DPE Notice

প্রাথমিকের বকেয়া উপবৃত্তি বিতরণ শুরু ১৩ ডিসেম্বর ২০২৩

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উপবৃত্তি অর্থ বিতরণ নিয়ে নতুন আপডেট পাওয়া গেছে। যেসকল সুবিধাভোগী শিক্ষার্থী  জানুয়ারি ২০২৩ থেকে জুন ২০২৩ পর্যন্ত উপবৃত্তি পায়নি তাদের উপবৃত্তি বিতরণ: ১৩ ডিসেম্বর থেকে।

উপবৃত্তি পেমেন্ট রিপোর্ট ২০২৪

উপবৃত্তির অর্থ নগদ একাউন্ট এ বিতরণ শেষ হলে pesp finance gov bd সফটওয়্যার এ রিপোর্টে পে-রোল অপশনটি শো করবে।

রিপোর্ট অপশনে পে রোল রিপোর্ট ডাউনলোড করে সেখান থেকে কোন শিক্ষার্থী উপবৃত্তি পেল আর কোন শিক্ষার্থী উপবৃত্তি পেল না সেই তথ্য যাচাই করা যাবে।

জুলাই ২৩ থেকে ডিসেম্বর ২৩ এর উপবৃত্তি

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জুলাই মাস থেকে ডিসেম্বর মাসের উপবৃত্তির অর্থ বিতরণের কাজ চলতি বছরেই সম্পন্ন করার সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক উপবৃত্তি বিভাগ। এ সংক্রান্ত প্রয়োজনীয় কার্যক্রম দ্রুতই শুরু হবে যা ডিসেম্বরের মধ্যেই শেষ হবে বলে জানা গেছে।

pesp portal উপবৃত্তি তথ্য এন্ট্রি ও আপডেট

জানুয়ারি ২০২৪ থেকে পিইএসপি সফটওয়্যার এ ইউজার ফ্রেন্ডলি বিভিন্ন অপশন (নতুন) যুক্ত হবে। যেমন: ডুপ্লিকেট শো করলে ওই ডুপ্লিকেটকৃত শিক্ষার্থী যে বিদ্যালয় আছে সেই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ফোন নম্বর সহ শো করবে! Dashboard এ শুধুমাত্র বিদ্যালয়ের তথ্যই প্রদর্শিত হবে। কোন নম্বরে উপবৃত্তির অর্থ উত্তোলিত হয়েছে তা শো করবে।

  • উপবৃত্তির হার: প্রতি মাস
  • প্রাক প্রাথমিক শ্রেণী: ৭৫ টাকা
  • প্রথম থেকে পঞ্চম শ্রেণী: ১৫০ টাকা

প্রাথমিক উপবৃত্তি প্রাপ্তির যোগ্যতা ও করণীয়

ক। সকল শ্রেণীতে ৮৫% উপস্থিতি বাধ্যতামূলক।

খ। শুধুমাত্র চতুর্থ ও পঞ্চম শ্রেণীতে চূড়ান্ত মূল্যায়নে ৪০% নম্বর অর্জন বাধ্যতামূলক। প্রাক প্রাথমিক থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত এরকম কোন বাধ্যবাধকতা নেই।

গ। অভিভাবকদের নিকট হতে শিক্ষার্থীর জন্ম নিবন্ধন, পিতা মাতার এনআইডির ফটোকপি সংগ্রহে রাখতে হবে ও বিদ্যালয়ে সংরক্ষণ করতে হবে। ফোন নম্বরটি অভিভাবকদের নিকট থেকে লিখিত আকারে নিতে হবে ।

ঘ। সতর্কতার সাথে ডাটার নির্ভুল এন্ট্রি করতে হবে। কোনভাবেই দোকান থেকে এন্ট্রি করা যাবে না।

ঙ। উপবৃত্তির বিপরীতে কোনক্রমেই মার্চেন্ট একাউন্ট অথবা এজেন্ট একাউন্ট নাম্বার দেয়া যাবে না। অভিভাবক/পিতা মাতা এর nid দিয়েই সিম রেজিস্ট্রেশন থাকতে হবে এমন বাধ্যবাধকতা নেই।

চ। দোকানদারদের ভুলেও পিন নম্বর দেয়া যাবে না। উপবৃত্তির অর্থ প্রাপ্তির ১৫ দিনের মধ্যেই ক্যাশ আউট করতে হবে।

ছ। সকল রিপোর্ট ডাউনলোড করে নোটিশ বোর্ডে প্রদর্শন করতে হবে।

জ। কোন শিক্ষার্থীর তথ্য খুঁজে পাওয়া না গেলে তার তথ্য হালনাগাদ করা যাবে না।

ঝ। নতুন শিক্ষার্থীর এন্ট্রির ক্ষেত্রে নেইম ইনভেলিড দেখালে, বার্থ রেজিস্ট্রেশন নাম্বার সহ প্রয়োজনীয় তথ্য উপজেলা শিক্ষা অফিসে আবেদন এর সাথে জমা দিতে হবে।

ঝ। একই পরিবারের দুইয়ের অধিক কোন শিক্ষার্থী থাকলে সর্বোচ্চ দুই জন শিক্ষার্থী উপবৃত্তির জন্য জ্যেষ্ঠতার ভিত্তিতে মনোনীত হবেন।

সারা দেশে নগদ মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান করছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। শিক্ষার্থীদের উপবৃত্তির অর্থ নগদ একাউন্ট থেকে সহজেই উত্তোলন করতে পারছেন অভিভাবকগণ।

প্রতারক চক্রের হাত থেকে উপবৃত্তির টাকা রক্ষা করতে নগদ একাউন্ট এর পিন নম্বর বা ওটিপি কারো সাথে শেয়ার করবেন না। এছাড়া নগদ উপবৃত্তির টাকা দ্রুত উত্তোলন করার জন্য অনুরোধ করেছেন সংশ্লিষ্ট কতৃপক্ষ। আপনার নগদ উপবৃত্তি উত্তোলন ও নগদ উপবৃত্তি পিন রিসেট সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন।

Nirob

আমি নিরব। এটি আমার বাংলা শিক্ষা বিষয়ক ওয়েবসাইট। যেখানে আমি প্রতিনিয়ত শিক্ষা ও দৈনন্দিন জীবনে ব্যবহৃত বিভিন্ন বিষয়ে লেখা প্রকাশ করি।