সেসিপ গণবিজ্ঞপ্তি ফলাফল ও চূড়ান্ত সুপারিশ ২০২৩
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ কর্তৃক সেসিপ গণবিজ্ঞপ্তি বা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল গত ১৫ই জুন ২০২৩ ইং তারিখ। সেই বিজ্ঞপ্তির আলোকে আবেদনকারী প্রার্থীদের সেসিপ গণবিজ্ঞপ্তি ফলাফল প্রকাশ করেছে এনটিআরসিএ। প্রাথমিকভাবে সুপারিশ প্রাপ্ত প্রার্থীদের ফলাফল দেখার নিয়ম, এবং প্রার্থীদের চূড়ান্ত সুপারিশ সংক্রান্ত বিষয়ে সকল নোটিসমূহ আজকে আলোচনা করা হবে।
সেসিপ গণবিজ্ঞপ্তি ২০২৩
- চাকরির ধরণঃ এমপিওভুক্ত
- মন্ত্রনালয়ঃ শিক্ষা মন্ত্রণালয়
- নিয়োগ বিজ্ঞপ্তিঃ সেসিপ গণবিজ্ঞপ্তি ২০২৩
- পদঃ ট্রেড ইন্সট্রাক্টর
- শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যাঃ ১৯৮ টি
- ট্রেডের সংখ্যাঃ ১০ টি
- মোট পদঃ ২৪৭ জন
- বয়সসীমাঃ ৩৫ বছর
- যোগ্যতাঃ NTRCA নিবন্ধনধারী
- আবেদন শুরুঃ ১৫ জুন ২০২৩
- আবেদনের শেষ তারিখঃ ০৩ জুলাই ২০২৩
- আবেদনের মাধ্যমঃ অনলাইন
- ফলাফল প্রকাশঃ
সেসিপ গণবিজ্ঞপ্তি ২০২৩ এর প্রাথমিক নির্বাচনের ফলাফল প্রকাশ
এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে ,শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আওতাধীন সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেষ্টমেন্ট প্রোগ্রাম(সেসিপ ) এর চাহিদার ভিত্তিতে সাধারণ শিক্ষা ধারার ১৯৮ টি শিক্ষা প্রতিষ্ঠানে ( মাধ্যমিক বিদ্যালয় /দাখিল মাদ্রাসা ) ভোকেশনাল কোর্স চালুর লক্ষ্যে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ কর্তৃক ১১ জুন ,২০২৩ খ্রিঃ তারিখে প্রকাশিত সেসিপ গণবিজ্ঞপ্তি ২০২৩ এ নিয়োগযোগ্য ১০ টি ট্রেডের মোট ২৪৭ টি ট্রেড ইন্সট্রাক্টর পদে নিবন্ধনধারী প্রার্থীদের আবেদনের প্রেক্ষিতে প্রার্থীদের মেধাক্রম ও পছন্দক্রমের ভিত্তিতে নিয়োগ সুপারিশের লক্ষ্যে প্রাথমিকভাবে ১৬৯ জন প্রার্থীকে নির্বাচন করা হয়েছে ।
সেসিপ গণবিজ্ঞপ্তি ফলাফল ২০২৩
প্রাথমিক নির্বাচনের ফলাফল এনটিআরসিএ -এর ওয়েবসাইটে (www.ntrca.gov.bd) সেসিপ নিয়োগ -২০২৩ এর নামক সেবাবক্সে এবং টেলিটকের http://ngi.teletalk.com.bd লিংকে পাওয়া যাবে ।
এছাড়া নির্বাচিত প্রার্থীগণএবং প্রতিষ্ঠান প্রধানগণকে SMS যোগে ফলাফল অবহিত করা হয়েছে । নির্বাচিত প্রার্থীগণ স্ব স্ব Application ID এবং মোবাইল নম্বর দিয়ে Login করে ফলাফল দেখতে পারবেন ।
একইভাবে প্রতিষ্ঠান প্রধানগণ তাদের স্বস্বইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে তাঁর প্রতিষ্ঠানে নির্বাচিত প্রার্থীদের তথ্য দেখতে পাবেন । কোন নির্বাচিত প্রার্থীকিংবা প্রতিষ্ঠানপ্রধান টেকনিক্যাল কারণে SMS না পেলে NTRCA এর ওয়েবসাইটের সেসিপ নিয়োগ -২০২৩ এর সেবা বক্স থেকে প্রাথমিক নির্বাচনের ফলাফল দেখার জন্য অনুরোধ করা হলো।
