BTEB Notice

কারিগরি শিক্ষা বোর্ডের শিক্ষা প্রতিষ্ঠানের এ্যাফিলিয়েশন ফি পরিশোধ করার বিজ্ঞপ্তি 2023

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন যে সকল বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটসহ ডিপ্লোমা -ইন – ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা – ইন- মেরিন টেকনোলজি , ডিপ্লোমা – ইন- এগ্রিকালচার , ডিপ্লোমা – ইন- টেক্সটাইল , ডিপ্লোমা – ইন – ফরেস্ট্রি,ডিপ্লোমা -ইন ফিশারিজ , ডিপ্লোমা -ইন – ফিশারিজ ( ইন – সার্ভিস ), ডিপ্লোমা -ইন – এনিমেল হেলথ , ডিপ্লোমা -ইন – লাইভস্টক , ডিপ্লোমা – ইন টেকনিক্যাল এডুকেশন, ডিপ্লোমা – ইন – ইঞ্জিনিয়ারিং ( নেভাল ) টেকনোলজি পরিচালনাকারী প্রতিষ্ঠানের এ্যাফিলিয়েশন ফি হালনাগাদ ( ২০২৩-২০২৪ ) পর্যন্ত জমা দেয়া হয়নি । এ্যাফিলিয়েশন ফি হালনাগাদ না করার কারণে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করতে বিঘ্নতা সৃষ্টি হচ্ছে।

এমতাবস্থায় উল্লিখিত শিক্ষাক্রম / টেকনোলজি পরিচালনাকারী সকল প্রতিষ্ঠানের এ্যাফিলিয়েশন ফি ২০২৩-২০২৪ খ্রি.পর্যন্ত পরিশোধ করে হালনাগাদ করার জন্য অনুরোধ জানানো হলো । বিষয়টি অতীব জরুরি ।

এ্যাফিলিয়েশন ফি পরিশোধ

শিক্ষা প্রতিষ্ঠানের এ্যাফিলিয়েশন ফি পরিশোধ এর লিংক- https://bteberp.com

কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের এ্যাফিলিয়েশন ফি প্রদানের জন্য কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে ফি প্রদান করতে হবে। এ্যাফিলিয়েশন ফি প্রদান করার নির্দেশনা সমূহ নিচে বিস্তারিত আলোচনা করা হলো- 

১. এ্যাফিলিয়েশন ফি প্রদানের জন্য কারিগরি শিক্ষা বোর্ডে ওয়েবসাইট https://bteb.gov.bd/ এর ই সেবা-বক্সে ক্লিক করুন।

২. ই সেবা ওয়েবসাইটটি চালু হলে সেখানে প্রতিষ্ঠান ট্যাবের বাটনে ক্লিক করুন।

শিক্ষা প্রতিষ্ঠানের এ্যাফিলিয়েশন ফি পরিশোধ

৩. এখন আপনি লগ ইন প্যানেল দেখতে পারবেন। সেখানে প্রতিষ্ঠানের কোড ও পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।

শিক্ষা প্রতিষ্ঠানের এ্যাফিলিয়েশন ফি পরিশোধ

৪. প্রতিষ্ঠানের জন্য একটি মেনু দেখতে পারবেন সেখানে মেনু থেকে ইনস্টিটিউট বাটনে ক্লিক করবেন।

শিক্ষা প্রতিষ্ঠানের এ্যাফিলিয়েশন ফি পরিশোধ

৫. তিনটি ট্যাব দেখা যাবে সেখান থেকে এ্যাফিলিয়েশন ফি ট্যাবে ক্লিক করুন। 

শিক্ষা প্রতিষ্ঠানের এ্যাফিলিয়েশন ফি পরিশোধ

৬. আপনার প্রতিষ্ঠানের ডিউ এবং পেইড এ্যাফিলিয়েশন ফি আলাদা আলাদা প্যানেলে দেখা যাবে ও প্রদান করা যাবে। 

See also  সরকারি প্রতিষ্ঠানসমূহে ডিপ্লোমা ভর্তি বিজ্ঞপ্তি 2023। btebadmission.gov.bd

শিক্ষা প্রতিষ্ঠানের এ্যাফিলিয়েশন ফি পরিশোধ

৭. Pay Now বাটনে ক্লিক করুন। 

সোনালী ব্যাংকের মাধ্যমে এ্যাফিলিয়েশন ফি প্রদান করার নিয়ম

সোনালী ব্যাংকঃ  একাউন্ট ট্রান্সফার অথবা কাউন্টার

শিক্ষা প্রতিষ্ঠানের এ্যাফিলিয়েশন ফি পরিশোধ

কার্ডঃ  যে কোন ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড।

শিক্ষা প্রতিষ্ঠানের এ্যাফিলিয়েশন ফি পরিশোধ

মোবাইল ব্যাংকিংঃ  যে কোন মোবাইল ব্যাংকিং যেমন বিকাশ নগর ইত্যাদি।

শিক্ষা প্রতিষ্ঠানের এ্যাফিলিয়েশন ফি পরিশোধ

৮. পেমেন্ট সম্পূর্ণ হলে নিচের স্ক্রিনশট এর মত একটি পেজ দেখতে পারবেন এবং মোবাইলে একটি এসএমএস যাবে।

শিক্ষা প্রতিষ্ঠানের এ্যাফিলিয়েশন ফি পরিশোধ

৯. সোনালী ব্যাংকের কাউন্টার পেমেন্ট করলে নিচের ভাউচারটি প্রিন্ট করে সোনালী ব্যাংকে যে কোন শাখা গিয়ে টাকা পরিশোধ করতে হবে।

শিক্ষা প্রতিষ্ঠানের এ্যাফিলিয়েশন ফি পরিশোধ

১০. এছাড়াও যেকোনো ধরনের কার্ড এবং মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্ট করা যাবে।

১১. যেকোনো সময় লগইন করে এ্যাফিলিয়েশন বোর্ডে গিয়ে ডিঊ এবং পেইড এ্যাফিলিয়েশন ফি এর তালিকা দেখা যাবে এবং প্রিন্ট নেয়ার প্রয়োজন হলে প্রিন্ট করা যাবে।

শিক্ষা প্রতিষ্ঠানের এ্যাফিলিয়েশন ফি পরিশোধ

উপরোক্ত পদ্ধতি গুলো অনুসরণ করে খুব সহজেই আপনি আপনার প্রতিষ্ঠানের এ্যাফিলিয়েশন ফি প্রদান করতে পারবেন। এ্যাফিলিয়েশন ফি পরিশোধ করতে কোন সমস্যার সম্মুখীন হলে আমাদের ওয়েবসাইটে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আমরা আপনার সমস্যাটি সমাধান করার চেষ্টা করব। BTEB Notice, BTEB Result সহ কারিগরি শিক্ষা বোর্ডের নোটিশ দেখতে আমাদের ওয়েবসাইটে চোখ রাখুন। 

Nirob

আমি নিরব। এটি আমার বাংলা শিক্ষা বিষয়ক ওয়েবসাইট। যেখানে আমি প্রতিনিয়ত শিক্ষা ও দৈনন্দিন জীবনে ব্যবহৃত বিভিন্ন বিষয়ে লেখা প্রকাশ করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *