Trick BD

প্রতিবন্ধী ভাতা আবেদন ফরম ও প্রতিবন্ধি আইডি কার্ড আবেদন ২০২৩

অনলাইনে প্রতিবন্ধী ভাতা আবেদন করতে পারবেন ঘরে বসে। ইউনিয়ন পরিষদ বা সিটি কর্পোরেশনে দৌড়াদৌড়ি করে সময় নষ্ট করতে হবে না। এছাড়াও, অনলাইনে প্রতিবন্ধী ভাতার আবেদন করার পর তা যাচাই বাছাই করে আপনার আবেদন অনুমোদিত হলে ঘরে বসেই মোবাইল ব্যাংকিং এর মাধমে ভাতা গ্রহণ করতে পারবেন।

আজকের এই পোস্টে আপনাদের সাথে আলোচনা করবো, ২০২৩ সালের প্রতিবন্ধী ভাতা আবেদন করার নিয়ম নিয়ে। পোস্টটি সম্পূর্ণ পড়লে অনলাইনে প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করার পদ্ধতি জানতে পারবেন। তো চলুন, পোস্টের মূল বিষয়ে ফিরে আসা যাক।

প্রতিবন্ধী ভাতা আবেদনের যোগ্যতা

প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করতে ও ভাতা পাওয়ার জন্য আপনার অবশ্যই প্রমাণপত্র থাকতে হবে যে আপনি বা যার জন্য আবেদন করছেন তিনি প্রতিবন্ধী। এজন্য, নিম্নোক্ত তথ্য ও ডকুমেন্ট গুলো প্রয়োজন হবে আবেদন করার সময়।

  • স্থায়ী ঠিকানা থেকে ভাতার জন্য আবেদন করতে হবে
  • সমাজসেবা কার্যালয় থেকে নিবন্ধন ও পরিচয়পত্র সংগ্রহ করতে হবে
  • স্থায়ী ঠিকানা হতে নিবন্ধন অ পরিচয় পত্র সংগ্রহ করতে হবে
  • বার্ষিক আয় ৩৬,০০০ টাকার কম হলে আবেদন করতে পারবে
  • ৬ বছর বয়সের বেশি বয়সীদের এই ভাতা প্রদান করা হবে
  • সিটি কর্পোরেশনের মেয়র বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক সুপারিশ প্রাপ্ত হতে হবে

উপরোক্ত বিষয়গুলো থাকলে আপনি প্রতিবন্ধী ভাতা পেতে আবেদন করতে এবং ভাতা পাওয়ার জন্য নির্বাচিত হবে। এরপর, ঘরে বসেই ভাতা গ্রহণ করতে পারবেন।

প্রতিবন্ধী ভাতা আবেদন করতে যা যা লাগবে

  1. জন্ম নিবন্ধন সনদ বা জাতীয় পরিচয় পত্র (যদি থাকে)
  2. প্রতিবন্ধী ব্যাক্তির সুবর্ণ নাগরিক কার্ড
  3. একটি সচল মোবাইল নাম্বার বিকাশ ও নগদ একাউন্ট সহ

উপরোক্ত এই তিনটি জিনিস প্রয়োজন হবে অনলাইনে প্রতিবন্ধী ভাতা আবেদন করার সময়। তো চলুন, দেখে নেয়া যাক, প্রতিবন্ধী ভাতা অনলাইন আবেদন করার নিয়ম কী কী।

অনলাইনে প্রতিবন্ধী ভাতা আবেদন করার নিয়ম

অনলাইনে প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করার জন্য https://mis.bhata.gov.bd/onlineApplication এই ওয়েবসাইট ভিজিট করুন। এই সমাজ সেবা অধিদপ্তরের ওয়েবসাইট। এই ওয়েবসাইট থেকে প্রতিবন্ধী ভাতা আবেদন করতে হবে। ভিজিট করার পর নিচের ধাপগুলো অনুসরণ করুন।

ধাপ ১ – ওয়েবসাইট ভিজিট করার পর কার্যক্রম লেখার নিচের ড্রপ-ডাউন মেনু থেকে প্রতিবন্ধী ভাতা অপশন নির্বাচন করুন এবং সংরক্ষণ বাটনে ক্লিক করুন।

ধাপ ২ – এরপর, আপনি জাতীয় পরিচয় পত্র দিয়ে আবেদন করতে চান, নাকি জন্ম নিবন্ধন সনদ দিয়ে সেটি বাছাই করুন। অতঃপর, জাতীয় পরিচয় পত্র নাম্বার এবং জন্ম তারিখ লিখুন। জন্ম নিবন্ধন দিয়ে আবেদন করলে জন্ম সনদের নাম্বার ও জন্ম তারিখ লিখতে হবে। এরপর, যাচাই করুন বাটনে ক্লিক করবেন।

