এসএসসি রেজাল্ট ২০২৪ দেখার নিয়ম [SSC Marksheet download]
এসএসসি পরিক্ষা দিয়েছেন এবং রেজাল্ট পাবলিশ হওয়ার জন্য অপেক্ষায় আছেন? এসএসসি পরিক্ষার রেজাল্ট কীভাবে চেক করতে হয় বা এসএসসি ফলাফল চেক করার পদ্ধতি নিয়ে আজকের এই পোস্টে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করবো। আপনি যদি এসএসসি পরিক্ষা ২০২৪ এর পরীক্ষার্থী হয়ে থাকেন, তবে এই পোস্টটি সম্পূর্ণ পড়লে আপনার পরিক্ষার ফলাফল বের করার পদ্ধতি সম্পর্কে জানতে পারবেন।
এসএসসি রেজাল্ট দেখার নিয়ম
এসএসসি রেজাল্ট দেখার জন্য আমরা দুইটি পদ্ধতি অবলম্বন করতে পারি। একটি হচ্ছে মোবাইলে এসএমএস পাঠানোর মাধ্যমে এসএসসি ফলাফল চেক করা এবং অপরটি হচ্ছে ওয়েবসাইট থেকে রোল এবং রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে রেজাল্ট চেক করা। এই পোস্টে আপনাদের সাথে SSC Result Check 2024 এর উক্ত দুইটি পদ্ধতি নিয়েই আলোচনা করবো।
তো চলুন, কীভাবে এসএসসি পরিক্ষা ২০২৪ এর রেজাল্ট চেক করবেন, জেনে নেয়া যাক।
এসএসসি ফলাফল দেখার নিয়ম ২০২৪
এসএসসি পরিক্ষার ফলাফল দেখার জন্য মোবাইলের ম্যাসেজ অপশন থেকে 16222 নাম্বারে একটি ম্যাসেজ সেন্ড করতে হবে। ম্যাসেজ সেন্ড করার জন্য প্রথমে মোবাইলের ম্যাসেজ অপশন ওপেন করে নিন। এরপর, SSC লিখে একটি স্পেস দিতে হবে। অতঃপর, আপনি যে বোর্ড থেকে পরিক্ষা দিয়েছেন, সেটির শর্টফর্ম লিখতে হবে। অতঃপর, আবারও স্পেস দিয়ে এসএসসি পরিক্ষার রোল নাম্বার লিখতে হবে। এরপর, আবারও স্পেস দিয়ে পরিক্ষার বছর লিখতে হবে। সবশেষে ম্যাসেজটি 16222 নাম্বারে সেন্ড করে দিতে হবে।
সফলভাবে ম্যাসেজটি সেন্ড করলে ফিরতি ম্যাসেজে আপনার SSC Exam Result 2024 জানতে পারবেন। আপনি যদি উপরে উল্লেখ করে দেয়া পদ্ধতিটি বুঝতে না পারেন, তবে, নিচে উল্লেখ করে দেয়া ধাপগুলো অনুসরণ করুন। এতে করে সহজেই ম্যাসেজের মাধ্যমে আপনার এসএসসি পরিক্ষার রেজাল্ট চেক করতে পারবেন।
এসএমএস এর মাধ্যমে জেনারেল বোর্ডের এসএসসি রেজাল্ট দেখার নিয়ম
জেনারেল বোর্ড থেকে এসএসসি পরিক্ষা দিয়েছেন এবং আপনার পরিক্ষার রেজাল্ট চেক করতে চাচ্ছেন, তাহলে নিচে উল্লিখিত পদ্ধতি অনুসরণ করুন। এতে করে, আপনার পরিক্ষার রেজাল্ট বের করতে পারবেন।
- প্রথমে আপনার মোবাইলের ম্যাসেজ অপশন ওপেন করে নতুন ম্যাসেজ ওপেন নিন।
