২০২৩ সালে অনলাইনে বিধবা ভাতা আবেদন করবেন যেভাবে – mis.bhata.gov.bd
বিধবা ভাতা পেতে চান কিন্তু কীভাবে অনলাইনে বিধবা ভাতার আবেদন করতে হয় জানেন না? আজকের এই পোস্টে আপনাদের সাথে বিধবা ভাতার অনলাইন আবেদন করার নিয়ম নিয়ে বিস্তারিত আলোচনা করবো। আপনি বা আপনার পরিবারের কেউ যদি বিধবা বা স্বামী হারা হয়ে থাকেন তার জন্য এই পোস্টটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে।
বাংলাদেশ সরকার কর্তৃক বিধবা বা যেসব মহিলার স্বামী মারা গেছেন, তাদেরকে নির্দিষ্ট পরিমাণে ভাতা দেয়া হয়ে থাকে। আপনার স্বামী মৃত্যুবরণ করে থাকলে প্রয়োজনীয় তথ্য জমাদানের মাধ্যমে আপনিও এই ভাতা নিতে পারবেন। তো চলুন, জেনে নেয়া যাক, কীভাবে অনলাইনে বিধবা ভাতার আবেদন করা যায়।
বিধবা ভাতা আবেদন করতে কী কী প্রয়োজন
আপনি বা আপনার পরিবারের যে মহিলার জন্য আবেদন করবেন, উনি যে আসলেই একজন বিধবা মহিলা তার প্রমাণস্বরূপ কিছু তথ্য এবং ডকুমেন্ট প্রয়োজন হবে। অনলাইনে বিধবা ভাতার আবেদন করতে যেসব তথ্য এবং ডকুমেন্ট প্রয়োজন তার একটি তালিকা নিচে উল্লেখ করে দিলাম।
- জাতীয় পরিচয় পত্রের ফটোকপি
- আবেদনকারীর ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি
- সচল মোবাইল নাম্বার
- স্বামীর মৃত্যুর সনদ বা প্রমানপত্র
- বিধবা ভাতার পূরন করা আবেদন ফরম
- মোবাইল ব্যাংকিং (বিকাশ, নগদ, রকেট, উপায় ইত্যাদি) একাউন্ট নাম্বার।
আবেদন করার সময় উপরোক্ত তথ্য এবং ডকুমেন্ট গুলো প্রয়োজন হবে। এখন চলুন, দেখে নেয়া যাক অনলাইনে বিধবা ভাতার আবেদন করার নিয়ম।
অনলাইনে বিধবা ভাতার আবেদন করার নিয়ম
বিধবা ভাতার জন্য অনলাইনে আবেদন করতে mis.bhata.gov.bd/onlineApplication এই ওয়েবসাইট ভিজিট করতে হবে। অতঃপর, ব্যক্তিগত সকল তথ্য পূরণ করে আবেদন পত্র প্রিন্ট করে নিতে হবে। এরপর, প্রিন্ট কপি নিয়ে ইউনিয়ন পরিষদ বা সিটি কর্পোরেশন থেকে চেয়ারম্যান বা মেয়র এর স্বাক্ষর নিয়ে আবেদন পত্রটি উপজেলা সমাজসেবা অফিসে জমা দিতে হবে।
উপরোক্ত নিয়ম অনুসরণ করে ১০ আগস্ট তারিখ থেকে ১০ সেপ্টেম্বর ২০২৩ খ্রিঃ তারিখ পর্যন্ত বিধবা ভাতার জন্য অনলাইনে আবেদন করতে পারবেন। এরপর, পরবর্তী বছর আবারও যখন ভাতা আবেদন শুরু হবে, তখন আবেদন করতে পারবেন।
বিধবা ভাতার জন্য আবেদন করার পদ্ধতি
বিধবা ভাতা পাওয়ার জন্য আপনাকে একটি ফরম পূরণ করতে হবে। এই ফরমটি অনলাইনে পূরণ করার পর প্রিন্ট করে প্রিন্ট কপিতে মেম্বার/চেয়ারম্যান/মেয়র এর স্বাক্ষর নিতে হবে। এরপর, আবেদন পত্রটি উপজেলা সমাজসেবা অফিসে জমা দিতে হবে। এই পুরো পদ্ধতিটি ধাপে ধাপে নিচে উল্লেখ করে দিয়েছি। চলুন, দেখে নেয়া যাক।
