DPE Notice

শিশু কল্যাণ ট্রাস্ট বৃত্তি পরীক্ষা ২০২৩ এ আবেদন করার নিয়ম ও পরীক্ষার তারিখ

ট্রাস্ট বৃত্তি অনলাইন কার্যক্রম এর আওতায় শিশু কল্যাণ ট্রাস্ট বৃত্তি পরীক্ষার আবেদন শুরু হয়েছে। অনলাইনে বৃত্তি পরীক্ষার আবেদন করার নিয়ম ও বৃত্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করার নিয়ম জেনে নিন।

ট্রাস্ট প্রতিষ্ঠাঃ বিগত ০২ / ০৭ /১৯৮৯ খ্রিঃ তারিখে মহামান্য রাষ্টপতির আদেশক্রমে “পথকলি ট্রাস্ট” প্রতিষ্ঠিত হয় এবং প্রতিষ্ঠানটির কার্যক্রম শুরু হয় । পরবর্তীতে ১৯৯২ সালে এ প্রতিষ্ঠানটি “শিশু কল্যাণ ট্রাস্ট” নামকরণ করা হয়। 

ট্রাস্টের লক্ষ্য ও উদ্দেশ্যঃ

(ক) ভাগ্যহত , সুযোগ সুবিধা বঞ্চিত হতদরিদ্র এবং নিজ প্রচেষ্টায় ও শ্রমে ভাগ্যোন্নয়নে প্রয়াসী শিশু -কিশোরদের শিক্ষা, স্বাস্থ্য এবং পেশাগত দক্ষতা অর্জনের জন্য প্রয়োজনীয় শিক্ষার ব্যবস্থাকরণ ।

(খ) শ্রমজীবী শিশু -কিশোরদের পেশাগত দক্ষতা অর্জনের জন্য প্রয়োজনীয় কারিগরি শিক্ষার ব্যবস্থাকরণ।

(গ) শ্রমজীবী শিশু – কিশোরদের পুনর্বাসনের ব্যবস্থাকরণ ।

ট্রাস্টি বোর্ডের গঠনঃ

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন শিশু কল্যাণ ট্রাস্ট পরিচালনার স্বার্থে ৮ সদস্য বিশিষ্ট একটি ট্রাস্টি বোর্ড গঠন করা হয় । প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী চেয়ারপারসন ; মাননীয় প্রতিমন্ত্রী – ভাইস চেয়ারপারসন ; সচিব , প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সদস্য ( পদাধিকার বলে ); মহাপরিচালক , প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং অন্যান্য চার জন সরকার কর্তৃক মানোনীত সদস্য হিসেবে উক্ত ট্রাস্টি বোর্ডে অন্তর্ভুক্ত হয়েছে ।

বৃত্তি কার্যক্রমঃ

(ক) প্রতি বছর শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নরত ২২০ জন ছাত্র – ছাত্রীদের বৃত্তির জন্য নির্বাচিত করা হয় । একবার বৃত্তি প্রাপ্ত ছাত্র- ছাত্রীগণ অধ্যয়নের ধারাবাহিকতা রক্ষা ও বার্ষিক সন্তোষজনক ফলাফলের ভিত্তিতে পঞ্চম শ্রেণি পর্যন্ত বৃত্তি সুবিধা ভোগ করেন ।

(খ) বৃত্তি প্রাপ্ত ছাত্র- ছাত্রীদের মাসিক মেধা কোটায় ৭০০ / – টাকা ও সাধারণ কোটায় ৬০০ /- টাকা হারে বৃত্তির অর্থ প্রদান করা হয়ে থাকে ।

( গ ) বৃত্তি কার্যক্রমের আওতায় বছরওয়ারী বৃত্তিপ্রাপ্ত ছাত্র – ছাত্রীদের মধ্যে ডিসেম্বর / ২০১৮ মাসে বিভিন্ন শ্রেণিতে মোট বৃত্তিপ্রাপ্ত ছাত্র – ছাত্রীর সংখ্যা ৪২৭ ( চারশত সাতাশ ) জন ।

