৪র্থ গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশপত্র ডাউনলোড করার নিয়ম ২০২৩
সম্প্রতি এনটিআরসিএ ৪র্থ গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশপত্র প্রকাশিত হয়েছে। তো এটি জানার জন্য অবশ্যই ডাউনলোড করতে হবে। আজকের পোষ্টে আপনাদের সাথ এই ৪র্থ গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশপত্র ডাউনলোড বিজ্ঞপ্তি সহ এটী কিভাবে ডাউনলোড করবেন তা নিয়ে আলোচনা করব। চলুন শুরু করা যাক।
এনটিআরসিএ কি
এনটিআরসিএ হল বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ। এর পূর্ণরূপ হল “Non-Government Teachers’ Registration Authority”। এটি বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয়ের অধীন একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। এনটিআরসিএর প্রধান কাজ হল দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে যোগ্য শিক্ষক নিয়োগ নিশ্চিত করা। এটি প্রতি বছর একটি নিবন্ধন পরীক্ষা পরিচালনা করে, যার মাধ্যমে যোগ্য প্রার্থীরা নিবন্ধন পান। নিবন্ধিত প্রার্থীরা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক হিসেবে নিয়োগের জন্য যোগ্য।
একনজরে NTRCA নিয়োগপত্র ডাউনলোড
প্রতিষ্ঠানের নাম | বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ |
সুপারিশপত্র প্রকাশ | ২০ সেপ্টেম্বর ২০২৩ |
যোগদান শুরু | ২১ সেপ্টেম্বর ২০২৩ |
যোগদানের শেষ তারিখ | ১৯ অক্টোবর ২০২৩ |
মোট পদ | ২৮০০০ |
সুপারিশ পত্র ডাউনলোড লিংক | http://103.230.104.210:8088/ntrca/c5/app/login.php?type=19 |
এনটিআরসিএ ৪র্থ গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশপত্র ডাউনলোড বিজ্ঞপ্তি
৪র্থ গণবিজ্ঞপ্তি ২০২২ এর আওতায় প্রার্থীর অনুকূলে নিয়োগ সুপারিশ পত্র-
শিক্ষা মন্ত্রণালয়ের ৩০ ডিসেম্বর ২০১৫ তারিখের ৩৭.০০.০০০০.০৭১.০৮.০০৮.০৫ (অংশ)-১০৮১ সংখ্যক পরিপত্রের আলোকে এনটিআরসিএ কর্তৃক জারিকৃত ৪র্থ গণবিজ্ঞপ্তি-2022 এর আওতায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের চাহিদার ভিত্তিতে প্রাথমিকভাবে নির্বাচিত নিম্নে উল্লিখিত প্রার্থীকে এমপিও পদের বিপরীতে পুলিশ ভেরিফিকেশন চলমান অবস্থায় নিম্নবর্ণিত শর্তে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের জন্য সুপারিশ নির্দেশিত হয়ে প্রদান করা হলো:
শর্তসমূহ নিম্নরূপঃ
১। পুলিশ/নিরাপত্তা ভেরিফিকেশন রিপোর্টে নিয়োগ সুপারিশপ্রাপ্ত প্রার্থী অনুপযুক্ত বিবেচিত হলে এ সুপারিশপত্র তাৎক্ষণিকভাবে বাতিল বলে গণ্য হবে এবং সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রার্থীকে অব্যাহতি প্রদান করবে। বিষয়টি শিক্ষা মন্ত্রণালয়কেও অবহিত করা হবে।
২। পুলিশ ভেরিফিকেশন প্রতিবেদন প্রাপ্তি সাপেক্ষে তা সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে প্রেরণ করা হবে।
৩। আগামী ১৯.১০.২০২৩ তারিখের মধ্যে যোগদানের নিমিত্তে সুপারিশপ্রাপ্ত প্রার্থীর অনুকূলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান নিয়োগপত্র ইস্যু করবে।
৪। সুপারিশপ্রাপ্ত প্রার্থীকে আগামী ১৯.১০.২০২৩ তারিখের মধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে যোগদান করতে হবে।
৫। কোন যৌক্তিক কারণ ছাড়া নির্ধারিত তারিখের মধ্যে সুপারিশপ্রাপ্ত প্রার্থীর অনুকূলে নিয়োগপত্র ইস্যু করা না হলে কিংবা যোগদানপত্র গ্রহণ করা না হলে যথাযথ নিয়ম অনুসরণ করে প্রতিষ্ঠান প্রধান এবং ম্যানেজিং কমিটি/গভর্ণিং বডির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে সংশ্লিষ্ট বিভাগ/ অধিদপ্তরকে অনুরোধ জানানো হবে।
৬। সুপারিশকৃত প্রার্থীকে নিয়োগপত্র প্রদানের পূর্বে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানকে পদের প্রযোজ্যতা অনুসারে সর্বশেষ জারিপকৃত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এম.পি.ও নীতিমালা-২০২১ অথবা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (মাদ্রাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা- ২০১৮ (২৩ নভেম্বর, ২০২০ পর্যন্ত সংশোধিত) অথবা বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান জনবল কাঠামো ও এমপিও নীতিমালা – 2018 [ভোকেশনাল, ব্যবসায় ব্যবস্থাপনা (বিএম), কৃষি ডিপ্লোমা ও মৎস্য ডিপ্লোমা] (২৩ নভেম্বর, ২০২০ পর্যন্ত সংশোধিত) অনুযায়ী প্রার্থীর কাম্য শিক্ষাগত যোগ্যতার সকল সনদ এবং এনটিআরসিএ কর্তৃক ইস্যুকৃত নিবন্ধন সনদের মূল কপির সঠিকতা আবশ্যিকভাবে যাচাই করতে হবে। এ ধরণের যাচাইকালে সুপারিশকৃত প্রার্থীর সনদ যথাযথ নয় মর্মে প্রতিষ্ঠান প্রধানের কাছে প্রতীয়মান হলে তিনি সনদ ইস্যুকারী কর্তৃপক্ষ হতে সনদ যাচাই করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবেন।
৭। প্রতিষ্ঠান প্রধান কর্তৃক শূন্যপদের চাহিদা প্রদানে ভুল তথ্যের কারণে অথবা প্রার্থীর শিক্ষাগত যোগ্যতার সনদের মূলকপি যাচাই না করে যোগদানপত্র গ্রহণের কারণে কিংবা শিক্ষা প্রতিষ্ঠান সংশ্লিষ্ট কোন মামলার কারণে আইনগত জটিলতা সৃষ্টি হলে সে বিষয়ে সকল দায়দায়িত্ব সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে বহন করতে হবে এবং এক্ষেত্রে কোন ভাবেই এনটিআরসিএ-কে দায়ী করা যাবে না।
৮। কোন প্রার্থী অসত্য তথ্য দিয়ে আবেদন করার কারণে নিয়োগ সুপারিশ প্রাপ্ত হয়েছেন মর্মে যোগদানকালে প্রতীয়মান হলে বা নিবন্ধন সনদ বা অন্য কোন সনদ সঠিক না হলে বা জাল হলে তার নিয়োগ সুপারিশ বাতিল বলে গণ্য হবে। এরূপ ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কর্তৃক সুপারিশ প্রাপ্ত প্রার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
৯। প্রার্থী যোগদানের নির্ধারিত তারিখের পরবর্তী ৭(সাত) দিনের মধ্যে প্রতিষ্ঠান প্রধানগণ তাদের ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে টেলিটকের http://ngi.teletalk.com.bd লিংকে প্রবেশ করে Joining Status অপশনে “Yes” ক্লিক করবেন। প্রার্থী যোগদান না করলে Joining Status-এ “No” ক্লিক করে Reason-এর ঘরে যোগদান না করার সম্ভাব্য কারণ উল্লেখ করবেন।
১০। এনটিআরসিএ যে কোন সময় কোন কারণ দর্শানো ব্যতিরেকেই এ সুপারিশপত্র স্থগিত/বাতিল করার অধিকার সংরক্ষণ করে।
১১। টেলিটক বাংলাদেশ লিঃ কর্তৃক সফ্টওয়্যারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে এ সুপারিশপত্র প্রণীত।
NTRCA চূড়ান্ত সুপারিশপত্র ডাউনলোড
এখন আপনাদের কে এই ৪র্থ গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশপত্র ডাউনলোড কিভাবে করবেন সেটা শিখিয়ে দেওয়া হবে। ntrca final recommendation latter download link.
ধাপ ০১ঃ প্রথমেই আপনাকে “http://103.230.104.210:8088/ntrca/c5/app/login.php?type=19” এই লিংকে চলে যেতে হবে।
ধাপ ০২ঃ এরপর আপনাদের সামনে স্ক্রিনশটে দেখানো একটী ওয়েব পেইজ চালু হবে এখানে কি দিবেন সেটা এখন বলে দিচ্ছি।
যখন আবেদন করেছিলেন তখন টাকা পেমেন্ট করার সময় ওখান থেকে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হয়েছিল সেটা এখানে বসিয়ে লগিন এ ক্লিক করলে আপনি এই ৪র্থ গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশপত্র ডাউনলোড করে নিতে পারবেন।
গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশপত্র ডাউনলোড করার পর কি করবেন?
NTRCA দ্বারা নতুন শিক্ষক নিয়োগের জন্য চূড়ান্ত সুপারিশকৃতদের জন্য পরবর্তী করণীয়:-
1. NTRCA এর জারি করা সুপারিশ পত্র ডাউনলোড করে প্রিন্ট করতে হবে।
2. তারপর সুপারিশপত্র, সমস্ত শিক্ষাগত যোগ্যতার সনদ, শংসাপত্রের সত্যায়িত ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি এবং একটি সাম্প্রতিক সত্যায়িত পাসপোর্ট সাইজের ছবি সংযুক্ত করুন (সংযুক্ত নমুনা অনুসারে) নিয়োগের চিঠি পাওয়ার জন্য সুপারিশকৃত প্রতিষ্ঠানের প্রধানের কাছে যেতে হবে।
3. তারপর প্রতিষ্ঠান প্রধান নির্দিষ্ট সময়সীমার মধ্যে নিয়োগপত্র ইস্যু করবেন।
4. নিয়োগপত্র পাওয়ার পর, আপনাকে নিয়োগ পত্রে উল্লেখিত সময়সীমার মধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে যোগদান করতে হবে।
5.. প্রতিষ্ঠান প্রধান যোগদানের পর EMIS (স্কুল/কলেজের জন্য) বা MEMIS (মাদ্রাসার জন্য) সেলে অনলাইন এমপিও ভর্তির জন্য আবেদন করতে ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করুন।
৪র্থ গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশপত্র ডাউনলোড করার পর সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের অবশ্যই প্রয়োজনীয় কাগজপত্রগুলি জমা দিতে হবে:
- চূড়ান্ত সুপারিশপত্রের মূল কপি
- NID-এর মূল কপি
- সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি
- শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের মূল কপি
- শিক্ষক নিবন্ধনের সনদপত্রের মূল কপি
নিয়োগপত্রের জন্য আবেদন ২০২৩
NTRCA POLICE VERIFICATION
পুলিশ ভেরিফিকেশনের সময়, প্রার্থীদের ব্যক্তিগত তথ্য, শিক্ষাগত যোগ্যতা এবং পূর্ববর্তী কর্ম অভিজ্ঞতার বিষয়ে জিজ্ঞাস করা হতে পারে। পুলিশ ভেরিফিকেশন সম্পন্ন হলে, প্রার্থীদের নিয়োগপত্র দেওয়া হবে।
পুলিশ ভেরিফিকেশনের জন্য প্রার্থীদের নিকটবর্তী থানায় যেতে হবে। থানায় গিয়ে, প্রার্থীদের পুলিশ ভেরিফিকেশন ফর্ম পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। পুলিশ ভেরিফিকেশন সম্পন্ন হতে সাধারণত ২-৩ সপ্তাহ সময় লাগে।
পুলিশ ভেরিফিকেশনের জন্য প্রার্থীদের নিম্নলিখিত বিষয়গুলি মনে রাখতে হবে:
- পুলিশ ভেরিফিকেশনের জন্য প্রয়োজনীয় সমস্ত কাগজপত্র সঙ্গে নিয়ে যেতে হবে।
- পুলিশ ভেরিফিকেশন ফর্ম সঠিকভাবে পূরণ করতে হবে।
- পুলিশ ভেরিফিকেশন অফিসারের নির্দেশাবলী অনুসরণ করতে হবে।
পুলিশ ভেরিফিকেশন সম্পন্ন হলে, প্রার্থীদের নিয়োগপত্র দেওয়া হবে। নিয়োগপত্র পাওয়ার পর, প্রার্থীরা নির্ধারিত তারিখে এবং স্থানে যোগদান করতে পারবেন।
কলেজে যোগদানের আবেদন পত্র নমূনা
স্কুলে যোগদানের আবেদন পত্র নমূনা
পরিশেষে
আজকের পোষ্টের মাধ্যমে আপনাদের সাথে এই ৪র্থ গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশপত্র ডাউনলোড করার পদ্ধতি সম্পর্কে বিস্তারিত বলার পাশাপাশি এই চূড়ান্ত সুপারিশপত্র ডাউনলোড করার পর কি কবেন সেটাও বিস্তারিত বলা হয়েছে। এরপরেও এই বিষয়ে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।