে । করণীয় ?

উত্তর : অনেক সময় ইন্টারনেটের গতি ভাল না হলে ডাটা লোড হতে দেরি হয়ে । তখন ৪০৩ সমস্যা দেখাতে পারে ।

৯। গুগল ফর্মফিলাপ করে অপেক্ষা করতে হচ্ছে। কখন ‘পিন ’ও ‘ উইজার আইডি ’ পাওয়া যাবে । জেলা এবং উপজেলা অফিস জানতে চাচ্ছে।

উত্তর : অপেক্ষা করুন , ধারাবাহিকভাবে আবেদনকারী সকল প্রতিষ্ঠানপ্রধানের মোবাইলে ‘পিন ’ ও ‘ উইজার আইডি ‘ পৌছে যাবে ।

১০। গুগল ফরম পূরণ করা হয়েছে ,কিন্তু SMS আসেনি । কী করব ? অথবা , আমার প্রতিষ্ঠান প্রধান এর PDS আইডি ও ডিফল্ট পাসওয়ার্ড দিয়েও লগইন হয়নি । গুগল ফর্ম পূরন করে দিয়েছি । এখনো কোন মেসেজ পাইনি । কি করা যায় ?

উত্তর : অপেক্ষা করুন , ধারাবাহিকভাবে আবেদনকারী সকল প্রতিষ্ঠান প্রধানের মোবাইলে ‘পিন ’ ও ‘ উইজার আইডি ’ পৌছে যাবে ।

১২। প্রতিষ্ঠান প্রধানের মোবাইল নম্বর, ইমেইল ঠিকানা এডিট করা যাচ্ছেনা করনীয় কী ?

উত্তর : লগইন হয়ে থাকলে বিভিন্ন ব্যবস্থাপনার কাজগুলো সম্পাদন করুন । সময় হলে সংশ্লিষ্ট বিষয়গুলো এডিট করতে পারবেন ।

See also  ডেঙ্গু বিস্তার রোধে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ এবং বন্যাজনিত কারণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ

১৩। ‘ স্কুল এন্ড কলেজ ’ প্রতিষ্ঠান সমুহ ‘নৈপূণ্য’অ্যাপের ‘ইউজার আইডি ’ পাইনি তাহলে করনীয় কী? 

উত্তর : master.noipunno.gov.bd ক্লিককরলে লগইন লেখার উপরে প্রতিষ্ঠান প্রধান হিসেবে লগইন এসএমএস না পেয়ে থাকলে এখানে ক্লিক করুন লেখায় ক্লিক করে প্রয়োজনীয় তথ্য দিয়ে ফর্মটি সাবমিট করুন । সময়মত আপনার মোবাইলে এসএসএস পেয়ে যাবেন ।

১৪। কারিগরী শিক্ষা প্রতিষ্ঠান সমুহ নৈশূন্য অ্যাপের ইউজার আইডি কখন পাব ?

উত্তর : এজন্য অপেক্ষা করতে হবে । কর্তৃপক্ষের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে ।

১৫। আমাদের মাদ্রাসার প্রতিষ্ঠান প্রধানের মোবাইলে কোন আইডি ও পিন নাম্বার আসে নি ।করণীয় কী ?

উত্তর : আগামী সপ্তাহে আপনাদের ফোনে ইউজার আইডি ও পিন নাম্বার পাবেন । অনুগ্রহ করে ধৈর্য্য ধরুন ।

১৭। টেকনিক্যাল স্কুলের প্রতিষ্ঠান প্রধানের মোবাইলে কোন আইডি ও পিন নাম্বার আসে নি ।করণীয় কী ?

উত্তর : টেকনিক্যাল স্কুলের জন্য নৈপুণ্য অ্যাপের আপাতত প্রয়োজন নাই ।

১৮। আমাদের প্রতিষ্ঠান ইআইআইএন বিহীন । আমরা কীভাবে অ্যাপে যুক্তহবো ?

উত্তর : আপনাদের জন্য কাজ চলমান । আগামী ২/১ দিনের মধ্যে আপনারা অ্যাপে লগইন করতে পারবেন । উপজেলা শিক্ষা অফিসারের মাধ্যমে অ্যাপ্রুভ হবেন ।

১৯। আমাদের বিদ্যালয় সরকারি প্রাথমিক বিদ্যালয় । আমাদের স্কুলে অষ্টম শ্রেণি পর্যন্তপাঠদান করা হয়। আমরা কোন এসএমএস পাই নি । আমাদের করণীয় কী ?