- এরপর, SSC <স্পেস> Board Name <স্পেস> Roll <স্পেস> পাশের বছর , এভাবে করে ম্যাসেজটি লিখুন। উদাহরণ – SSC DIN 157748 2024 ।
- এভাবে করে ম্যাসেজটি টাইপ করার পর ম্যাসেজটি 16222 নাম্বারে সেন্ড করে দিন। আপনি যদি ঢাকা বোর্ড থেকে পরিক্ষা দিয়ে থাকেন, তবে ঢাকা বোর্ডের শর্ট ফর্ম ব্যবহার করবেন। তাহলে এসএমএসটি হবে এমন – SSC DHA 157748 2024 । এভাবে করে জেনারেল বোর্ড থেকে পরিক্ষা দেয়া যে কেউ একই পদ্ধতিতে তার রোল নাম্বার ব্যবহার করে ম্যাসেজ সেন্ড করে এসএসসি ফলাফল জানতে পারবেন।
- এসএমএস করার জন্য সিমে অবশ্যই ২.৪৪ টাকা বা তার বেশি পরিমাণে ব্যালেন্স থাকতে হবে। একটি এসএমএস সেন্ড করার জন্য ২.৪৪ টাকা চার্জ কাটবে। তাই, সিমে ব্যালেন্স রেখে এসএমএস টাইপ করে এসএমএসটি উক্ত নাম্বারে সেন্ড করে দিন। পরবর্তী ফিরতি ম্যাসেজে আপনার SSC EXAM RESULT 2024 জানতে পারবেন।
একই পদ্ধতি অবলম্বন করে জেনারেল বোর্ড থেকে পরিক্ষা দেয়া যে কারও এসএসসি পরিক্ষার ফলাফল বের করতে পারবেন। কিন্তু, আপনি যদি মাদ্রাসা বোর্ড থেকে পরিক্ষা দিয়ে থাকেন বা টেকনিক্যাল বোর্ড থেকে পরিক্ষা দিয়ে থাকেন, তবে নিচে এই দুই ধরণের বোর্ডের রেজাল্ট চেক করার পদ্ধতি পেয়ে যাবেন।
এসএমএস এর মাধ্যমে মাদ্রাসা বোর্ডের এসএসসি রেজাল্ট দেখার নিয়ম
মাদ্রাসা বোর্ড থেকে এসএসসি পরিক্ষা দিয়েছেন এবং এখন আপনার SSC Exam Result 2024 চেক করতে চাচ্ছেন, তাহলে নিম্নে উল্লিখিত ধাপগুলো অনুসরণ করে এসএমএস এর মাধ্যমে এসএসসি পরিক্ষার রেজাল্ট চেক করতে পারবেন।
- প্রথমেই আপনার ফোনের ম্যাসেজ অপশন থেকে নতুন ম্যাসেজ ওপেন করে নিন।
- এরপর, SSC MAD 157748 2024 এভাবে করে আপনার ম্যাসেজটি টাইপ করুন। অতঃপর, 157748 এর জায়গায় আপনার এসএসসি পরিক্ষার রোল নাম্বার লিখবেন। এখন, 2024 এর জায়গায় পরিক্ষার বছর লিখবেন। মনে রাখতে হবে যে, MAD পরিবর্তন করা যাবে না কারণ, মাদ্রাসা বোর্ডের জন্য এটা ব্যবহার করতে হবে।
- অতঃপর, এসএমএসটি 16222 নাম্বারে সেন্ড করে দিবেন। সকল তথ্য সঠিকভাবে দিয়ে ম্যাসেজ সেন্ড করলে আপনাকে ফিরতি ম্যাসেজে আপনার এসএসসি পরিক্ষার ফলাফল ২০২৪ জানিয়ে দেয়া হবে।
- এসএমএস করার জন্য সিমে অবশ্যই ২.৪৪ টাকা বা তার বেশি পরিমাণে ব্যালেন্স থাকতে হবে। একটি এসএমএস সেন্ড করার জন্য ২.৪৪ টাকা চার্জ কাটবে। তাই, সিমে ব্যালেন্স রেখে এসএমএস টাইপ করে এসএমএসটি উক্ত নাম্বারে সেন্ড করে দিন। পরবর্তী ফিরতি ম্যাসেজে আপনার SSC EXAM RESULT 2024 জানতে পারবেন।