(ঘ) ট্রাস্ট কর্তৃক ২০০০ সালে বৃত্তি প্রদান কার্যক্রম চালু করার পর হতে ২০১৮ সাল পর্যন্ত সর্বমোট ৩,৯৩৪ (তিন হাজার নয়শত চৌত্রিশ ) জন ছাত্র – ছাত্রীকে বৃত্তি প্রদান করা হয়েছে ।

এক নজরে শিশু কল্যাণ ট্রাস্ট বৃত্তি পরীক্ষা

[table id=8 /]

শিশু কল্যাণ ট্রাস্ট বৃত্তি পরীক্ষা ২০২৩ অনুষ্ঠান সংক্রান্ত পরিপত্র

শিশু কল্যাণ ট্রাস্ট বৃত্তি পরীক্ষা-২০২৩ এ অংশগ্রহণের লক্ষ্যে অনলাইনে আবেদন ফরম পূরণ

সূত্র : শিশু কল্যাণ ট্রাস্ট বৃত্তি সংক্রান্ত স্টিয়ারিং কমিটির সভার কার্যবিবরণী ।

শিশু কল্যাণ ট্রাস্ট বৃত্তি পরীক্ষা-২০২৩ আগামী ০৯/১২/২০২৩ তারিখ রোজ শনিবার সকাল ১১:০০ ঘটিকা হতে দুপুর ০১:০০ ঘটিকা পর্যন্ত ৬৩ টি জেলায় ( ঢাকা জেলা ব্যতিত ) এবং ঢাকা মহানগরীতে নির্বাচিত কেন্দ্র সমূহে একযোগে অনুষ্ঠিত হবে । প্রতিটি জেলা সদরে ১টি করে পরীক্ষার কেন্দ্র থাকবে এবং তা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক নির্বাচন করবেন । ঢাকা মহানগরীতে ৩ টি কেন্দ্র থাকবে এবং তা বিভাগীয় উপপরিচালক, প্রাথমিক শিক্ষা, ঢাকা বিভাগ নির্বাচন করবেন ।

২। শিশু কল্যাণ ট্রাস্ট বৃত্তি নীতিমালা -২০১৯ (সংশোধিত ) এর আলোকে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আপনার বিদ্যালয়ের নির্বাচিত শিক্ষার্থীদের অনলাইনে ফরম পূরণ কার্যক্রম আগামী ১২/১১/২০২৩ তারিখ হতে ২০/১১/২০২৩ তারিখ পর্যন্ত চলমান থাকবে ।

৩। সংযুক্ত লিংকে আপলোডকৃত বৃত্তি পরীক্ষার অনলাইন ফরম আগামী ২০/১১/২০২৩ তারিখ রাত ১২:০০ ঘটিকার মধ্যে যথাযথভাবে পূরণ করে ট্রাস্ট দপ্তরে প্রেরণের জন্য অনুরোধ করা হলো। ধার্য তারিখের পর আর ফরম পূরণ করা যাবে না ।

শিশু কল্যাণ ট্রাস্ট বৃত্তি পরীক্ষার আবেদন ফরম পূরণ

প্রথম ধাপঃ আপনার মোবাইল /ল্যাপটপ /ডেস্কটপের গুগোল ক্রম ব্রাউজার ওপেন করুন । আপনার Gmail ID এ লগইন করুন। 

দ্বিতীয় ধাপঃ শিশু কল্যাণ ট্রাস্ট দপ্তরের ওয়েব সাইট ( www.skt.gov.bd ) প্রবেশ করুন । ওয়েব সাইটের মেনুবার “ বৃত্তি অনলাইন ২০২৩ ” এ ক্লিক করলে Login/ Register ফরম পাওয়া যাবে । রেজিষ্ট্রেশন করতে Register বাটনে ক্লিক করে আপনার ( প্রধান শিক্ষক ) ইংরেজিতে পূর্ণনাম , Gmail /Yahoo ID , পাসওয়ার্ড ও কনফার্ম পাসওয়ার্ড লিখুন এবং Send OTP বাটনে ক্লিক করুন । আপনার Gmail / Yahoo ID তে ৪ (চার ) সংখ্যার OTP কোড মেইল পাবেন । কোডটি OTP ঘরে লিখে Register বাটনে ক্লিক করে রেজিষ্ট্রেশন সম্পন্ন করুন ।