উত্তরঃ আপনাদের জন্য কাজ চলমান । ২/১ দিনের মধ্যেই এসএমএস পাবেন ।

২০। ৮ নভেম্বর ডাটা ইনপুটের শেষ তারিখ আমরা এত কম সময়ে কীভাবে শিক্ষার্থী তথ্য আপলোড করব ?

উত্তর : তারিখ বাড়ানো হবে । কাজ করতে থাকুন ।

২১। প্রতিষ্ঠান প্রধান অবসরে গেছেন । ভারপ্রাপ্ত প্রতিষ্ঠান প্রধানের পিডিএস আইডিতে ইউজার নট ফাউন্ড লেখা দেখাচ্ছে ।

উত্তর : প্রতিষ্ঠানের ইআইআইএন নাম্বার, ভারপ্রাপ্ত প্রতিষ্ঠান প্রধানের পিডিএস নাম্বার ,মোবাইল নাম্বারসহ সমস্যাগুলো অ্যাপে দেয়া গুগল ফর্মে লিখে দিন ।

২২। আমি গতকাল গুগল ফর্ম পূরণ করেছি । কোন মেসেজ পাই নি ।

উত্তর : ধারাবাহিকভাবে আমরা মেসেজ পাঠাচ্ছি। অনুগ্রহ পূর্বকঅপেক্ষা করুন ।

২৩। প্রতিষ্ঠানে সাধারণত আমরা সম্মানিত টিচাররা যারা কাজ করি , তার বেশিরভাগ শিক্ষকই প্রশিক্ষণে ।”নৈপূণ্য ” এপসের সকল কাজ করার সময় সীমা বাড়ানোর যাবে কী ?

উত্তর : জ্বী,৮ তারিখে পরও নৈপূণ্যে শিক্ষক, শিক্ষার্থীর তথ্য দেয়া যাবে ।

২৪। আমি শ্রেণি শিক্ষক বা বিষয় ভিত্তিক সহকারী শিক্ষক হিসেবে লগ ইন করতে পারতেছি না । এক্ষেত্রে করণীয় কী ?

উত্তরঃ প্রথমত আপনার প্রতিষ্ঠান পর্যায়ের রেজিষ্ট্রেশনের কার্যক্রম সমূহ সম্পন্ন করুন পরবর্তিতে সহকারী শিক্ষক পর্যায়ে সমস্যার সমাধান হবে । দয়া করে অপেক্ষা করুন ।

২৫। প্রধান শিক্ষক অন্য প্রতিষ্ঠান থেকে নতুন যোগদান করেছেন কিন্তু এখনো এমপিও হয়নি , করনীয় কী ?

উত্তর : master.noipunno.gov.bd ক্লিক করলে লগইন লেখার উপরে প্রতিষ্ঠান প্রধান হিসেবে লগইন এসএমএস না পেয়ে থাকলে এখানে ক্লিক করুন লেখায় ক্লিক করে প্রয়োজনীয় তথ্য দিয়ে ফর্মটি সাবমিট করুন । সময়মত আপনার মোবাইলে এসএসএস পেয়ে যাবেন ।

২৬। গুগল ফর্ম এর রিপ্লাই পেতে লেট হওয়ার কারণ :

উত্তর – আমরা যেমনটা ভাবছি , বিষয়টা সেই রকম না যে ফর্ম সাবমিট করার সাথে সাথেই সবাই রিপ্লাই পেয়ে যাবে । আসলে , ফর্মটা সাবমিট হওয়ার পর ব্যাকেন্ডে যে টিম কাজ করে যাচ্ছেন , তারা ঐ স্কুলের সকল ডেটা চেক করে দেখছে , সবকিছু যাচাই – বাছাই পূর্বক রিপ্লাই দিচ্ছেন ,তাই একটু লেট হচ্ছে।

Nirob

আমি নিরব। এটি আমার বাংলা শিক্ষা বিষয়ক ওয়েবসাইট। যেখানে আমি প্রতিনিয়ত শিক্ষা ও দৈনন্দিন জীবনে ব্যবহৃত বিভিন্ন বিষয়ে লেখা প্রকাশ করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *