DPE Notice

শিক্ষক কল্যাণ ট্রাস্ট বিল ২০২৩ঃ যেসব সুবিধা পাবেন প্রাথমিক বিদ্যালয় শিক্ষক

শিক্ষক কল্যাণ ট্রাস্ট বিল সংসদে উপস্থাপিত হয়েছে। শিক্ষক কল্যাণ ট্রাস্ট বিল ২০২৩ সংসদে উপস্থাপন করা হয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক ও তাদের পোষ্যদের চিকিৎসা সহায়তা, আর্থিক অনুদানের (যেমন শিক্ষা উপবৃত্তি) বিধান রেখে সরকার প্রাথমিক বিদ্যালয় শিক্ষক কল্যাণ ট্রাস্ট বিল সংসদে উত্থাপন/ উপস্থাপন করা হয়েছে। 

গত মঙ্গলবার জাতীয় সংসদে শিক্ষক কল্যাণ ট্রাস্ট বিলটি উত্থাপন করেন প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের প্রতিমন্ত্রী জাকির হোসেন। শিক্ষাক কল্যাণ ট্রাস্ট  বিলটি পরবর্তীতে  প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়। এইসব প্রাথমিক শিক্ষা সংসদীয় স্থায়ী কমিটিতে বলা হয়েছে যে আগামী ৬০ দিনের মধ্যে বিলটি পরীক্ষা-নিরীক্ষা করে তারপর প্রতিবেদন দিতে বলা হয়েছে। 

আপনারা জানেন যে, এর পূর্বে এরশাদের সামরিক শাসনামলে বা সামরিক শাসনের সময় প্রাথমিক শিক্ষকদের নিয়ে এ ধরনের  একটি অধ্যাদেশ জারি ছিল। এর আবশ্যক এবং প্রাসঙ্গতা বিশ্লেষণ করে প্রয়োজনীয় সংশোধন নতুন আইন প্রণয়নের  সিদ্ধান্ত নিয়েছে। 

বিলটিতে বলা হয়েছে :

  • সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিয়োগ পাওয়ার ৬ মাসের মধ্যে ট্রাস্ট নির্ধারিত বার্ষিক চাঁদা ও এককালীন অর্থ প্রদান করতে হবে। 
  • প্রাথমিক শিক্ষকদের ট্রাস্ট এর চেয়ারম্যান হবেন। 
  • সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য চিকিৎসার জন্য আর্থিক সেবা প্রদান করবে। 
  • সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মৃত্যু বরণ এর পর তার যদি কোন নাবালক-প্রতিবন্ধী-বিশেষ চাহিদা সম্পন্ন সন্তান থাকে তাহলে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত ট্রাস্ট তহবিল থেকে লেখাপড়ার দেওয়া হবে ।

বিলটি পাসের প্রক্রিয়ায় প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকারের উদ্যোগের প্রশংসা করে বিরোধী দলীয় সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেন, ‘প্রাথমিক স্তরে শিক্ষার্থী ঝরে পড়ার হার ব্যাপকভাবে হ্রাস পেয়েছে কারণ এখন ছাত্র ঝরে পড়ার হার ৪৫ শতাংশ থেকে ১৪ শতাংশে নেমে এসেছে।’
বিল পাসের প্রক্রিয়ায় আলোচনায় অংশ নেন বিরোধী দলীয় সংসদ সদস্য ফখরুল ইমাম, পীর ফজলুর রহমান, বেগম রওশন আরা মান্নান এবং সরকারি দলের সদস্য মোয়াজ্জেম হোসেন রতন।

এ সকল গুরুত্বপূর্ণ তথ্য বলি এই শিক্ষক কল্যাণ ট্রাস্ট বিলে উৎত্থাপন করা হয়েছে। চাঁদার পরিমাণ ট্রাস্ট কমিটির সিদ্ধান্ত  অনুযায়ী পরবর্তীতে জানিয়ে দিবে।

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী কল্যাণ ট্রাস্ট

মাননীয় প্রধানমন্ত্রীর সাথে বোর্ড সদস্যদের সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় মাননীয় প্রধানমন্ত্রীকে কল্যাণ ট্রাস্টের কর্মকাণ্ড সম্পর্কে বিস্তারিত অবহিত করা হয়। উল্লেখ্য, কল্যাণ ট্রাস্ট প্রতিষ্ঠার পর গত ২১ বছরে প্রধানমন্ত্রীর সাথে ট্রাস্টি বোর্ডের সদস্যদের আনুষ্ঠানিক সাক্ষাৎ ও মতবিনিময় এটিই প্রথম। নতুন স্কেলে কল্যাণ সুবিধা প্রদান : বর্তমান ট্রাস্টি বোর্ড অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীদের ২০০৯ সালে পদ ও নতুন পে-স্কেল অনুযায়ী কল্যাণ সুবিধা প্রদান করছে। নতুন পে-স্কেলে সরকার থেকে শুধু বেতনের টাকা প্রদান করা হয়েছে। কল্যাণ সুবিধা বা অবসরের জন্য কোন টাকা দেওয়া হয়নি। কল্যাণ ট্রাস্টের নিজস্ব তহবিল থেকে কল্যাণ সুবিধার টাকা প্রদান করা হচ্ছে। ফলে ২০০৯-২০১০ অর্থ বছরের নতুন স্কেলে অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীদের কল্যাণ সুবিধার দাবি মেটাতে কল্যাণ ট্রাস্টের নিজস্ব ফান্ড থেকে অতিরিক্ত প্রায় ৬০ (ষাট) কোটি টাকা প্রদান করতে হচ্ছে।

ওয়েবসাইটঃ কল্যাণ ট্রাস্ট

Nirob

আমি নিরব। এটি আমার বাংলা শিক্ষা বিষয়ক ওয়েবসাইট। যেখানে আমি প্রতিনিয়ত শিক্ষা ও দৈনন্দিন জীবনে ব্যবহৃত বিভিন্ন বিষয়ে লেখা প্রকাশ করি।