DPE Notice

প্রাথমিক বিদ্যালয়ে স্মার্ট বাংলাদেশ দিবস ২০২৩ উদযাপন সংক্রান্ত নির্দেশনা

সারাদেশে সরকারি প্রাথমিক বিদ্যালয় সমূহ আগামী ১২ ডিসেম্বর স্মার্ট বাংলাদেশ দিবস উদযাপন করবে। এর আগেই দিবস ডিজিটাল বাংলাদেশ দিবস হিসেবে পরিচিত ছিল। ডিজিটাল বাংলাদেশ দিবস নাম পরিবর্তন করে এবার করা হয়েছে স্মার্ট বাংলাদেশ দিবস ২০২৩।

দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় সমূহকে আগামী ১২ ডিসেম্বর এই দিবস উদযাপন করার জন্য বিস্তারিত নির্দেশনা প্রদান করেছি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। আজ আমরা অধিদপ্তরের এই নির্দেশনাটি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক জারিত নির্দেশনায় বলা হয়েছে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ২৭ আগস্ট ২০২৩ তারিখের ৩৮.০০.০০০০.০০২.২৩.০০১,২১,১২৩৩ নম্বর স্মারকে ১২ ডিসেম্বর তারিখ-কে ডিজিটাল বাংলাদেশ দিবস -এর পরিবর্তে স্মার্ট বাংলাদেশ দিবস হিসাবে উদযাপন সংক্রান্ত পত্রের মর্মানুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

সুতরাং বোঝাই যাচ্ছে আগামী বারই ডিসেম্বর সকল সরকারি প্রাথমিক বিদ্যালয় সমূহকে এই দিবসটি যথাযোগ্য মর্যাদার সঙ্গে উদযাপন করতে হবে।

স্মার্ট বাংলাদেশ মূলত বাংলাদেশ সরকারের ২০৪১ সালের মধ্যে বাস্তবায়নের একটি প্রকল্প। শেখ হাসিনার হাত ধরে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। 2021 সালের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথম বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশের রূপান্তর করার লক্ষ্য (ভিশন ২০৪১) নির্ধারণ করেছিলেন । ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন পূরণের পর এবার বাংলাদেশকে একটি স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। সেই লক্ষ্য আগামী ২০৪১ সালের মধ্যে বাস্তবায়ন করার পরিকল্পনা রয়েছে সরকারের। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত 12 ডিসেম্বর ২০২২ সালে এই ঘোষণা দিয়েছিলেন।

স্মার্ট বাংলাদেশের লক্ষ্য

বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তোলার জন্য বেশ কয়েকটি লক্ষ্য এবং পরিকল্পনা রয়েছে সরকারের। মোট চারটি ভিত্তি নিয়ে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ন নিয়েছে সরকার। চারটি ভিত্তি হল –

  1. স্মার্ট নাগরিক
  2. স্মার্ট অর্থনীতি
  3. স্মার্ট সরকার
  4. স্মার্ট সমাজ

বাংলাদেশ সরকার ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে ৩০ সদস্য বিশিষ্ঠ “স্মার্ট বাংলাদেশ টাস্কফোর্স’ গঠন করেছে। এ টাস্কফোর্সের চেয়ারপারসন হলেন প্রধানমন্ত্রী।

স্মার্ট বাংলাদেশ গঠনে টাস্কফোর্স এর কার্যবিবরণী

স্মার্ট বাংলাদেশ দিবস উদযাপন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল আপডেট নোটিশ পেতে ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সকল খবর জানতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।

Nirob

আমি নিরব। এটি আমার বাংলা শিক্ষা বিষয়ক ওয়েবসাইট। যেখানে আমি প্রতিনিয়ত শিক্ষা ও দৈনন্দিন জীবনে ব্যবহৃত বিভিন্ন বিষয়ে লেখা প্রকাশ করি।