DPE Notice

মুক্তপাঠ রেজিস্ট্রেশন করার পদ্ধতি ও প্রাথমিক স্তরের বিস্তরণ বিষয়ক অনলাইন প্রশিক্ষণ

সারাদেশে সরকারি প্রাথমিক সহকারী শিক্ষক এবং প্রধান শিক্ষকদের জন্য মুক্তপাঠ অনলাইন প্রশিক্ষণ (বিনামূল্যে) আয়োজন করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। জাতীয় শিক্ষাক্রম ২০২১ প্রাথমিক স্তরের বিস্তরণ বিষয়ক অনলাইন প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণের নিয়ম আজ আলোচনা করা হবে। উত্তম কুমার দাস পরিচালক প্রশিক্ষণ কর্তৃক স্বাক্ষরিত একটি নোটিশে এই প্রশিক্ষণে অংশ নেয়ার নির্দেশনা প্রদান করা হয়েছে। 

২০২৩ শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক স্তরের সকল শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় শিক্ষাক্রম রূপরেখা ২০২১ এর আলোকে প্রণীত শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক অনুযায়ী শিখন কার্যক্রম চালু আছে। নতুন শিক্ষাক্রম বাস্তবায়নের জন্য শিক্ষকদের অনলাইন প্লাটফর্ম মুক্তপাঠ এ প্রশিক্ষণ গ্রহণ করতে হবে।

জাতীয় শিক্ষাক্রম ২০২১ বাস্তবায়নের জন্য প্রাথমিক স্তরের সকল শিক্ষকের জাতীয় শিক্ষাক্রম ২০২১ এর বিস্তরণ বিষয়ক অনলাইন প্রশিক্ষণ এ অংশ নিতে ই লার্নিং প্লাটফর্ম মুক্তপাঠ এ নিবন্ধন করতে হবে। মুক্তপাঠে রেজিস্ট্রেশন করতে হলে শিক্ষকের ব্যক্তিগত পিন নম্বর (IPEMIS PIN) ব্যবহার করতে হবে। মুক্তপাঠে অনলাইন প্রশিক্ষণ গ্রহণের জন্য প্রথমে শিক্ষকদের ই লার্নিং প্লাটফর্ম মুক্তপাঠে রেজিস্ট্রেশন করতে হবে। 

মুক্তপাঠ রেজিস্ট্রেশন করার পদ্ধতি

মুক্তপাঠ রেজিস্ট্রেশন করার পদ্ধতি

  • মুক্তপাঠ সফটওয়্যারে রেজিস্ট্রেশন করার জন্য প্রথমেই আপনি আপনার মোবাইলের কম্পিউটারের যে কোন ব্রাউজার থেকে ভিজিট করুন – https://dpe.muktopaath.gov.bd
  • মুক্তপাঠ ওয়েবসাইটে প্রবেশ করার পর মেনু থেকে রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করুন।
  • এরপর আপনাকে তিনটি অপশন দেখাবে। একটি হচ্ছে লার্নার, দ্বিতীয়টি ইন্সট্রাক্টর বা কন্ট্রিবিউটর এবং তৃতীয়টি পার্টনার। আপনি লার্নার হিসেবে নিবন্ধন করতে লার্নার অপশন এ ক্লিক করুন।
  • লার্নার অপশনে প্রবেশ করার পর আপনাকে রেজিস্ট্রেশন ফর্ম দেখানো হবে। মুক্তপাঠের রেজিস্ট্রেশন ফর্মে সঠিক তথ্যাবলী দিয়ে ফ্রি রেজিস্ট্রেশন করুন।
  • প্রাথমিক বিদ্যালয় শিক্ষক হিসেবে রেজিস্ট্রেশন করতে হলে আপনাকে পেশার ধরন সরকারি পছন্দ করতে হবে।
  • পেশার নাম শিক্ষকতা পছন্দ করার পর বক্সে প্রদত্ত শিক্ষার স্তর অপশন থেকে প্রাথমিক নির্বাচন করুন।
  • এই অপশনটি সিলেক্ট করার পর আপনার কাছ থেকে শিক্ষক পিন নম্বর এবং আপনার জন্ম তারিখ চাওয়া হবে।  
  • আপনার শিক্ষক পিন এবং জন্ম তারিখ সঠিকভাবে প্রবেশ করিয়ে ভেরিফাই করুন অপশনে ক্লিক করুন।
  • এরপর ভেরিফাই হয়ে গেলে বাকি তথ্যগুলো পূরণ করে রেজিস্ট্রেশন করুন অপশনে ক্লিক করলে আপনার রেজিস্ট্রেশনটি সম্পন্ন হবে। 
  •  তবে রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার আগে আপনার প্রদত্ত মোবাইল নম্বর বা ইমেল আইডিতে একটি কোড প্রদান করা হবে উক্ত কোডটি দিয়ে আপনার অ্যাকাউন্টটি যাচাই করে নিতে হবে। উল্লেখ্য যে রেজিস্ট্রেশন সম্পন্ন করার সময় আপনার মোবাইল নম্বর অথবা ইমেইল যেকোনো একটি ব্যবহার করা যাবে।