ধাপ ১ – প্রথমেই ভিজিট করুন https://mis.bhata.gov.bd/onlineApplication এই ওয়েবসাইটটি।
ধাপ ২ – অতঃপর, আপনার জাতীয় পরিচয় পত্র নাম্বার লিখবেন এবং জন্ম তারিখ নির্বাচন করে যাচাই করুন বাটনে ক্লিক করবেন।
ধাপ ৩ – এরপর, আপনার শিক্ষাগত অবস্থা, বৈবাহিক অবস্থা, বার্ষিক আয়, পেশা, বাসস্থান ইত্যাদি তথ্য নির্বাচন করে দিবেন।
ধাপ ৪ – আপনার যোগাযোগ তথ্য দিবেন। অর্থাৎ, আপনার বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা এবং ব্যাংক একাউন্ট বা মোবাইল ব্যাংকিং একাউন্ট লিখে দিবেন।
ধাপ ৫ – আপনার কাছে অন্যান্য যেসব তথ্য চাইবে, সব পূরণ করবেন এবং সর্বশেষে আবেদন ফরমটি প্রিন্ট করে নিবেন। আবেদন ফরম প্রিন্ট করে নেয়া পর এর একটি কপি নিয়ে ইউনিয়ন পরিষদ বা সিটি কর্পোরেশন গিয়ে স্বাক্ষর নিয়ে কপিটি সমাজ সেবা অফিসে জমা দিবেন।
আপনার দেয়া সকল তথ্য সঠিক হলে আপনি প্রতি বছর সরকার কর্তৃক প্রদান করা বিধবা ভাতা পাবেন। ঘরে বসে অনলাইনে বিধবা ভাতার আবেদন করতে পারবেন উপরোক্ত পদ্ধতি অনুসরণ করে। যদি সমস্যা হয়, তবে এলাকার কোনো কম্পিউটারের দোকান থেকে আবেদন করে নিতে পারবেন।
বিধবা ভাতা কাদের জন্য
বিধবা ভাতা শুধুমাত্র তাদের জন্য, যারা তাদের স্বামীকে হারিয়েছেন। অর্থাৎ, স্বামী মারা গেছেন এবং পরিবারের আর্থিক অবস্থা ভালো না, তারা এই বিধবা ভাতার জন্য অনলাইনে আবেদন করতে পারবেন এবং সরকার কর্তৃক ভাতা গ্রহণ করতে পারবেন। সমাজ সেবা অধিদপ্তর কর্তৃক ১৯৯৮-৯৯ অর্থবছরে বিধবা ভাতা চালু করা হয়। এরপর থেকে এখন অব্দি প্রতি বছর বিধবা মহিলাদের কল্যাণে এই ভাতা প্রদান করা হয়ে আসছে।
বিধবা ভাতা কত টাকা দেয়া হয়
বিধবা ভাতা হিসেবে প্রতি বছর ৫০০ টাকা দেয়া হয়। তবে, এ বছর অর্থাৎ ২০২৩-২৪ অর্থবছরে বিধবা ভাতার এই টাকার পরিমাণ আরও ৫০ টাকা বাড়িয়ে মোট ৫৫০ টাকা করা হয়েছে। এখন থেকে বিধবা মহিলারা ৫৫০ টাকা করে প্রতি মাসে ভাতা পাবেন। অর্থাৎ, প্রতি বছর বিধবা ভাতার পরিমাণ জনপ্রতি পাবেন ৬,৬০০ টাকা।
ভাতার টাকা নেয়ার জন্য ব্যাংক একাউন্ট বা মোবাইল ব্যাংকিং একাউন্ট বিকাশ, নগদ, রকেট, উপায় ব্যবহার করতে পারবেন। বেশিরভাগ মানুষ বিকাশে করেই এই ভাতার টাকা সংগ্রহ করে থাকেন।
অনলাইনে বিধবা ভাতার আবেদন করার ওয়েবসাইট
বিধবা ভাতা পেতে হলে অনলাইনে আবেদন করে আবেদন ফর্ম সংগ্রহ করতে হয়। আবেদন করার ওয়েবসাইটটি হচ্ছে – https://mis.bhata.gov.bd/onlineApplication । এই ওয়েবসাইটে ভিজিট করে আপনার এনআইডি কার্ডের নাম্বার, জন্ম তারিখ সহ অন্যান্য তথ্য দিয়ে আবেদন করতে পারবেন।