ধাপ ৩ – আপনার দেয়া এনআইডি কার্ডের তথ্য বা জন্ম সনদের প্রায় সকল তথ্য দেখতে পাবেন। যেসব তথ্য দেখা যাবে না, সেগুলো নিজে পূরণ করে দিবেন। অতঃপর, পরবর্তী ধাপে যাবেন।

ধাপ ৪ – এই ধাপে যে ব্যক্তির জন্য আবেদন করছেন, তার অতিরিক্ত কিছু তথ্য দিতে হবে। এগুলো হচ্ছে, শিক্ষাগত যোগ্যতা, বৈবাহিক অবস্থা, পেশা, বার্ষিক আয়, পরিবারের সদস্য সংখ্যা, ভূমির পরিমাণ, বাসস্থান তথ্য ইত্যাদি। এসব তথ্য পূরণ করে আবারও পরবরিত ধাপে যাবেন।

ধাপ ৫ – এবার,  যোগাযোগের তথ্য যুক্ত করতে হবে। যে ব্যক্তির জন্য আবেদন করছেন, তার একটি সচল মোবাইল নাম্বার, আবেদনের ঠিকানা, ই-মেইল অ্যাড্রেস(যদি থাকে) পূরণ করে দিতে হবে। অতঃপর, সব তথ্য যাচাই করে সংরক্ষণ করুন বাটনে ক্লিক করে আবেদন করবেন। আবেদন করার পর কোনো তথ্য পরিবর্তন করতে পারবেন না। তাই, সব তথ্য যাচাই করে এরপর আবেদন সাবমিট করবেন।

ধাপ ৬ – আবেদন সাবমিট হয়ে গেলে আবেদনটি প্রিন্ট করার অপশন পাবেন। প্রিন্ট বাটনে ক্লিক করে আবেদনটি প্রিন্ট করে নিবেন। যদি আপনার কম্পিউটারে প্রিন্টার না থাকে, তবে পিডিএফ ফাইল সংগ্রহ করে নিতে পারেন। এরপর, সেটি কোনো দোকান থেকে প্রিন্ট করে নিতে পারবেন।

আবেদনের প্রিন্ট কপিটি এলাকার চেয়ারম্যান বা মেয়রকে দিয়েন স্বাক্ষর করিয়ে নিবেন। এরপর, উক্ত আবেদনের কপিটি উপজেলা সমাজসেবা অফিসে জমা দিতে হবে। সঙ্গে অবশ্যই প্রয়োজনীয় কাগজগুলো জমা দিতে হবে। এরপর, আপনার সব তথ্য যাচাই করে যদি আবেদন অনুমোদিত হয়, তবে আপনি পরবর্তী সময় থেকে আপনার দেয়া বিকাশ/নগদ মোবাইল নাম্বারে প্রতিবন্ধী ভাতার টাকা গ্রহণ করতে পারবেন।

আরো পড়ুনঃ অনলাইনে বিধবা ভাতা আবেদন করবেন যেভাবে – mis.bhata.gov.bd

প্রতিবন্ধী ভাতা কত টাকা

পূর্বে প্রতিবন্ধী ভাতা প্রতি মাসে ৭৫০ টাকা করে ছিল। কিন্তু, এই বছর প্রতিবন্ধী ভাতার পরিমাণ বাড়িয়ে ৮৫০ টাকা করা হয়েছে। যা মোবাইল ব্যাংকিং সেবা বিকাশ বা নগদের মাধ্যমে মোবাইলে পাঠিয়ে দেয়া হয়ে থাকে। প্রতিবন্ধী ভাতা পেলে প্রতি বছর ১০,২০০ টাকা করে পাবেন।

আপনি যদি সরকার কর্তৃক অন্য কোনো ভাতা পেয়ে থাকেন বা পাচ্ছেন, তবে প্রতিবন্ধী ভাতা অনলাইন আবেদন করার প্রয়োজন নেই। আবেদন করলেই উক্ত আবেদন অনুমোদিত হবে না।

অনলাইনে প্রতিবন্ধি পরিচয় পত্র বা আইডি কার্ড আবেদন ২০২৩

প্রতিবন্ধী জনগোষ্ঠির জীবনমান উন্নয়ন ও সার্বিক কল্যাণের লক্ষ্যে ‘প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন ২০১৩’ প্রণয়ন করা হয়েছে । উক্ত আইনের ৩১(১) ধারায় প্রতিবন্ধী ব্যক্তির নিবন্ধন ও পরিচয় পত্র প্রদানের নির্দেশনা রয়েছে। সে লক্ষ্যে, প্রতিবন্ধিতার ধরন চিহ্নিতকরণ, মাত্রা নিরূপণ ও কারণ নির্দিষ্টপূর্বক প্রতিবন্ধী জনগোষ্ঠী’র সঠিক পরিসংখ্যান নির্ণয়ের নিমিত্ত ২০১৩ সাল হতে শুরু করে নিয়মিত জরিপ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। প্রতিবন্ধী ব্যক্তিদের তথ্য সংগ্রহের জন্য ওয়েববেইজড এ্যাপ্লিকেশনসহ Disability Information System (www.dis.gov.bd) ডাটাবেইজ প্রস্তুত করা হয়েছে যা নিয়মিত হালনাগাদ করা হচ্ছে।

প্রতিবন্ধি পরিচয় পত্র বা আইডি কার্ড প্রাপ্তির জন্য অনলাইনে আবেদনের ক্ষেত্রে নিম্নরুপ নির্দেশনা অনুসরণ করতে হবে:

১. আবেদনকারীকে বাংলাদেশের নাগরিক হতে হবে।

২. শুধুমাত্র প্রতিবন্ধী ব্যক্তি, প্রতিবন্ধী ব্যক্তির পক্ষে তার অভিভাবক অথবা কোন সংস্থা এই সাইট ব্যবহার করবেন।

৩. আবেদনকারীর জন্মনিবন্ধন অথবা জাতীয় পরিচয় পত্র থাকতে হবে।

৪. আবেদন ফরম এর মধ্যে আবেদনকারীর স্বাক্ষর এর জায়গায় স্বাক্ষর স্ক্যান করে বসাতে হবে।

৫. ভেলিড মোবাইল নম্বর এবং ই-মেইল এড্রেস থাকতে হবে।

৬. অনলাইন আবেদন ফরমটি আবেদনকারীর বর্তমান ঠিকানায় সংশ্লিষ্ট উপজেলা/শহর সমাজসেবা কার্যালয়ে দাখিল হবে।

৭. সংশ্লিষ্ট উপজেলা/শহর সমাজসেবা কার্যালয় হতে প্রদত্ত সময় অনুযায়ী ডাক্তারী পরীক্ষার জন্য হাজির হতে হবে।

৮. ডাক্তারী পরীক্ষার জন্য হাজির হবার সময় অনলাইন আবেদন ফরম সাবমিটের প্রেক্ষিতে প্রাপ্ত প্রিন্টেড কপি সাথে আনতে হবে।

৯. সংশ্লিষ্ট উপজেলা/শহর সমাজসেবা কার্যালয় হতে এসএমএস পাওয়ার পর পরিচয় পত্র (আইডি কার্ড) সংগ্রহ করতে হবে।

প্রতিবন্ধি পরিচয় পত্র বা আইডি কার্ড আবেদন ফরম

প্রতিবন্ধী ভাতা আবেদন ফরম ও প্রতিবন্ধি আইডি কার্ড আবেদন ২০২৩

প্রতিবন্ধী ভাতা আবেদন ফরম ও প্রতিবন্ধি আইডি কার্ড আবেদন ২০২৩

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

১. প্রতিবন্ধী ভাতা কত টাকা দেয়া হয়?

উত্তরঃ প্রতিবন্ধী ব্যাক্তিদের মাসিক ভাতা ৮৫০ টাকা।

২. প্রতিবন্ধী কত প্রকার ও কি কি?

  • শারীরিক প্রতিবন্ধি
  • দৃষ্টি প্রতিবন্ধি
  • শ্রবন প্রতিবন্ধি
  • বাক প্রতিবন্ধি
  • বুদ্ধি প্রতিবন্ধি
  • বহুবিধ প্রতিবন্ধি।

৩. প্রতিবন্ধী সনদ কিভাবে ও কোথায় পাওয়া যায়?

উত্তরঃ জেলা সমাজসেবা অফিসে প্রতিবন্ধী সনদ পাওয়া যায়।

আমাদের শেষ কথা

বছরের যেকোনো সময় আপনি যদি প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করতে চান, তবে আবেদন করতে পারবেন না। অনলাইনে প্রতিবন্ধী ভাতা আবেদন কখন শুরু হবে তার খোঁজ রাখতে হবে। প্রতিবন্ধী ভাতা অনলাইন আবেদন শুরু হয়ে গেলে আপনি আবেদন করতে পারবেন। সাধারনত আগস্ট মাসের দিকে আবেদন শুরু হয়।

Nirob

আমি নিরব। এটি আমার বাংলা শিক্ষা বিষয়ক ওয়েবসাইট। যেখানে আমি প্রতিনিয়ত শিক্ষা ও দৈনন্দিন জীবনে ব্যবহৃত বিভিন্ন বিষয়ে লেখা প্রকাশ করি।