DSHE Notice

দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের এককালীন চিকিৎসা অনুদান আবেদন ও চিকিৎসা অনুদান প্রত্যয়ন ২০২৩

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে দুর্ঘটনায় গুরুতর আহত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের এককালীন চিকিৎসা অনুদান প্রদান করার ব্যবস্থা গ্রহণ করা হয়। এ লক্ষ্যে দুর্ঘটনায় গুরুতর আহত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের  এককালীন চিকিৎসা অনুদান প্রদান নির্দেশিকা, ২০২০ প্রণয়ন করা হয়। দুর্ঘটনার কারণে গুরুতর আহত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের এককালীন চিকিৎসা অনুদান প্রদানের ফলে অর্থাভাবে চিকিৎসা বঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষায় ব্যাঘাত ঘটবে না তথা তাদের শিক্ষা কার্যক্রমের ধারাবাহিকতা নিশ্চিত হবে। এ নির্দেশিকার আলোকে এককালীন ১০ হাজার টাকা থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত চিকিৎসা অনুদান হিসেবে প্রদান করা হচ্ছে।

দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের এককালীন চিকিৎসা অনুদান

ষষ্ঠ থেকে স্নাতক ও সমমান শ্রেণির দুর্ঘটনায় গুরুতর আহত অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের চিকিৎসা অনুদান প্রদানের লক্ষ্যে ২০২৩-২৪ অর্থবছরের জুলাই-আগস্ট প্রান্তের আবেদন শুরু হয়েছে। চিকিৎসা অনুদান প্রদানের লক্ষ্যে মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর তাদের অফিসিয়াল ওয়েবসাইটে চিকিৎসা অনুদানের অনলাইন আবেদন সংক্রান্ত একটি নোটিশ জারি করেছে। উক্ত নোটিশে বলা হয়েছে, 

উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, দুর্ঘটনায় গুরুতর আহত চিকিৎসাধীন অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট কর্তৃক ষষ্ঠ থেকে স্নাতক ও সমমান শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের এককালীন আর্থিক অনুদান প্রদান নির্দেশিকা, ২০২০ অনুসরণপূর্বক চিকিৎসা অনুদান প্রদান করা হয়।

চিকিৎসা অনুদান প্রাপ্তির জন্য শিক্ষার্থীকে eservice pmeat gov bd medical-লিংকে প্রবেশ করে অনলাইনে আবেদন করতে হবে। দুর্ঘটনায় গুরুতর আহত চিকিৎসাধীন শিক্ষার্থী প্রতি ২ মাস অন্তর বর্ণিত লিংক ব্যবহার করে অনলাইনে আবেদন দাখিল করতে পারেন। একজন আহত শিক্ষার্থী তার চিকিৎসা মেয়াদে একবার মাত্র অনুদানের জন্য আবেদন করতে পারবেন। ই-চিকিৎসা অনুদান ব্যবহার নির্দেশিকা অনুসরণপূর্বক প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করে ষষ্ঠ থেকে স্নাতক ও সমমান শ্রেণির দুর্ঘটনায় গুরুতর আহত চিকিৎসাধীন শিক্ষার্থী চলতি বছরের আবেদনের জন্য ০৯/০৭/২০২৩ খ্রি: থেকে ৩১/০৮/২০২৩ খ্রি: তারিখ পর্যন্ত সিস্টেম ব্যবহার করে আবেদন করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হল। 

চিকিৎসা অনুদানের আবেদনের সময়সীমা

  • দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের চিকিৎসা অনুদানের অনলাইন আবেদন শুরুঃ ০৯ জুলাই ২০২৩ ইং
  • অনলাইন আবেদনের শেষ তারিখঃ ৩১ আগস্ট ২০২৩

আবেদনের নিয়ম

অনলাইন আবেদন করার জন্য আপনাকে প্রথমে পূর্ব প্রস্তুতি সম্পন্ন করতে হবে। চিকিৎসা অনুদানের অনলাইন আবেদনের জন্য নিজের কাজগুলো প্রথমেই করে নিনঃ

  • সর্বপ্রথমে প্রতিষ্ঠানপ্রধান এবং চিকিৎসক কর্তৃক সুপারিশ গ্রহণের জন্য নির্ধারিত ফরম ডাউনলোড করুন। 
  • তারপর প্রিন্ট করে পূরণ করুন ও আপনার চিকিৎসক এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের নিকট থেকে সুপারিশ গ্রহণ করুন। 
  • অতঃপর ছবি, স্বাক্ষর, জন্মসনদ, অভিভাবকের জাতীয় পরিচয়পত্র ও সুপারিশের কপি স্পষ্ট করে ছবি তুলুন।

শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে দুর্ঘটনায় গুরুতর আহত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের চিকিৎসা অনুদান প্রত্যয়ন/সুপারিশ ফরম PDF

দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের এককালীন চিকিৎসা অনুদান আবেদন ও চিকিৎসা অনুদান প্রত্যয়ন ২০২৩ দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের এককালীন চিকিৎসা অনুদান আবেদন ও চিকিৎসা অনুদান প্রত্যয়ন ২০২৩

অনলাইন আবেদনের ধাপসমূহ 

১। রেজিষ্ট্রেশন করুন (যদি একাউন্ট না থাকে) 

২। মোবাইল ভেরিফিকেশন করুন 

৩। লগইন করুন

৪। আবেদন করুন 

৫। ড্যাশবোর্ড থেকে আবেদন অবস্থা জানুন

প্রয়োজনীয় কাগজপত্র

  1. ছবি
  2. স্বাক্ষর
  3. জন্ম নিবন্ধন সনদ
  4. অভিভাবকের জাতীয় পরিচয়পত্র
  5. শিক্ষার্থী দরিদ্র পরিবারের সন্তান মর্মে শিক্ষা প্রতিষ্ঠানপ্রধানের সুপারিশ (নির্ধারিত ফর্মে)
  6. দুর্ঘটনার প্রমাণে জেলা পর্যায়ে সিভিল সার্জন/সরকারী হাসপাতালের ডাক্তার/উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সুপারিশ (নির্ধারিত ফর্মে)
  7. পিতা মাতা/অভিভাবকের কর্মরত প্রতিষ্ঠান প্রধানের প্রত্যয়ন পত্র (প্রজাতন্ত্রের বেসামরিক কর্মে নিয়োজিত ৩য় ও ৪র্থ শ্রেণির কর্মচারীর সন্তানগণের ক্ষেত্রে প্রযোজ্য)

দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের এককালীন আর্থিক অনুদান আবেদন পদ্ধতি

দুর্ঘটনায় গুরুতর আহত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের এককালীন আর্থিক অনুদান প্রাপ্তির জন্য http://www.eservice.pmeat.gov.bd/medical/ এ লিংকে প্রবেশ করতে হবে ।

ধাপ ০১ :

  • আবেদন করার জন্য প্রথমে “ রেজিষ্ট্রেশন ”বাটনে ক্লিক করুন এবং চিত্র ০১ – এ প্রদর্শিত তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে । 
  • শিক্ষার্থীর পূর্ণনাম, অভিভাবকের পূর্ণ নাম, শিক্ষার্থীরজন্ম নিবন্ধন নম্বর (১৭ ডিজিডের জন্ম সনদ নম্বর ),জন্ম তারিখ দিন এবং জেন্ডার সিলেক্ট করতে হবে । 
  • এবার স্থায়ীঠিকানা বিভাগ , জেলা ,সিটি কর্পোরেশন /পৌরসভা / উপজেলা (যে কোন একটি বাছাই করুন যারা পৌরসভা /উপজেলা সিলেক্ট করবেন তাদের সিটি কর্পোরেশন বাটনের প্রয়োজন নেই ), পৌরসভা / উপজেলা , ইউনিয়ন / ওয়ার্ডপুরণ করতে হবে । 
  • তারপর যোগাযোগের তথ্য (মোবাইল নম্বর সবসময় সচল রাখতে হবে ) ই -মেইল অ্যাড্রেস ( যদি থাকে ), মোবাইল নম্বর , পাসওয়ার্ড ,পাসওয়ার্ড নিশ্চিত করুণ । 
  • উক্ত ফরমের সকল তথ্য সঠিকভাবে করতে থাকলে “ I’m not a robot ” বাটনে ক্লিক করে “নিবন্ধন
  • করুন ” বাটনে ক্লিক করতে হবে ।

দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের এককালীন চিকিৎসা অনুদান আবেদন ও চিকিৎসা অনুদান প্রত্যয়ন ২০২৩

ধাপ ০২ :

আবেদনের দ্বিতীয় ধাপে শিক্ষার্থীকর্তৃক প্রদানকৃত মোবাইল নম্বরে একটি “ OTP ” কোড (কোডটি পেতে ২-৩ মিনিট সময় লাগতে পারে ) যাবে । OTP কোডটি নির্ধারিত ঘরে প্রদান করে “ আমি রোবট নই ” বাটনে ক্লিক করে “ জমা দিন ” বাটনে ক্লিক হবে।

ধাপ ০৩ :

আবেদনের তৃতীয় ধাপে চিত্র ০৩ – এ প্রদর্শিত “ লগইন ” বাটনে নিবন্ধন ফরমে ব্যবহারকৃত ই -মেইল অথবা জন্ম নিবন্ধন নম্বর দিয়ে আপনার প্রদানকৃত পাসওয়ার্ডটি ব্যবহার করে প্রবেশ করতে হবে ।

ধাপ ০৪ :

আবেদনের চতুর্থ ধাপে শিক্ষার্থীর একাউন্টে লগইন করে “ আবেদন করুন ” বাটনে ক্লিক করতে হবে।

ধাপ ০৫ :

“ আবেদন করুন ” বাটনে ক্লিক করার পর শিক্ষার্থী ছবি , স্বাক্ষর, জন্ম নিবন্ধন এবং অভিভাবকের জাতীয় পরিচয়পত্র ( প্রয়োজনীয় কাগজপত্রের ছবি / স্ক্যানকপি ) নির্ধারিত স্থানে আপলোড করে “ সংরক্ষণ ”বাটনে ক্লিক করতে হবে ।

ধাপ ০৬ :

আবেদনের ষষ্ঠ ধাপে প্রদর্শিত সকল তথ্য সঠিক ভাবে পুরন করুন । 

সাধারণ তথ্য : বিজ্ঞপ্তির নম্বর , শিক্ষার্থীর জন্ম নিবন্ধন নম্বর এবং শিক্ষার্থীর নাম সয়ংক্রিয়ভাবে দেয়া থাকবে ।  এবার শিক্ষার্থীর জাতীয় পরিচয়পত্র ( যদি থাকে ), শিক্ষার্থীর পিতার নাম , পিতার জাতীয় পরিচয়পত্র নম্বর, মাতার নাম , মাতার জাতীয় পরিচয়পত্র নম্বর , শিক্ষার্থীর জন্ম তারিখ , জেন্ডার , বিভাগ , জেলা সিটি কর্পোরেশন /পৌরসভা / উপজেলা ( যে কোন একটি বাছাই করুন যারা পৌরসভা / উপজেলা সিলেক্ট করবেন তাদের সিটি কর্পোরেশন বাটনের প্রয়োজন নেই ), পৌরসভা / উপজেলা , ইউনিয়ন / ওয়ার্ডএবং গ্রাম নাম লিখতে হবে ।

অভিভাবকের তথ্য : কোটা ( প্রতিবন্ধীশিক্ষার্থী, এতিম শিক্ষার্থী, নদীভাঙ্গন কবলিত এলাকা , মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য যে কোন একটি সিলেক্ট করতে হবে ) , অভিভাবকের পেশা ,শিক্ষাগত যোগ্যতা জমির পরিমাণ , বার্ষিক আয় এবং পরিবারের সদস্য সংখ্যা দিতে করতে হবে ।

ধাপ ০৭ :

শিক্ষার্থীরা তাদের সরবরাহকৃত তথ্যাদি দেখতে পাবে । “সংরক্ষণ ” বাটনে ক্লিক করলে আপনার পুরণকৃত ফরমটি সম্পুন্ন একসাথে দেখতে পারবে এবং প্রদর্শিত তথ্যসমূহে কোন ত্রুটি থাকলে  “ পরিবর্তন ” বাটনে ক্লিক করে তথ্য পরিবর্তন করতে পারবে । আর যদি সকল তথ্য সঠিকভাবে পুরণ করা হয়ে থাকে তবে “ প্রথম ধাপের চূড়ান্ত দাখিল ” বাটনে ক্লিক করতে হবে ।

ধাপ ০৮ :

শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক প্রদানকৃত প্রত্যায়ন অথবা সুপারিশ, সিভিল সার্জন / সরকারী হাসপাতালের চিকিৎসাক /উপজেলা স্বাস্থ্য ওপরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রত্যয়ন/ সুপারিশ ,অফিস প্রধানের প্রত্যয়ন ( শুধুমাত্র অভিভাবক সরকারী চাকুরিজীবি হলে ) এবং খরচাদির তথ্য প্রমানাদির কপি আপলোড করে “ সংরক্ষণ ” বাটনে ক্লিক করুন ।

অবশেষে এখন “ সংরক্ষণ ” বাটনে ক্লিক করার পর “ পিডিএফ ডাউনলোড করুন ” বাটনে কিক্ল করতে হবে । উক্ত পিডিএফ ফাইলটি শিক্ষার্থীদের অবশ্যই সংরক্ষণ করতে হবে । পিডিএফ ফাইল ডাউনলোড করতে কোন সমস্যা হলে ট্রাস্ট বরাবর যোগাযোগ করতে হবে।

চিকিৎসা অনুদান প্রাপ্তির সময়সীমা

  • আবেদনের প্রাপ্তির ০৩-০৪ মাস পর অর্থ প্রেরণ করা হয়।
  • শিক্ষার্থী চিকিৎসা অনুদানের জন্য নির্বাচিত হলে তাঁর মোবাইলে এসএমএস-এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

সচরাচর জিজ্ঞাসিত প্রশ্ন (FAQ)

প্রশ্ন:চিকিৎসা অনুদানের আবেদন লিংক কি?

উত্তর: www.eservice.pmeat.gov.bd/medical/login

প্রশ্ন: এই ওয়েবসাইট কাদের জন্য প্রযোজ্য?

উত্তর: ৬ষ্ঠ থেকে স্নাতক ও সমমান পর্যায়ের দেশের সকল শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠান প্রধান।

প্রশ্ন: শিক্ষার্থী কিভাবে চিকিৎসা অনুদানের অর্থ পাবে? 

উত্তর: অনলাইনে আবেদন ফরম পূরণের সময় শিক্ষার্থী কর্তৃক প্রদত্ত মোবাইল/ব্যাংক একাউন্ট নম্বরে চিকিৎসা অনুদানের অর্থ প্রেরণ করা হবে। ব্যাংক একাউন্টের ক্ষেত্রে রাউটিং নম্বর প্রদান করা আবশ্যক।

প্রশ্ন: ই চিকিৎসা অনুদানের আবেদনের পর একজন শিক্ষার্থী নির্বাচিত হয়েছে কি না তা কিভাবে জানতে পারবে?

উত্তর: শিক্ষার্থী চিকিৎসা অনুদানের জন্য নির্বাচিত হলে তাঁর মোবাইলে এসএমএস-এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এছাড়া, শিক্ষার্থী তার ব্যবহারকারী একাউন্টে লগইন করলে নির্বাচিত হয়েছেন কিনা তা ড্যাশবোর্ড হতে জানতে পারবেন।

প্রশ্ন: অনলাইন চিকিৎসা অনুদান আবেদনের সময় ছবি ও স্মাক্ষর এর সাইজ কি হবে?

উত্তর: যেকোন আকারের ফাইল দেয়া যাবে। তবে ছবির ক্ষেত্রে ৩০০px×৩০০px, স্বাক্ষরের ক্ষেত্রে ৩০০px×৮০px এবং অন্যান্য ডকুমেন্টের ক্ষেত্রে ৬০০px×৬০০px দেয়া বাঞ্ছনীয়।

চিকিৎসা অনুদান হেল্পলাইন

শুক্র,শনিবার এবং সরকারি ছুটির দিন ব্যতীত সকাল ৯:০০ – বিকাল ৫:০০

মোবাইলঃ 01778958356 ও 01778964156

উপরোক্ত পদ্ধতি অনুসরণ করে আপনি খুব সহজেই প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের অনুকূলে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের চিকিৎসা অনুদানের আবেদন করতে পারবেন। এছাড়াও আবেদন করতে কোন রকমের সমস্যা হলে আপনি আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন।

Nirob

আমি নিরব। এটি আমার বাংলা শিক্ষা বিষয়ক ওয়েবসাইট। যেখানে আমি প্রতিনিয়ত শিক্ষা ও দৈনন্দিন জীবনে ব্যবহৃত বিভিন্ন বিষয়ে লেখা প্রকাশ করি।