মেধাবী শিক্ষার্থীদের অনলাইনে ভর্তি সহায়তা আবেদন 2023
উচ্চ মাধ্যমিকে একাদশ শ্রেণিতে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তিকৃত অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ভর্তি সহায়তা প্রদানের লক্ষ্যে ই ভর্তি সহায়তা ব্যবস্থাপনা সফটওয়্যারের মাধ্যমে অনলাইনে ভর্তি সহায়তার আবেদন দাখিল সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (DSHE Notice)।
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টকর্তৃক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ,কারিগরি শিক্ষা অধিদপ্তর এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের অধীন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিকে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত অসচ্ছল
পরিবারের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিতকরণে ভর্তি সহায়তা প্রদান করা হয় ।
অনলাইনে ভর্তি সহায়তা আবেদন 2023
আবেদন লিংকঃ
ভর্তি সহায়তা প্রাপ্তির জন্য ২০২৩-২৪ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণিতে ভর্তিকৃত অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীকে
https://www.eservice.pmeat.gov.bd/admission লিংকে প্রবেশ করে অনলাইনে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে।
আবেদনের যোগ্যতা
প্রজাতন্ত্রের বেসামরিক কর্মে নিয়োজিত সকল সরকারি – আধাসরকারি – স্বায়ত্তশাসিত দপ্তর ও সাংবিধানিক প্রতিষ্ঠানে কর্মরত ‘ জাতীয় বেতন স্কেল , ২০১৫ ‘ অনুযায়ী থকে ২০ তম গ্রেডের কর্মচারীর সন্তান আর্থিক অনুদান প্রাপ্তির যোগ্য বিবেচিত হবে । অন্যান ক্ষেত্রে পিতা / মাতা / অভিভাবকের বাৎসরিক আয় ২ ( দুই ) লক্ষ টাকার কম হতে হবে ।
প্রতিবন্ধী শিক্ষার্থী , এতিম শিক্ষার্থী , ভূমিহীন পরিবারের সন্তান অস্বচ্ছল মুক্তিযোদ্ধার সন্তান / সন্তানের সন্তান , প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ এবং দুস্থ পরিবারের সন্তান ভর্তিতে আর্থিক সহায়তা প্রাপ্তির ক্ষেত্রে অগ্রাধিকার পাবে ।
আবেদনের সময়সীমা
সিস্টেম ব্যবহার নির্দেশিকা অনুসরণপূর্বক প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করে ২৩ নভেম্বর ২০২৩ থেকে ১৮ ডিসেম্বর ২০২৩ খ্রি তারিখ রাত ১২:০০ টার মধ্যে উক্ত লিংক / ই- ভর্তি সহায়তা ব্যবস্থাপনা পদ্ধতি’র মাধ্যমে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণিতে ভর্তিকৃত অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের আবেদন করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো ।
প্রয়োজনীয় কাগজপত্র
- ছবি*
- স্বাক্ষর*