তৃতীয় ধাপঃ আপনার রেজিষ্ট্রেশনটি শিশু কল্যাণ ট্রাস্টদপ্তর Verified করে দিবেন । রেজিষ্ট্রেশন Verified এর পর আপনার নির্ধারিত User ( Gmail /Yahoo ) ID & Password দিয়ে Login বাটনে ক্লিক করলে বৃত্তি পরীক্ষা-২০২৩ অনলাইন আবেদন ফরম পাওয়া যাবে ।

চতুর্থ ধাপঃ আপনার ব্যবহৃত Password ভুলে গেলে Login পেজে User (Gmail /Yahoo) ID লিখুন এবং Forgot Password বাটনে ক্লিক করলে আপনার (Gmail / Yahoo) ID তে Password মেইলে চলে যাবে । 

শিশু কল্যাণ ট্রাস্ট বৃত্তি

শিশু কল্যাণ ট্রাস্ট বৃত্তি পরীক্ষা ২০২৩ এর প্রবেশপত্র ডাউনলোড

বৃত্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করতে হলে আপনার আবেদন করার সময় যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড পেয়েছেন সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রবেশ করিয়ে লগইন করতে হবে। প্রবেশপত্র ডাউনলোডের জন্য এই লিংকে প্রবেশ করেন 

শিশু কল্যাণ ট্রাস্ট বৃত্তি পরীক্ষা সাবমিটকৃত আবেদন ডাউনলোড

শিশু কল্যাণ ট্রাস্ট বৃত্তি পরীক্ষার আবেদন পত্র ডাউনলোড করতে পারবেন। আবেদন পত্রটি ডাউনলোড করতে হলে আপনাকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করতে হবে। আবেদন পত্র ডাউনলোড করতে এই লিংকে প্রবেশ করুন। 

পরিকল্পনা

সকলের জন্য বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা শতভাগ নিশ্চিত করা ও ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে ভাগ্যাহত , হতদরিদ্র , সুযোগসুবিধা বঞ্চিত এবং নিজ প্রচেষ্টায়ও শ্রমে ভাগ্যোন্নয়নে প্রয়াসী, শিল্পাঞ্চল এবং ঘনবসতিপূর্ণ দরিদ্র জনগোষ্টির বসতি ও বস্তি এলাকায় শিশু -কিশোরদের প্রাথমিক শিক্ষায় শিক্ষিত করার জন্য শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করা ।

মন্তব্য

প্রাথমিক শিক্ষায় ছাত্র-ছাত্রীদের Enrolment এর হার ৯৭.৯৬ %। তদুপরি Drop out এর হার ১৯.২ %। বিভিন্ন কারণে ছাত্র – ছাত্রীরা Drop out হয়ে থাকে । অতিদরিদ্র , শ্রমজীবী এর অন্যতম কারণ । শিশু কল্যাণ ট্রাস্টের মূলত Target Group এ সকল অতিদরিদ্র , শ্রমজীবী ছাত্র- ছাত্রীরা। সুতরাং এই শিশু কল্যাণ ট্রাস্টের আওতায় বিদ্যালয় স্থাপন করে বর্ণিত ছাত্র-ছাত্রীদেরকে প্রাথমিক শিক্ষার আওতায় এনে Drop out এর হার কমিয়ে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত ১০০ % ছাত্র-ছাত্রীদেরকে প্রাথমিক শিক্ষার আওতায় আনার লক্ষ অর্জিত হবে ।

Nirob

আমি নিরব। এটি আমার বাংলা শিক্ষা বিষয়ক ওয়েবসাইট। যেখানে আমি প্রতিনিয়ত শিক্ষা ও দৈনন্দিন জীবনে ব্যবহৃত বিভিন্ন বিষয়ে লেখা প্রকাশ করি।