একই পদ্ধতি অবলম্বন করে মাদ্রাসা বোর্ড থেকে পরিক্ষা দেয়া যে কারও এসএসসি পরিক্ষার রেজাল্ট বের করতে পারবেন। কিন্তু, আপনি যদি টেকনিক্যাল বোর্ড থেকে পরিক্ষা দিয়ে থাকেন, তবে কীভাবে টেকনিক্যাল বোর্ডের এসএসসি পরিক্ষার রেজাল্ট চেক করতে হয় তার পদ্ধতি নিচে পেয়ে যাবেন।
এসএমএস এর মাধ্যমে টেকনিক্যাল বোর্ডের এসএসসি রেজাল্ট দেখার নিয়ম
টেকনিক্যাল বোর্ড থেকে এসএসসি পরিক্ষা দিয়েছেন এবং এখন আপনার SSC Result 2024 বের করতে চাচ্ছেন, তাহলে নিম্নলিখিত ধাপগুলো অনুসরণ করে এসএমএস এর মাধ্যমে এসএসসি রেজাল্ট চেক করতে পারবেন।
- প্রথমেই আপনার ফোনের ম্যাসেজ অপশন ওপেন করে নিন।
- এরপর, SSC TEC 157748 2024 এভাবে করে আপনার ম্যাসেজটি টাইপ করুন। অতঃপর, 157748 এর জায়গায় আপনার এসএসসি পরিক্ষার রোল নাম্বার লিখবেন। এখন, 2024 এর জায়গায় পরিক্ষার বছর লিখবেন। মনে রাখতে হবে যে, TEC পরিবর্তন করা যাবে না কারণ, টেকনিক্যাল বোর্ডের জন্য এটা ব্যবহার করতে হবে।
- অতঃপর, এসএমএসটি 16222 নাম্বারে সেন্ড করে দিবেন। সকল তথ্য সঠিকভাবে দিয়ে ম্যাসেজ সেন্ড করলে আপনাকে ফিরতি ম্যাসেজে আপনার এসএসসি ফলাফল ২০২৪ জানিয়ে দেয়া হবে।
- এসএমএস করার জন্য সিমে অবশ্যই ২.৪৪ টাকা বা তার বেশি পরিমাণে ব্যালেন্স থাকতে হবে। একটি এসএমএস সেন্ড করার জন্য ২.৪৪ টাকা চার্জ কাটবে। তাই, সিমে ব্যালেন্স রেখে এসএমএস টাইপ করে এসএমএসটি উক্ত নাম্বারে সেন্ড করে দিন। পরবর্তী ফিরতি ম্যাসেজে আপনার SSC EXAM RESULT 2024 জানতে পারবেন।
একই পদ্ধতি অবলম্বন করে টেকনিক্যাল বোর্ড থেকে পরিক্ষা দেয়া যে কারও এসএসসি পরিক্ষার রেজাল্ট বের করতে পারবেন।
সকল বোর্ডের নামের শর্ট ফর্ম
জেনারেল বোর্ড থেকে যারা পরিক্ষা দিচ্ছে, তাদের অনেকেই এসএমএস এর মাধ্যমে এসএসসি পরিক্ষার রেজাল্ট চেক করার সময় একটি সমস্যা ফেস করেন। এটি হচ্ছে, তারা বোর্ডের নাম কী লিখবেন সেটি জানেন না। আমি ইতোমধ্যে উল্লেখ করে দিয়েছি যে, এসএমএস এর মাধ্যমে রেজাল্ট চেক করার জন্য আপনি যে বোর্ড থেকে পরিক্ষা দিয়েছেন, তার প্রথম ৩ অক্ষর লিখতে হবে। নিচে সবগুলো বোর্ডের নামের শর্ট ফর্ম উল্লেখ করে দিয়েছি।
- Comilla- Com
