৪র্থ গণবিজ্ঞপ্তি ২০২২: মোট ১১৪ জনকে পুনরায় প্রাথমিক সুপারিশ
১৪ জুন ,২০২৩ খ্রিস্টাব্দ তারিখে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ ৪র্থ গণবিজ্ঞপ্তির সংশোধিত ফলাফল প্রকাশ করেছে। সংশোধিত ফলাফলের Demonstrator ( Botany / Zoology ) পদে মোট ১১৪ জনকে প্রাথমিকভাবে নির্বাচিত করেছে প্রতিষ্ঠানটি। ৪র্থ গণবিজ্ঞপ্তি র সংশোধিত ফলাফল দেখতে হলে এনটিআরসি ওয়েবসাইটের সেবা বক্সে প্রবেশ করতে হবে। আসুন জেনে নেই ৪র্থ গণবিজ্ঞপ্তি এর আওতায় সংশোধিত ফলাফলের বিস্তারিত।
৪র্থ গণবিজ্ঞপ্তি ২০২২ এর আওতায় Demonstrator ( Botany / Zoology ) পদে পুনরায় প্রাথমিক সুপারিশ
গত ২১ ডিসেম্বর ২০২২ খ্রিঃ তারিখে প্রকাশিত ৪র্থ গণবিজ্ঞপ্তিতে নিবন্ধনককৃত প্রার্থীগণের আবেদনের প্রেক্ষিতে তাদের মেধা ও পছন্দের ভিত্তিতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন বিষয়ের এমপিওভুক্ত শূন্যপদে শিক্ষক নিয়োগ সুপারিশের লক্ষ্যে গত ১২ মার্চ,২০২৩ খ্রিঃ তারিখে প্রাথমিকভাবে প্রার্থী নির্বাচন করা হয় ।
উক্ত গণবিজ্ঞপ্তিতে Demonstrator ( Botany / Zoology ) পদে Botany এবং Zoology উভয় বিষয়ে নিবন্ধনকৃত প্রার্থী আবেদন করে । কিন্তু ফলাফল প্রক্রিয়াকরণের সময় টেলিটক সফটওয়্যার শুধু Zoology বিষয়ে নিবন্ধনধারী গণের আবেদন বিবেচনা করায় Botany বিষয়ে নিবন্ধনধারী প্রার্থীগণ বাদ পড়ে যান ,ফলশ্রুতিতে Demonstrator (Botany ) পদে নিবন্ধনধারী হওয়া সত্ত্বেও বিষয় কোড একই হওয়ায় বাদ পড়া প্রার্থীদের অনেকেই Demonstrator এর পরিবর্তে Assistant Teacher ( Biology ) পদে প্রাথমিকভাবে নির্বাচিত হন ।
অন্যদিকে Demonstrator এর বেশ কিছু পদ শূন্য থেকে যায় । বর্ণিতাবস্থায় , Demonstrator ( Botany /Zoology ) পদে Botany এবং Zoology উভয় বিষয়ে সনদধারী প্রার্থীদের আবেদন বিবেচনা করে Demonstrator ( Botany / Zoology ) পদে ফলাফল পুনরায় প্রক্রিয়াকরণ করা হয় । এর ফলে পূর্বে নির্বাচিত ৪১ জন সহ মোট ১১৪ জনকে Demonstrator ( Botany / Zoology ) পদে প্রাথমিক ভাবে নির্বাচন করা হলো ।
ফলাফল পুনঃপ্রক্রিয়া করণের ফলে পূর্বের নির্বাচিত ৪১ জন প্রার্থীর মধ্যে ১৩ জন প্রার্থী পূর্বের প্রতিষ্ঠানে পুনঃনির্বাচিত হয়েছেন , ২৮ জনের শিক্ষা প্রতিষ্ঠান পরিবর্তিত হয়েছে এবং নতুনভাবে ১৬ জনকে শূন্যপদে নির্বাচিত করা হয়েছে । ৫৭ জনের পদ ও প্রতিষ্ঠান পরিবর্তিত হয়েছে ।
১১ জন প্রার্থীর প্রাথমিক নির্বাচন বাতিল
১১ জন প্রার্থীর নিবন্ধন সনদ Assistant Teacher ( Biology ) হওয়া সত্ত্বেও Demonstrator ( Botany /Zoology ) পদে আবেদন করায় উক্ত পদে নির্বাচিত হয়েছেন । ভুল পদে আবেদন করে ভুল পদে নির্বাচিত হওয়ায় তাদের Demonstrator পদে প্রাথমিক নির্বাচন বাতিল করা হলো । যে সকল নির্বাচিত প্রার্থীর প্রতিষ্ঠান পরিবর্তন হয়েছে ,যারা নতুনভাবে নির্বাচিত হয়েছেন এবং যাদের প্রাথমিক নির্বাচন বাতিল করা হয়েছে তাদেরকে এবং সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানকে SMS এর মাধ্যমে বিষয়টি অবহিত করা হয়েছে ।
৪র্থ গণবিজ্ঞপ্তি ফলাফল
ফলাফল জানতে NTRCA- এর ওয়েবসাইটের “৪র্থ গণবিজ্ঞপ্তি-২০২২ ” সেবা বক্সের “ প্ৰদৰ্শক (উদ্ভিদবিজ্ঞান / প্রাণিবিজ্ঞান) পদে পুনঃনির্বাচন ” নামক মেন্যুতে ক্লিক করার জন্য অনুরোধ করা হলো ।
পুলিশ ভেরিফিকেশন ফরম বা V -Roll ফরম পূরন
প্রাথমিকভাবে নির্বাচিত নতুন ১৬ জন প্রার্থীর পুলিশ ভেরিফিকেশন ফরম (V -Roll ) অনলাইনে পূরণ করে অনলাইনে সাবমিট করতে হবে । সরাসরি বা ডাকযোগে কোন V -Roll ফরম জমা নেয়া হবে না।
- প্রার্থীর মোবাইলে একটি লিংক ( http://scs.ssd.gov.bd/ ), User ID ও Password দেয়া হবে ।
- প্রার্থীর স্বস্ব User ID ও Password দিয়ে Online Security clearance system এ লগইন করে V -Roll ফরমটি পূরণ করে Submit করতে হবে ।
- ( ২৮ + ৫৭ )= ৮৫ জন প্রার্থীর প্রতিষ্ঠান পরিবর্তিত হয়েছে বিধায় তাদের দাখিলকৃত V – Roll ফরম ফেরত পাঠানো হবে।
- V Roll ফরম ফেরত পাঠানোর সুবিধার্থে প্রার্থীদেরকে তাদের Tracking Number ২০.০৬.২০২৩ খ্রিঃতারিখের মধ্যে সরাসরি এ কার্যালয়ের ৪১৫ নং কক্ষে জমাদানের জন্য অনুরোধ করা যাচ্ছে ।
- এ সকল প্রার্থীকে তার পূর্বের User ID এবং Password ব্যবহার করে পরিবর্তিত তথ্য আবশ্যিকভাবে হালনাগাদ করে আগামী ২৬.০৬.২৩ তারিখের মধ্যে পুনরায় Submit করতে হবে ।
- V – Roll ফরম Submit করার সর্বশেষ তারিখ ২৬.০৬.২০২৩ খ্রিঃ।
- কোন প্রার্থী অনলাইনে V -Roll ফরমটি পূরণ করে ২৬/০৬/২০২৩ খ্রিঃতারিখের মধ্যে Submit না করলে তাঁর প্রাথমিক নির্বাচন বাতিল বলে গণ্য হবে।
এর আগে গত বৃহস্পতিবার এনটিআরসিএ ইসলাম ধর্ম বিষয়ের সহকারী শিক্ষক পদে আবেদন করেও সহকারী মৌলভী পদে নিয়োগের জন্য নির্বাচিত হওয়া ৩৮ প্রার্থীর আবেদন পুনঃপ্রসেস করে বিদ্যমান শূন্য পদ থেকে ১৫ জনকে ইসলাম ধর্ম বিষয়ের সহকারী পদে প্রাথমিক সুপারিশ করেছে। এনটিআরসিএর ওয়েবসাইটে ৪র্থ গণবিজ্ঞপ্তি সেবাবক্স থেকে ওই ১৫ জন প্রার্থী গণবিজ্ঞপ্তি রেজাল্ট দেখতে পারবেন। অবশিষ্ট ২৩ জন আবেদনকারী মেধা অনুযায়ী সহকারী শিক্ষক পদে যোগ্য বিবেচিত না হওয়ায় এবং সহকারী মৌলভী পদে প্রত্যয়ন পত্র না থাকায় তাদের সহকারী মৌলভী পদের প্রাথমিক নির্বাচন বাতিল করেছে কর্তৃপক্ষ।
যোগাযোগ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ ,শিক্ষা মন্ত্রণালয়
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়নকর্তৃপক্ষ (NTRCA )
রেড ক্রিসেন্ট বোরাক টাওয়ার (৪র্থতলা ), ৩৭ / ৩/এ , ইস্কাটন গার্ডেন রোড ,রমনা ,ঢাকা -১০০০।
ওয়েবসাইটঃ www.ntrca.gov.bd