DSHE Notice

ডেঙ্গু বিস্তার রোধে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ এবং বন্যাজনিত কারণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ

মাঠ পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক ডেঙ্গু বিস্তার রোধে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ এবং বন্যাজনিত কারণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ সংক্রান্ত বিষয় সরেজমিন মনিটরিং করার নির্দেশনা দিয়েছে মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর মাউশি। নির্দেশনাটি পাঠকদের জন্য নিম্নে উপস্থাপন করা হলো-

১. সূত্র: সাধারণ প্রশাসন শাখা : ৩7.02.0000.101.99.15.23-12202 /৬ , তারিখ- 06/07/2023 খ্রি:।

২. সূত্র: কলেজ ও প্রশাসন শাখা : ৩৭.02.0000.101.23.003.22-12377 /10 , তারিখ- 09/07/2023 খ্রি:।

ডেঙ্গু বিস্তার রোধে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ

উপর্যুক্ত বিষয় ও সূত্রের আলোকে জানানো যাচ্ছে যে , ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গু রোগের প্রকোপ দেখা দিয়েছে । সে মোতাবেক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর হতে মাউশি’র আওতাধীন সকল কর্মকর্তা ও প্রতিষ্ঠান প্রধান বরাবর একটি নির্দেশনা পত্র জারি করা হয়েছে । এছাড়া সম্প্রতি অতি বৃষ্টির কারণে এবং উজান থেকে নেমে আসা অতিরিক্ত পানির প্রভাবে দেশের কোন কোন স্থানে বন্যার প্রকোপ দেখা দিয়েছে । শিক্ষা প্রতিষ্ঠানের জানমালের নিরাপত্তার স্বার্থে মাউশি অধিদপ্তরের আওতাধীন বন্যা কবলিত সকল সরকারি -বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সমূহকে সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণের জন্যও নির্দেশনা পত্র জারি করা হয়েছে ।

উল্লিখিত পত্রদ্বয়ে বর্ণিত নির্দেশনা মোতাবেক তাঁর আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধে কোন ব্যবস্থা নেয়া হয়েছে কিনা / কোন ব্যবস্থা নেয়া হয়ে থাকলে তার তথ্য এবং বন্যা জনিত কারণে ব্যবস্থা গ্রহণ সম্পর্কিত তথ্য আগামী ২৫/০৭/২০২৩ তারিখের মধ্যে ই -মেইলে প্রেরিত গুগল লিংকে প্রেরণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো । বিষয়টি অতীব জরুরী ।

বন্যা কবলিত এলাকার জন্য নির্দেশনা 

সম্প্রতি দেশের কোনো কোনো স্থানে বন্যা দেখা দিয়েছে । জনসাধারণের জান মালের নিরাপত্তার স্বার্থে এ অধিদপ্তরের আওতাধীন বন্যা কবলিত এলাকার সকল সরকারি -বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সমূহকে নিম্নরুপ পরিচালন ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো- 

১. বন্যাকবলিত এলাকার শিক্ষা প্রতিষ্ঠানসমূহ সার্বক্ষণিক খোলা রেখে বন্যার্তদের আশ্রয়ের ব্যবস্থাগ্রহণ করতে হবে ;

২. সংশ্লিষ্টজেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে সমন্বয় করে পরিস্থিতি মোকাবেলা করতে হবে ;

৩ . পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য প্রতিটি জেলা /উপজেলা /থানায় একটি নিয়ন্ত্রণ কক্ষ ( Control Room ) খোলার ব্যবস্থা করতে হবে এবং সার্বিক অবস্থা এ অধিদপ্তরের পরিচালক ( মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন ) -কে অবহিত করবেন ( পরিচালক , মনিটরিং এন্ড ইভালুয়েশন এর ফোন : 02-9555130 , মোবাইল : 01715-088420 এবং উপপরিচালক , মনিটরিং এন্ড ইভালুয়েশন এর ফোন : 02-9574104 , মোবাইল : 01711315686 ) ;

৪. শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ প্রতিষ্ঠানের আসবাবপত্র ও কম্পিউটার সামগ্রী নিরাপদে রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন ।

