কারিগরি ও বৃত্তি মূলক শিক্ষা সপ্তাহ ২০২৩ উদযাপন
কারিগরি শিক্ষা অধিদপ্তরের স্মারক নং ৫৭.00.0000.0১১.৯৯.০০২.২২-১৫৮ ; তারিখ : ০৬-০৬-২০২৩ খ্রি.মোতাবেক কারিগরি ও বৃত্তি মূলক শিক্ষা সপ্তাহ ২০২৩ উদযাপনের লক্ষ্যে আগামী ১৪ জুন ২০২৩ সকাল ৮:৩০ ঘটিকায় ঢাকা মহিলা পলিটেকনিক ইন্সটিটিউট , আগারগাঁও এ র্যালি অনুষ্ঠিত হবে ।
উক্ত অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি, এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে সদয় সম্মতি জ্ঞাপন করছেন । এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় উপমন্ত্রী জনাব মহিবুল হাসান চৌধুরী , এমপি । র্যালিতে আবশ্যিকভাবে অংশগ্রহণের নিমিত্ত সংযুক্ত তালিকা মোতাবেক বোর্ডের আওতাধীন ঢাকাস্থ বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক , কর্মকর্তা ও শিক্ষার্থীদের অংশগ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো ।
বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড ,ঢাকা এর স্মারক নং ৫৭.১৭.0000.102.18.016.17-312 (9 ) তারিখ : ৮ জুন ২০২৩ খ্রি.
সদয় অবগতির জন্য অনুলিপি প্রেরণ করা হলোঃ
১ । সিনিয়র সচিব , কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ ,শিক্ষা মন্ত্রণালয়,বাংলাদেশ সচিবালয় ,ঢাকা ।
২ । পরিচালক (কারিকুলাম )/ পরীক্ষানিয়ন্ত্রক/পরিদর্শক/পরিচালক ( আইটিসি )/প্রকল্পপরিচালক ,বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড, ঢাকা ।
৩ । চেয়ারম্যান মহোদয়ের ব্যক্তিগত কর্মকর্তা ,বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড , ঢাকা ।
৪ । সংশ্লিষ্ট নথি ।
কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ -২০২৩
কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ -২০২৩ উদযাপন উপলক্ষ্যে আয়োজিত র্যালিতে অংশগ্রহণ প্রসঙ্গে।
উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছেযে , “স্মার্ট শিক্ষা স্মার্ট দেশ , শেখ হাসিনার বাংলাদেশ ” স্লোগানে ১৪ জুন , ২০২৩ তারিখ হতে দেশব্যাপী কারিগরি শিক্ষা অধিদপ্তর ও অধিদপ্তরাধীন সকল প্রতিষ্ঠানে “ কারিগরি শিক্ষা মূলক শিক্ষা সপ্তাহ-২০২৩ ” উদযাপিত হবে ।
উক্ত অনুষ্ঠানের অংশ হিসেবে আগামী ১৪ জুন , ২০২৩ তারিখে ৮.৩০ টায় ঢাকা মহিলা ইনস্টিটিউট , আগারগাঁও , ঢাকাতে র্যালি অনুষ্ঠিত হবে । উক্ত অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এম.পি. প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে সদয় সম্মতি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় উপমন্ত্রী জনাব মহিবুল হাসান।
উক্ত অনুষ্ঠানে তাঁর আওতাধীন ঢাকাস্থ বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক , কর্মকর্তা ও শিক্ষার্থীদের মধ্য হতে প্রতিষ্ঠান প্রতি ১০ থেকে সর্বোচ্চ ১৫ জনকে ( সর্বমোট ৮০০ জন ) অংশগ্রহণের নির্দেশনা প্রদানের অনুরোধ করা হলো ।
প্রতিষ্ঠান সমূহের শিক্ষক ,কর্মকর্তা ও শিক্ষার্থীর তালিকা
কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ-২০২৩ উদযাপন উপলক্ষ্যে আয়োজিত র্যালিতে অংশগ্রহনের জন্য বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন পরিচালিত বেসরকারি ডিপ্লোমা -ইন -ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান সমূহের শিক্ষক ,কর্মকর্তা ও শিক্ষার্থীর তালিকা নিম্নরূপ:
১. শ্যামলী পলিটেকনিক ইনস্টিটিউট 01754978173 ২০ জন ।
মোহাম্মদপুর , ঢাকা ।
প্রতিষ্ঠান কোড :৫০০৯৯
২. দেশ পলিটেকনিক কলেজ 0191004499০ ২০ জন ।
মিরপুর , ঢাকা ।
প্রতিষ্ঠান কোড :৫০১৫৯
৩. ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউট 01713493240 ২০ জন ।
মিরপুর রোড , ধানমন্ডি, ঢাকা ।
প্রতিষ্ঠান কোড :50238
ড্যাফোডিল টেকনিক্যাল ইনস্টিটিউট -২০ জন ।
তেজগাঁও , ঢাকা ।
প্রতিষ্ঠান কোডঃ 50673
৪. ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউট – ২০ জন ।
তেজগাঁও , ঢাকা ।
প্রতিষ্ঠান কোড :50114
৫. সাইক ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট এন্ড টেকনোলজি -২০ জন ।
শেওড়াপাড়া , ঢাকা ।
প্রতিষ্ঠান কোড :৫০১১৬
৬. মটস ইনস্টিটিউট অব টেকনোলজি -২০ জন ।
মিরপুর , ঢাকা ।
প্রতিষ্ঠান কোড : 50123
৭. মিরপুর পলিটেকনিক ইনস্টিটিউট -২০ জন ।
মিরপুর , ঢাকা ।
প্রতিষ্ঠান কোড :50455
৮. আহছানউল্লা ইনস্টিটিউট অব টেকনিক্যাল এন্ড ভোকেশনাল -২০ জন ।
এডুকেশন এন্ড ট্রেনিং
২০ , পশ্চিম তেজতুরী বাজার
কাজী নজরুল ইসলাম সড়ক , ঢাকা ।
প্রতিষ্ঠান কোড : ৫০৫২৮
৯. ইউসেপ ইনস্টিটিউট অব সায়েন্সএন্ড টেকনোলজি -২০ জন ।
মিরপুর , ঢাকা ।
প্রতিষ্ঠান কোড : ৫০৫৯৭
১০. মিরপুর ইনস্টিটিউট অব সায়েন্সএন্ডটেকনোলজি -২০ জন ।
মিরপুর , ঢাকা ।
প্রতিষ্ঠান কোড : ৫০০৯১
১১. আইডিয়াল ইনস্টিটিউট অব সায়েন্সএন্ড টেকনোলজি -২০ জন ।
মিরপুর , ঢাকা ।
প্রতিষ্ঠান কোড : ৫০০৭৭
১২ . বি সি আই ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউট -২০ জন ।
১২৯ , কলাবাগান , মিরপুর রোড ,ঢাকা ।
আমাদের ওয়েবসাইটে আপনি সকল শিক্ষা অধদপ্তর এর আপডেট নিউজ পাবেন। এছাড়া কারিগরি শিক্ষা অধিদপ্তরের bteb admission, bteb result, bteb notice ইত্যাদি সবার আগে পেতে আমাদের ওয়েবসাইট IPEMISDPE বুকমার্ক করে রাখুন।