- জন্ম নিবন্ধন সনদ*
- অভিভাবকের জাতীয় পরিচয়পত্র *
- শিক্ষা প্রতিষ্ঠানপ্রধানের সুপারিশ (নির্ধারিত ফর্মে) *
- পিতা মাতা/অভিভাবকের কর্মরত প্রতিষ্ঠান প্রধানের প্রত্যয়ন পত্র/সুপারিশ (৩য় ও ৪র্থ শ্রেণির কর্মচারীর সন্তানগণের ক্ষেত্রে প্রযোজ্য) *
ভর্তি সহায়তা প্রাপ্তির সময়সীমা
আবেদনের প্রাপ্তির ০৪-০৬ মাস পর অর্থ প্রেরণ করা হয়।
শিক্ষার্থী ভর্তি সহায়তার নির্বাচিত হলে তাঁর মোবাইলে এসএমএস-এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
eservice pmeat gov bd
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট উপবৃত্তি বিতরণের পাশাপাশি দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিতকরণে ভর্তি সহায়তা প্রদান করে থাকে । এ লক্ষ্যে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিতকরণে ভর্তি সহায়তা প্রদান নীতিমালা প্রণয়ন করা হয় । বর্তমানে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিতকরণে মাধ্যমিক পর্যায়ে ৫,০০০.০০ টাকা , উচ্চ মাধ্যমিক পর্যায়ে ৮,০০০.০০ টাকা এবং স্নাতক ও সমমান পর্যায়ে ১০,০০০.০০ টাকা হারে ভর্তি সহায়তা প্রদান করা হচ্ছে । দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিতকরণে ভর্তি সহায়তা প্রদান নীতিমালা এর আলোকে ২০১৪-২০১৫ অর্থ বছর থেকে এ পর্যন্ত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিতকরণে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক এবং স্নাতক ( পাস ) ও সমমান পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে ভর্তি সহায়তা প্রদান করা হয়েছে । ২০২২ সাল থেকে উক্ত সেবা প্রাপ্তির লক্ষ্যে ই – ভর্তি সহায়তা সিস্টেম ব্যবহার নির্দেশিকা প্রণয়ন করা হয় ।
pmeat ওয়েবসাইটে আবেদনের নিয়ম ২০২৩
দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিতকরণে ভর্তি সহায়তা প্রাপ্তির জন্য http://www.eservice.pmeat.gov.bd/admission/ এ লিংকে প্রবেশ করতে হবে ।
আবেদন করার জন্য প্রথমে “ রেজিষ্ট্রেশন ” বাটনে ক্লিক করুন এবং চিত্র ০১ – এ প্রদর্শিত তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে । শিক্ষার্থীর পূর্ণ নাম , অভিভাবকের পূর্ণ নাম , শিক্ষার্থীর জন্ম নিবন্ধন নম্বর (১৭ ডিজিডের জন্ম সনদ নম্বর ), জন্ম তারিখ দিন এবং জেন্ডার সিলেক্ট করতে হবে । এবার স্থায়ী ঠিকানা বিভাগ , জেলা , সিটি কর্পোরেশন /পৌরসভা /উপজেলা (যে কোন একটি বাছাই করুন যারা পৌরসভা / উপজেলা সিলেক্ট করবেন তাদের সিটি কর্পোরেশন বাটনের প্রয়োজন নেই ), পৌরসভা / উপজেলা , ইউনিয়ন / ওয়ার্ড পুরণ করতে হবে ।
তারপর যোগাযোগের তথ্য (মোবাইল নম্বর সবসময় সচল রাখতে হবে ) ই – মেইল অ্যাড্রেস ( যদি থাকে ) , মোবাইল নম্বর , পাসওয়ার্ড , পাসওয়ার্ড নিশ্চিতকরুণ । উক্ত ফরমের সকল তথ্য সঠিকভাবে করতে থাকলে “ I’m not a robot ” বাটনে ক্লিক করে “ নিবন্ধন করুন ” বাটনে ক্লিক করতে হবে ।
ধাপ ০৬ :
আবেদনের পঞ্চম ধাপে চিত্র ০৫ এ প্রদর্শিত সকল তথ্য সঠিক ভাবে পুরন করুন
সাধারণ তথ্য : বিজ্ঞপ্তির নম্বর , শিক্ষার্থীর জন্ম নিবন্ধন নম্বর এবং শিক্ষার্থীর নাম সয়ংক্রিয়ভাবে দেয়া থাকবে। এবার শিক্ষার্থীর জাতীয় পরিচয়পত্র ( যদি থাকে ), শিক্ষার্থীর পিতার নাম , পিতার জাতীয় পরিচয়পত্র নম্বর, মাতার নাম ,
মাতার জাতীয় পরিচয়পত্র নম্বর শিক্ষার্থীর জন্ম তারিখ, জেন্ডার , বিভাগ , জেলা , সিটি কর্পোরেশন /পৌরসভা / উপজেলা (যে কোন একটি বাছাই করুন যারা পৌরসভা / উপজেলা সিলেক্ট করবেন তাদের সিটি কর্পোরেশন বাটনের প্রয়োজন নেই ), পৌরসভা / উপজেলা , ইউনিয়ন / ওয়ার্ডএবং গ্রাম নাম লিখতে হবে ।
অভিভাবকের তথ্য : কোটা ( প্রতিবন্ধী শিক্ষার্থী,এতিম শিক্ষার্থী নদী ভাঙ্গন কবলিত এলাকা , মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য যে কোন একটি সিলেক্ট করতে হবে ) ,অভিভাবকের পেশা ,শিক্ষাগত যোগ্যতা ,জমির পরিমাণ বার্ষিক আয় এবং পরিবারের সদস্য সংখ্যা দিতে করতে হবে ।
ভর্তিকৃত প্রতিষ্ঠানের তথ্য : ভর্তিকৃত প্রতিষ্ঠানের বিভাগ ,জেলা , উপজেলা , শিক্ষা স্তর, ভর্তিকৃত শ্রেণি, ভর্তিকৃত প্রতিষ্ঠানের নাম , ইআইআইএন নম্বর, সর্বশেষ পঠিত শ্রেণি ( ভর্তিকৃত শ্রেণির পূর্বের শ্রেণি), জিপিএ স্কেল এবং সর্বশেষ পরীক্ষায় প্রাপ্তজিপিএ প্রদান করতে হবে ।
ব্যাংক / মোবাইল ব্যাংকিং একাউন্টের তথ্য : ব্যাংকিং এর ধরণ ( মোবাইল ব্যাংকিং / সাধারণ ব্যাংকিং যে কোনো একটি ) সিলেক্ট করতে হবে । যদি সাধারণ ব্যাংকিং হয় সে ক্ষেত্রে ব্যাংক হিসাবের ধরণ (চলতি , সঞ্চয়ী অন্যান্য যে কোনো একটি), একাউন্ট কার ( যার একান্ট নম্বর ব্যবহার করছেন যেমন , নিজ / পিতা / মাতা / ভাই / বোন ), ব্যাংকের নাম (বিকাশ ,রকেট , নগট , উপায়), ব্যাংকের শাখা , একাউন্টের নাম ( ব্যাংক একাউন্টটি যার নামে খোলা হয়েছে তার
ইংরেজীতে লিখতে হবে), একাউন্টের নম্বর এবং হিসাবধারীর জাতীয় পরিচয়পত্র নম্বর প্রদান করতে হবে ।আর যদি মোবাইল ব্যাংকিং হয় সেক্ষেত্রে একাউন্ট কার ( যার একান্ট নম্বর ব্যবহার করছেন যেমন , নিজ /পিতা / মাতা / ভাই /বোন ), ব্যাংকের নাম , জেলা , ব্যাংকের শাখা , একাউন্টের নাম ( ব্যাংক একাউন্টটি যার নামে খোলা হয়েছে তার ইংরেজীতে লিখতে হবে), একাউন্টের নম্বর এবং হিসাবধারীর জাতীয় পরিচয়পত্র নম্বর প্রদান করে “ সংরক্ষণ ” বাটনে ক্লিক করতে হবে।
ভর্তি সহায়তা অনইলাইন আবেদন
দরিদ্র ও মেধাবীর শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিতকরণে ভর্তি সহায়তা প্রদান: প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট উপবৃত্তি বিতরণের পাশাপাশি দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিতকরণে ভর্তি সহায়তা প্রদান করে থাকে। এ লক্ষ্যে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিতকরণে ভর্তি সহায়তা প্রদান নির্দেশিকা, ২০২০ প্রণয়ন করা হয়। বর্তমানে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিতকরণে মাধ্যমিক পর্যায়ে ৫,০০০ টাকা, উচ্চ মাধ্যমিক পর্যায়ে ৮,০০০ টাকা এবং স্নাতক ও সমমান পর্যায়ে ১০,০০০ টাকা হারে ভর্তি সহায়তা প্রদান করা হচ্ছে।
অর্থবছর | শিক্ষার পর্যায় | ছাত্র সংখ্যা (জন) | ছাত্রী সংখ্যা (জন) | শিক্ষার্থীর সংখ্যা (জন) | ভর্তি সহায়তা (টাকায়) | সর্বমোট (টাকায়) |
২০১৪-২০১৫ | মাধ্যমিক | ৩৫ | ৩৫ | ৭০ | ১,৪০,০০০ | ২,৪১,০০০ |
উচ্চ মাধ্যমিক | ১৬ | ০৬ | ২২ | ৬৬,০০০ | ||
স্নাতক | ০২ | ০৫ | ০৭ | ৩৫,০০০ | ||
২০১৫-২০১৬ | মাধ্যমিক | ১৫ | ২৮ | ৪৩ | ৮৬,০০০ | ২,২৭,০০০ |
উচ্চ মাধ্যমিক | ১০ | ১৭ | ২৭ | ৮১,০০০ | ||
স্নাতক | ০৪ | ০৮ | ১২ | ৬০,০০০ | ||
২০১৬-২০১৭ | মাধ্যমিক | ৪৭ | ৫৫ | ১০২ | ২,০৪,০০০ | ৩,৫৮,০০০ |
উচ্চ মাধ্যমিক | ১১ | ২৭ | ৩৮ | ১,১৪,০০০ | ||
স্নাতক | ০৫ | ০৩ | ০৮ | ৪০,০০০ | ||
২০১৭-২০১৮ | মাধ্যমিক | ৪৬ | ৮৮ | ১৩৪ | ১,৬৮,০০০ | ৪,৫৭,০০০ |
উচ্চ মাধ্যমিক | ২৭ | ২৬ | ৫৩ | ১,৫৯,০০০ | ||
স্নাতক | ০৪ | ০২ | ০৬ | ৩০,০০০ | ||
২০১৮-২০১৯ | মাধ্যমিক | ৩৮ | ৪৮ | ৮৬ | ২,৯৮,০০০ | ৫,৩৭,০০০ |
উচ্চ মাধ্যমিক | ২৪ | ১৯ | ৪৩ | ১,৫৪,০০০ | ||
স্নাতক | ০৩ | ০৭ | ১০ | ৮৫,০০০ | ||
২০১৯-২০২০ | মাধ্যমিক | ৩০ | ৪৬ | ৭৬ | ৩,৮০,০০০ | ১৩,২৬,০০০ |
উচ্চ মাধ্যমিক | ৪৪ | ৬৩ | ১০৭ | ৮,৫৬,০০০ | ||
স্নাতক | ০৫ | ০৪ | ০৯ | ৯০,০০০ | ||
২০২০-২০২১ | মাধ্যমিক | ১০৭ | ১৬৭ | ২৭৪ | ১৩,৭০,০০০ | ৩৩,৮৮,০০০ |
উচ্চ মাধ্যমিক | ৫৬ | ৮০ | ১৩৬ | ১০,৮৮,০০০ | ||
স্নাতক | ৪৩ | ৫০ | ৯৩ | ৯,৩০,০০০ | ||
২০২১-২০২২ | মাধ্যমিক | ১৪২ | ২৭৮ | ৪২০ | ২১,০০,০০০ | ৪৩,৭৬,০০০ |
উচ্চ মাধ্যমিক | ৭৫ | ১৬৭ | ২৪২ | ১৯,৩৬,০০০ | ||
স্নাতক | ১৯ | ১৫ | ৩৪ | ৩,৪০,০০০ | ||
২০২২-২০২৩ | মাধ্যমিক | ৬৮৫ | ১১০২ | ১৭৮৭ | ৮৯,৩৫,০০০ | ২,৪৯,৫৭,০০০ |
উচ্চ মাধ্যমিক | ৩৫৫ | ৫৫৪ | ৯০৯ | ৭২,৭২,০০০ | ||
স্নাতক | ২৫৯ | ৬১৬ | ৮৭৫ | ৮৭,৫০,০০০ |
আর্থিক সহায়তা পেতে একাদশের শিক্ষার্থীদের আবেদন করতে বা অনলাইনে ভর্তি সহায়তা আবেদন করতে সমস্যা হলে আমাদের কমেন্ট বক্সে জানাবেন।