ডেঙ্গু বিস্তার রোধে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ

সম্প্রতি ঢাকা মহানগর ও দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গু রোগের প্রকোপ দেখা দিয়েছে । বহু মানুষ এতে আক্রান্ত হয়েছেন এবং হচ্ছেন । বিশেষজ্ঞদের ধারণা , সতর্কতা অবলম্বন করলে এ রোগ হতে নিস্তার পাওয়া সম্ভব । ডেঙ্গু এডিস মশা বাহিত একটি রোগ ।শিক্ষা প্রতিষ্ঠানসমূহের খেলার মাঠ এবং ভবনসমূহের মাঝে পানি জমে থাকে এমন জায়গা , ফুলের টবে জমে থাকা পানি এডিস মশার উপযুক্ত প্রজনন কেন্দ্র।ডেঙ্গু বিস্তার রোধে দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান পবিত্র ঈদ -উল – আযহার ছুটি পরবর্তী খোলার পর নিম্নোক্ত ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো :

১. খেলার মাঠ ও ভবনসমূহ নিয়মিত পরিস্কার – পরিচ্ছন্ন রাখতে হবে ;

২. মাঠ কিংবা ভবনে জমে থাকা পানি দ্রুত সরিয়ে ফেলতে হবে ;

৩. শিক্ষা প্রতিষ্ঠান সমূহে সৌন্দর্য বর্ধনের জন্য যে সকল ফুলের টব রাখা হয়েছে , সেগুলো নিয়মিত পরিষ্কার রাখতে হবে;

৪. এছাড়া , এডিস মশার প্রজননস্থলে যাতে পানি জমতে না পারে তা নিশ্চিত করতে হবে ;

৫. সংশ্লিষ্ট কর্তৃপক্ষ/শিক্ষকগণ কর্তৃক ডেঙ্গু প্রতিরোধের উপায় সমূহ প্রত্যহ শিক্ষার্থীদেরকে অবহিত করতে হবে ।

যোগাযোগ

  • গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর,
  • মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন উইং, শিক্ষা ভবন , ঢাকা
  • www.dshe.gov.bd

সদয় অবগতি ও প্রয়োজনীয় কার্যার্থে(জ্যেষ্ঠতার ক্রমানুসারে নয় ):

১। পরিচালক (কলেজ ও প্রশাসন / মাধ্যমিক / এমইডব্লিউ ),মাউশি অধিদপ্তর বাংলাদেশ , ঢাকা

২। অধ্যক্ষ (সকল সরকারি কলেজ )

৩। মাননীয় মন্ত্রীমহোদয়ের একান্ত সচিব , শিক্ষা মন্ত্রণালয়বাংলাদেশ ,ঢাকা

৪। মাননীয় উপমন্ত্রী মহোদয়ের একান্ত সচিব , শিক্ষা মন্ত্রণালয়বাংলাদেশ , ঢাকা

৫। সচিব মহোদয়ের একান্ত সচিব ,মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ , শিক্ষা মন্ত্রণালয়বাংলাদেশ ,ঢাকা

৬। আঞ্চলিক উপ – পরিচালক (মাধ্যমিক / কলেজ ), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (সকল অঞ্চল )

৭। সিনিয়র সিস্টেম এনালিস্ট ,ইএমআইএস সেল ,মাউশি অধিদপ্তর বাংলাদেশ ,ঢাকা (নির্দেশনা পত্রটি মাউশি’র ওয়েবসাইটে প্রকাশের অনুরোধসহ )

৮। জেলা শিক্ষা অফিসার ( সকল )

৯। অধ্যক্ষ ( সকল বেসরকারি কলেজ )

১০। প্রধান শিক্ষক ( মাধ্যমিক পর্যায়ের সকল সরকারি ও বেসরকারি স্কুল)

১১। পিএটু ,মহাপরিচালক , মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ , ঢাকা 09

১২। সংরক্ষণ নথি ।

Nirob

আমি নিরব। এটি আমার বাংলা শিক্ষা বিষয়ক ওয়েবসাইট। যেখানে আমি প্রতিনিয়ত শিক্ষা ও দৈনন্দিন জীবনে ব্যবহৃত বিভিন্ন বিষয়ে লেখা প্রকাশ করি।