DSHE Notice

মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

শেখ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর 

www.dshe.gov.bd

স্মারক নম্বর : ৩7.02.0000.107.31.150.2023- ১১৭৩ তারিখ :০৭/০৬/২০২৩ খ্রি.

বিষয় : তাপ প্রবাহের সতর্কবার্তার কারণে মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ সংক্রান্ত।

সূত্র : ০৪/০৬/২০২৩ খ্রি.তারিখে তাপ প্রবাহের সতর্কবার্তা বিষয়ে প্রকাশিত বিজ্ঞপ্তি।

উপর্যুক্ত বিষয় ও সূত্রের আলোকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর , ঝড় সতর্কীকরণ কেন্দ্রকর্তৃক প্রকাশিত “ তাপ প্রবাহের সতর্কবার্তা ” বিজ্ঞপ্তিতে আগামী ০৫ ( পাঁচ) থেকে ০৬ (ছয় ) দিন দেশের উপর দিয়ে চলমান মৃদু, মাঝারি এবং তীব্র তাপ প্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানা গেছে । উক্ত তাপ প্রবাহের সতর্কবার্তার কারণে দেশের মাধ্যমিক পর্যায়ের সকল  শিক্ষা প্রতিষ্ঠান আগামীকাল ০৮/০৬/২০২৩ খ্রি.বন্ধ রাখার সিদ্ধান্ত গৃহীত হয়েছে । সিদ্ধান্তটি বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো ।

মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

 মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ

বিতরণ :

১। অধ্যক্ষ / প্রধান শিক্ষক সকল সরকারি নিম্ন মাধ্যমিক , মাধ্যমিক ও স্কুল এন্ড কলেজ

২। অধ্যক্ষ / প্রধান শিক্ষক সকল বেসরকারি নিম্নমাধ্যমিক , মাধ্যমিক ও স্কুল এন্ড কলেজ

অনুলিপি : সদয় অবগতি ও প্রয়োজনীয় কার্যার্থে( জ্যেষ্ঠতার ক্রমানুসারে নয় )

১। সচিব ,শিক্ষা মন্ত্রণালয়,মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ , বাংলাদেশ সচিবালয় ,ঢাকা

২। মাননীয় মন্ত্রী মহোদয়ের একান্ত সচিব , মন্ত্রী মহোদয়ের দপ্তর, শিক্ষা মন্ত্রণালয়

৩। মাননীয় উপমন্ত্রী মহোদয়ের একান্ত সচিব , উপমন্ত্রী মহোদয়ের দপ্তর, শিক্ষা মন্ত্রণালয়

৪। পরিচালক , মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, সকল অঞ্চল

৫। সিনিয়র সিস্টেম এনালিষ্ট ,ইএমআইএস সেল , মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ , ঢাকা [ পত্রটিমাউশি অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশের অনুরোধসহ ]

৬। উপপরিচালক , মাধ্যমিক ও উচ্চ শিক্ষা ,সকল অঞ্চল

৭। জেলা শিক্ষা অফিসার , সকল জেলা

৮। উপজেলা / থানা মাধ্যমিক শিক্ষা অফিসার ,সকল উপজেলা /থানা

৯। সভাপতি ,

১০। পিএ টু মহাপরিচালক ,মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ , ঢাকা

১১। পিএ টু পরিচালক ( মাধ্যমিক ), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ , ঢাকা

See also  মাধ্যমিক বিদ্যালয়ে শেখ রাসেল দিবস ২০২৩ উদ্‌যাপন সংক্রান্ত নির্দেশনা

১২। সংরক্ষণ নথি

আমাদের ওয়েবসাইটে আপনি সকল শিক্ষা অধদপ্তর এর আপডেট নিউজ পাবেন। এছাড়া মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের dshe admission, dshe result, dshe notice ইত্যাদি সবার আগে পেতে আমাদের ওয়েবসাইট IPEMISDPE বুকমার্ক করে রাখুন।

Nirob

আমি নিরব। এটি আমার বাংলা শিক্ষা বিষয়ক ওয়েবসাইট। যেখানে আমি প্রতিনিয়ত শিক্ষা ও দৈনন্দিন জীবনে ব্যবহৃত বিভিন্ন বিষয়ে লেখা প্রকাশ করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *