৪র্থ গণবিজ্ঞপ্তিতে ভিআর ফরমে ভুল তথ্য প্রদানকারীদের তালিকা
৪র্থ গণবিজ্ঞপ্তি-২০২২ এর নির্বাচিত যেসকল প্রার্থীর পুলিশ ভেরিফিকেশন ভিআর ফরম ভুল তাদের তালিকা প্রকাশ করেছে এনটিআরসিএ। আসুন দেখে নিই পুলিশ ভেরিফিকেশন ভুল সংশোধন, ভি আর ফরম সংশধনের তারিখ ও ভুল সংশোধনের পদ্ধতি।
পুলিশ ভেরিফিকেশন ভিআর ফরম
এনটিআরসিএ কর্তৃক ৪র্থ গণবিজ্ঞপ্তি-২০২২ এর আওতায় নির্বাচিত প্রার্থীদের পুলিশ ভেরিফিকেশনের লক্ষ্যে ভিআর ফরম সঠিকভাবে প্রেরণ সংক্রান্ত চিঠি নিম্নুরূপ-
এনটিআরসিএ – এর ৪র্থগণবিজ্ঞপ্তি -২০২২ এর আওতায় নির্বাচিত প্রার্থীদের পুলিশ ভেরিফিকেশনের লক্ষ্যে অনলাইনে প্রার্থীদের নিকট হতে গত ৩০/০৬/২০২৩ তারিখ পর্যন্ত ভিআর ফরম গ্রহণ করা হয়। ভিআর ফরমসমূহ যাচাই করে বিভিন্ন রকমের তথ্যগত ভুল , যেমন- রোল নম্বরের জায়গায় Not Applicable , রোলের স্থানে ব্যাচ নম্বর , ভুল রোল নম্বর প্রদান ইত্যাদি পরিলক্ষিত হচ্ছে । প্রার্থীদের সুবিধার্থে ভুল তথ্য প্রদানকারী প্রার্থীগণের ভিআর ফরম এনটিআরসিএ থেকে অনলাইনে প্রার্থীগণের নিকট পুনরায় ফেরত প্রদান করা হচ্ছে ।
ভুল তথ্যপ্রদানকারী প্রার্থীগণের একটি তালিকা এতদসঙ্গে সংযুক্ত করা হলো ( সংযুক্তি- ক)। বর্ণিত প্রার্থীগণকে ভিআর ফরমের তথ্যাদি সঠিকভাবে পূরণ করে আগামী ২৭/০৭/২০২৩ তারিখের মধ্যে অনলাইনে এনটিআরসিএতে প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো ।
৪র্থ গণবিজ্ঞপ্তিতে ভিআর ফরমে ভুল তথ্য প্রদানকারীদের তালিকা / এনটিআরসিএ পুলিশ ভেরিফিকেশন V roll Form