- Chittagong – Chi
- Jessore- Jes
- Dinajpur – Din
- Rajshahi – Raj
- Dhaka – Dha
- Barishal – Bar
- Sylhet- Syl
- Madrasah – Mad
- Technical-Tec
ওয়েবসাইট থেকে এসএসসি রেজাল্ট চেক করার নিয়ম ২০২৪
স্মার্টফোন বা কম্পিউটার থেকে ইন্টারনেট সংযোগ দিয়ে ওয়েবসাইট ব্যবহার করে এসএসসি রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এবং পাশের বছর দিয়ে সহজেই আপনার রেজাল্ট চেক করতে পারবেন। রেজাল্ট চেক করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন।
ধাপ ১ – মোবাইল বা কম্পিউটারের যেকোনো একটি ইন্টারনেট ব্রাউজার ওপেন করে নিন।
ধাপ ২ – অতঃপর, https://eboardresults.com/v2/home ওয়েবসাইট ভিজিট করুন। বা লিংকটি কপি করে ভিজিট করুন।
ধাপ ৩ – এখন, উপরে উল্লেখ করে দেয়া ইমেজের মতো করে Examination এর পাশের ড্রপ-ডাউন মেনু থেকে SSC/Dakhil/Equivalent নির্বাচন করে দিন।
ধাপ ৪ – পরিক্ষার বছর, বোর্ডের নাম, Result Type থেকে Individual Result সিলেক্ট করে দিন।
ধাপ ৫ – অতঃপর, আপনার পরিক্ষার রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার সিলেক্ট করে দিন ও সিকিউরিটি কোড পূরণ করে দিন।
ধাপ ৬ – সবকিছু নির্বাচন করে দেয়া হলে Get Result বাটনে ক্লিক করুন। তাহলে আপনার এসএসসি ফলাফল ২০২৪ দেখতে পারবেন।
এই পদ্ধতিগুলো অনুসরণ করে সহজেই আপনার SSC পরিক্ষার রেজাল্ট দেখতে পারবেন। রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার জানা থাকলে আপনার বন্ধুদের রেজাল্টও বের করতে পারবেন একই পদ্ধতিতে।
এসএসসি গ্রেডিং সিস্টেম
এসএসসি পরিক্ষার গ্রেডিং সিস্টেম নিচে উল্লেখ করে দিয়েছি। এটি দেখে, কত নাম্বার হলে গ্রেড পয়েন্ট কত হয় এবং কী গ্রেড পাবেন তা জানতে পারবেন।
মার্ক | গ্রেড পয়েন্ট | গ্রেড |
৮০– ১০০ | ৫.০০ | A+ |
৭০ – ৭৯ | ৪.০০ | A |
৬০– ৬৯ | ৩.৫০ | A- |
৫০– ৫৯ | ৩.০০ | B |
৪০– ৪৯ | ২.০০ | C |
৩৩– ৩৯ | ১.০০ | D |
০ – ৩২ | ০.০০ | F |
শেষ কথা
এসএসসি রেজাল্ট দেখার নিয়ম সম্পর্কে এতক্ষন যেসব পদ্ধতি নিয়ে আলোচনা করেছি, এগুলো সঠিকভাবে অনুসরণ করলে আপনি জেনারেল বোর্ড অর্থাৎ ঢাকা বোর্ড, দিনাজপুর বোর্ড, রাজশাহী বোর্ড সহ দেশের সকল বোর্ডের এসএসসি রেজাল্ট, মাদ্রাসা বোর্ডের রেজাল্ট এবং টেকনিক্যাল বোর্ডের এসএসসি ফলাফল চেক করতে পারবেন।