এভাবেই খুব সহজেই আপনি মুক্তপাঠ অনলাইন প্লাটফর্মে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। 

শিক্ষক তথ্য যাচাইঃ একটি শিক্ষক আইডি (PIN/PDS/HRMIS/ইনডেক্স) দিয়ে একটিমাত্র মুক্তপাঠ অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারবেন। ভেরিফিকেশনের পূর্বে আপনার লগইনকৃত অ্যাকাউন্টির তথ্যাবলি সম্পর্কে পুনঃনিশ্চিত হয়ে নিন।

মুক্তপাঠ লগইন 

আপনি যদি এর আগে মুক্তপাঠে নিবন্ধন করে থাকেন তাহলে আপনি সরাসরি মুক্তপাঠ ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করবেন। 

রেজিস্ট্রেশন এ সকল তথ্য প্রদান করতে হবে- 

  1. আপনার পুরো নাম পূরণ করুন।
  2. আপনার পেশা নির্বাচন করুন। 
  3. আপনার লিঙ্গ নির্বাচন করুন। 
  4. ইমেল বা ফোন নম্বর পূরণ করুন।
  5. আপনার পাসওয়ার্ড পূরণ করুন।
  6. নিশ্চিত করতে পাসওয়ার্ডটি পুনরায় প্রবেশ করান৷
  7. “রেজিস্টার” বোতামে ক্লিক করুন।
  8. আপনার ইমেল বা ফোন নম্বর চেক করুন, একটি যাচাইকরণ কোড/লিঙ্ক পাঠানো হয়েছে।
  9. যাচাইকরণ কোড দিয়ে অ্যাকাউন্ট যাচাই করুন।
  10. আন্তর্জাতিক নিবন্ধনের জন্য ইমেল ব্যবহার করুন।

মুক্তপাঠ রেজিস্ট্রেশন শিক্ষক পিন নম্বর

জাতীয় শিক্ষাক্রম ২০২১ প্রাথমিক স্তরের অনলাইন প্রশিক্ষণ কোর্সের রেজিস্ট্রেশনের জন্য বা অংশগ্রহণের জন্য প্রাথমিক শিক্ষক হিসেবে ভেরিফিকেশনের জন্য আপনার শিক্ষক পিন নম্বর এবং জন্ম তারিখ প্রয়োজন হবে। উল্লেখ্য যে জন্ম তারিখ অবশ্যই আপনার সার্টিফিকেট অনুযায়ী হতে হবে।  ভেরিফিকেশন ফর্মে আপনার শিক্ষা স্তর ড্রপ ডাউন মেনু থেকে প্রাথমিক সিলেক্ট করতে হবে।  শিক্ষক পিন নম্বর ভেরিফিকেশন এর ক্ষেত্রে একজন শিক্ষক কেবলমাত্র একটি শিক্ষক পিন নম্বর ব্যবহার করতে পারবেন।  একজন শিক্ষক অ্যাকাউন্ট তৈরি বা একই নাম্বার বারবার ব্যবহার করতে পারবেন না। শিক্ষক পিন নম্বর হিসেবে আপনার শিক্ষক প্রোফাইল তৈরীর সময় পেমিস সফটওয়্যারে যে পিন নম্বরটি দেয়া হয়েছে সেটি ব্যবহার করবেন। 

মুক্তপাঠ অনলাইন শিক্ষক পিন কোথায় পাবেন?

শিক্ষক পিন নম্বরটি আপনার pemis এ  লগইন করার পর শিক্ষকের তালিকায় গেলে দেখতে পারবেন।  অথবা আপনার ই প্রাইমারি স্কুল সিস্টেমেও আপনার শিক্ষক পিন নম্বরটি পেয়ে যাবেন।

মুক্তপাঠে রেজিস্ট্রেশন ও প্রোফাইল আপডেট করার সময় আপনার সার্টিফিকেটের নামটি সঠিকভাবে লিখতে হবে আপনার আইডি থেকে একবার সার্টিফিকেট তৈরি হওয়ার পর সার্টিফিকেটের নাম পুনরায় পরিবর্তন করতে পারবেন না। 

জাতীয় শিক্ষাক্রম ২০২১ (প্রাথমিক স্তর) এর বিস্তরণ বিষয়ক অনলাইন প্রশিক্ষণ কোর্স

  • এই কোর্সে মোট ৬ টি মডিউল রয়েছে।
  • প্রতিটি মডিউলের অভ্যন্তরে ৩ থেকে ৫ টি লেসন রয়েছে।
  • প্রতিটি পাঠে রয়েছে নির্ধারিত বিষয় বস্তু। যেমন পূর্ব অভিজ্ঞতা প্রশ্নমালা, ভিডিও কনটেন্ট, পাঠ সহায়িকা, স্ব-মূল্যায়ন, কুইজ,  মতামত ও আলোচনা।
  • প্রত্যেকটি লেসনে প্রদত্ত নির্দেশনা অনুযায়ী অংশগ্রহণের মাধ্যমে পাঠটি সম্পন্ন হবে। 

প্রাথমিক পর্যায়ের জন্য প্রণীত জাতীয় শিক্ষাক্রম ২০২১ বিগত ২৩ মার্চ, ২০২২ তারিখে জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটি (NCCC) কর্তৃপক্ষ অনুমোদিত হয়। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (NCTB), জাতীয় শিক্ষাক্রম রূপরেখা ২০২১ এর ভিত্তিতে জাতীয় শিক্ষাক্রম ২০২১ (প্রাথমিক স্তর) প্রণয়ন করেছে। এই রূপরেখা ও তার ভিত্তিতে প্রণীত শিক্ষাক্রম দেশের প্রাথমিক শিক্ষাব্যবস্থায় বেশকিছু গুরুত্বপূর্ণ গুণগত পরিবর্তন আনতে যাচ্ছে।

জাতীয় শিক্ষাক্রম ২০২১ পরিমার্জনের সময় “টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG), এনসিটিবি কর্তৃক পরিচালিত সমীক্ষা “পরিস্থিতি বিশ্লেষণ ও কার্যকারিতা (Effectiveness & Situation analysis)” এর প্রতিবেদন এবং বিধৃত “জাতীয় শিক্ষা নীতির আলোকে ১০টি মূল যোগ্যতা নির্ধারণ করা হয়েছে। তাছাড়া এ শিক্ষাক্রমে টেকসই উন্নয়ন লক্ষ্যসমূহ এবং একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় শিশুকে দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বিশ্ব নাগরিকতার (Global Citizenship) গুণাবলীর ধারণাসমূহ ও অন্তর্ভুক্তিকরণের (Inclusiveness) ধারণাসমূহ সমন্বিত করা হয়েছে।

কাজেই বিষয়টির গুরুত্ব বিবেচনায় শিক্ষাক্রমের ধারণার ব্যাপক বিস্তরণের জন্য ব্লেন্ডেড পদ্ধতিতে (অনলাইন ও অফলাইন) প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। শিক্ষাক্রম বাস্তবায়নে মূল ভূমিকা পালন করবেন শিক্ষক সমাজ। প্রস্তাবিত শিক্ষাক্রম মাঠ পর্যায়ে বাস্তবায়নের পূর্বেই সকল শিক্ষক ও শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রশিক্ষণ নিশ্চিত করা হবে। এরই ধারাবাহিকতায় প্রথমে অনলাইন কোর্স-এর মাধ্যমে শিক্ষাক্রম বিস্তরণ বিষয়ক প্রশিক্ষণ গ্রহণ করে সার্টিফিকেট পাওয়া সাপেক্ষে অফলাইন প্রশিক্ষণ গ্রহণ করা যাবে। এর মাধ্যমে শিক্ষক সমাজ ও মাঠ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ দ্রুততম সময়ে শিক্ষাক্রমের ধারণা নিয়ে শ্রেণি কার্যক্রম ও পর্যবেক্ষণ কার্যক্রম পরিচালনা করতে পারবেন।

প্রাথমিক বিদ্যালয়ের প্রতিটি শিক্ষককে অনলাইন প্রশিক্ষণ করছে অংশগ্রহণ করতে হবে এবং প্রত্যেকটি পার ধাপে ধাপে সম্পন্ন করে কোর্স টি সম্পন্ন করতে হবে।  কোন শিক্ষক যদি একটি পাঠ সম্পূর্ণ না করেন তবে তিনি পরের পাঠে যেতে পারবেন না।  সকল পাঠ সম্পন্ন করলে আপনি সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন। 

উপরোক্ত নির্দেশনা সমূহ অনুসরণ করে আপনি জাতীয় শিক্ষাক্রম ২০২১ প্রাথমিক স্তরের বিস্তরণ বিষয়ক অনলাইন প্রশিক্ষণ কোর্স টি সম্পন্ন করতে পারবেন। এছাড়া কোন রকমের সমস্যা হলে আপনি মুক্তপাঠ টিমের সাথে যোগাযোগ করতে পারবেন।

সচরাচর জিজ্ঞাসা

জিজ্ঞাসাঃ পিন নাম্বার সঠিক দেয়ার পরও ভেরিফাই হচ্ছে না?

উত্তরঃ pemis থেকে নিজের পিন নাম্বার নিবেন।

জিজ্ঞাসাঃ 4.1.8 শিখন শেখানো কৌশল গাণিতিক খেলা। ভিডিও শেষ করার পর কুইজে দুইটি প্রশ্ন আছে। প্রথম প্রশ্নের উত্তর সঠিক হচ্ছে । কিন্তু দ্বিতীয় প্রশ্নের উত্তর সঠিক হলেও ভুল দেখাচ্ছে। এতে পাঠটি সম্পন্ন হচ্ছে না।

উত্তরঃ পূর্ববর্তী ভিডিওটা আবার দেখুন। তাহলে কুইজে আবার অংশ দিতে পারবেন।

জিজ্ঞাসাঃ কোর্স চলাকালীন সময়ে কোন একটি আইটেম রেখে পরবর্তী আইটেম কমপ্লিট করা যাবে কি?

উত্তরঃ করা যাবে। কিন্তু আপনাকে ১০০% কমপ্লিট না করলে সার্টিফিকেট পাবেন না।

জিজ্ঞাসাঃ সার্টিফিকেট টি পিডিএফ আকারে ডাউনলোড করলে নাম উপরের অংশে দেখা যায়। নামের জায়গা টি খালি থাকে, করনীয় কি?

উত্তরঃ পিডিএফ না করে জেপিজি আকারে করুন।

জিজ্ঞাসাঃ আমি সম্পূর্ণ কোর্সটি করেছি।কিন্তু মউিউল ১ও মডিউল ২ তে দুইটা কুইজে ৫ বারের বেশি ভূল উত্তর দেখার কারনে আমার অগ্রগতি ৯৮% দেখাচ্ছে। এবং কুইজ গুলোর নতুন করে কোন সুযোগ দিচ্ছে না।সেক্ষেত্রে আমার করনীয় কি?

উত্তরঃ মুক্তপাঠে মেইল করুন

জিজ্ঞাসাঃ সনদের পিডিএফ ফাইল ডাউনলোড করা হলে লাইন উপর নিচ হয়ে যাচ্ছে, করনীয় কি?

উত্তরঃ ল্যাপটপ বা মোবাইল সব ক্ষেত্রেই একই সমস্যা তাই পিডিএফ ডাউনলোড না দিয়ে ইমেজ জিজ্ঞাসাঃ আকারে ডাউনলোড করুণ তাহলে ঠিক আসবে। মোবাইলে হলে সার্টিফিকেট এর উপরে চেপে ধরে আর ল্যাপটপ থেকে হলে মাউস এর রাইট বাটনে ক্লিক করে ডাউনলোড দিতে হবে অর্থাৎ আমরা গুগোল থেকে যেভাবে ছবি ডাউনলোড করি ঠিক সেভাবে।

জিজ্ঞাসাঃ আমি সাটিফিকেট পাইনি, কোর্স সমপন্ন করেছি, করনীয় কি??

উত্তরঃ সার্টিফিকেট তৈরি করুন অপশনে ক্লিক করে পরে ডাউনলোড করে নিন।

Nirob

আমি নিরব। এটি আমার বাংলা শিক্ষা বিষয়ক ওয়েবসাইট। যেখানে আমি প্রতিনিয়ত শিক্ষা ও দৈনন্দিন জীবনে ব্যবহৃত বিভিন্ন বিষয়ে লেখা প্রকাশ করি।