সেসিপ গণবিজ্ঞপ্তি-২০২৩ এ নির্বাচিত প্রার্থীদেরপুলিশ ভেরিফিকেশন ফরম ( V – Roll ) অনলাইনে পূরণ করে সাবমিট করতে হবে । V -Roll ফরম Submit করা সংক্রান্ত নির্দেশনা পরবর্তীতে এনটিআরসিএ এর ওয়েবসাইটে বিজ্ঞপ্তির মাধ্যমে এবং নির্বাচিত প্রার্থীর মোবাইলে SMS যোগে অবহিত করা হবে ।
সেসিপ-এর প্রাথমিক নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তি
০১ |
সেসিপ ২০২৩ এ প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা/ সেসিপ গণবিজ্ঞপ্তি ফলাফল pdf |
লিংক |
০২ | সেসিপ ২০২৩ এর প্রাথমিক নির্বাচনের লিংক /সেসিপ গণবিজ্ঞপ্তি ফলাফল 2023 | লিংক |
শিক্ষক নিবন্ধনধারী প্রার্থীগণ কর্তৃক সনদ দাখিল
সেসিপ গণবিজ্ঞপ্তি ২০২৩ – এর আওতায় বিভিন্ন ট্রেডে প্রাথমিকভাবে নির্বাচিত শিক্ষক নিবন্ধনধারী প্রার্থীগণ কর্তৃক সনদ দাখিল প্রসঙ্গে-
এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে , এনটিআরসিএ কর্তৃক গত ১১/০৬/২০২৩ খ্রি: তারিখে প্রকাশিত সেসিপ গণবিজ্ঞপ্তি ২০২৩ -এর আওতায় যে সকল প্রার্থী প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন তাদের নিবন্ধন পরীক্ষার মূল সনদ ,সকল শিক্ষাগত যোগ্যতার সনদের মূলকপি ,মূল মার্কশীট এবং NID এর মূলকপি ( সকল কাগজপত্রের ০১ সেট ফটোকপি সহ ) যাচাইয়ের লক্ষ্যে আবশ্যিকভাবে আগামী 19.09.2023 খ্রি:তারিখে বেলা ১০.০০ ঘটিকায় সরাসরি এনটিআরসিএ এর কার্যালয়ে সংশ্লিষ্ট যাচাই কমিটির সম্মুখে শারীরিকভাবে উপস্থিত থেকে উপস্থাপনের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো ।
নির্ধারিত তারিখে উপর্যুক্ত সনদসহ উপস্থিত হতে ব্যর্থহলে সংশ্লিষ্ট প্রার্থীকে নিয়োগ সুপারিশের জন্য বিবেচনা করা হবে না ।
সেসিপ গণবিজ্ঞপ্তি চূড়ান্ত সুপারিশ
সেসিপ গণ বিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশ প্রার্থীদের সনদ যাচাই শেষ হলে দ্রুতই করা হবে। এই মুহূর্তে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ প্রাথমিক সুপারিশ প্রাপ্ত শিক্ষকদের সনদ যাচাই নিয়ে ব্যস্ত সময় পার করছে। এছাড়াও চতুর্থ গণ বিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশ নিয়ে কাজ করছে এনটিআরসি। চতুর্থ গণ বিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশ একটি রিটের কারণে আটকে যাওয়ায় এটি নিয়ে জটলা তৈরি হয়েছে। আশা করা যায় চলতি সপ্তাহে চতুর্থ গণ বিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশ ফলাফল প্রকাশ করবে এনটিআরসিএ। ঊর্ধ্ব গণ বিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশ শেষ হলেই মূলত সেসিব নিয়োগ বিজ্ঞপ্তিতে সুপারিশ প্রাপ্তদের চূড়ান্তভাবে সুপারিশ করা হবে।
এনটিআরসিএ সকল খবর এবং এনটিআরসিএ নোটিশ সমূহ আপডেট সবার আগে পেতে আমাদের ওয়েবসাইটটি বুক মার্ক করে রাখুন। এছাড়া আপনার কোন জিজ্ঞাসা থাকলে আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন।