DSHE Notice

মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে মৌখিক পরীক্ষার সময়সূচি

অফিস সহকারী – কাম – কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এর ওয়েব সাইট dshe gov bd তে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ও অধিদপ্তরাধীন অফিস /শিক্ষা প্রতিষ্ঠানসমূহের জন্য রাজস্ব খাতে শূণ্যপদের বিপরীতে ১০ম গ্রেড হতে ২০ তম গ্রেডের (পূর্বতন তৃতীয় ও ৪ র্থশ্রেণি) জনবল নিয়োগের লক্ষ্যে অফিস সহকারী – কাম – কম্পিউটার মুদ্রাক্ষরিক ( পদ কোড : ৩১৭ ) পদে গত ০৯/০৬/২০২৩ হতে ২০/০৬/২০২৩ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত ব্যবহারিক ( কম্পিউটার মুদ্রাক্ষর গতি ) পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা নিম্নবর্ণিত তারিখ ও সময়সূচি অনুযায়ী (রোল নম্বরের ক্রমানুসারে ) “ বিজ্ঞান উন্নয়ন ভবন , সরকারি টিচার্স ট্রেনিং কলেজ , নিউ মার্কেট , মিরপুর রোড , ঢাকা -1205 ” এ অনুষ্ঠিত হবে ।

প্রয়োজনীয় কাগজপত্র

মৌখিক পরীক্ষার সময় প্রত্যেক প্রার্থীকে নিম্নবর্ণিত কাগজপত্র সংগে আনতে হবে :
(ক) রোল নম্বরসহ অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের মূল কপি ( Applicant’s Copy),লিখিত পরীক্ষার মূল প্রবেশপত্র ;
(খ) সদ্য তোলা ০২ ( দুই ) কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি ( প্রথম শ্রেণির গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত ) ;
(গ) জন্ম নিবন্ধন সনদ ও এনআইডি কার্ড, সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র / প্রশসংসা পত্র ( প্রযোজ্য ক্ষেত্রে);
(ঘ) সিটি কর্পোরেশনের ওয়ার্ড কমিশনার /পৌরসভার মেয়র /ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদের মূলকপি ;
(ঙ) প্রথম শ্রেণির গেজেটেড অফিসার অথবা সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান এর নিকট থেকে প্রাপ্ত চারিত্রিক সনদপত্র (০২ কপি );
(চ) মুক্তিযোদ্ধাসহ অন্যান্য কোটা সংক্রান্ত ( প্রযোজ্য ক্ষেত্রে)সকল সনদপত্রের মূল কপি ;
(ছ) মহিলা মুক্তিযোদ্ধার সন্তান হলে এ মর্মে সিটি কর্পোরেশনের ওয়ার্ড কমিশনার / পৌরসভার মেয়র /ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত প্রত্যয়ন পত্রের মূল কপি ।
(জ) মুক্তিযোদ্ধা / শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যার পুত্র-কন্যা হলে আবেদনকারী যে মুক্তিযোদ্ধা / শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যার পুত্র – কন্যাএই মর্মে সংশ্লিষ্টসিটি কর্পোরেশনের ওয়ার্ড কমিশনার /পৌরসভার মেয়র /ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্রের মূল কপি ;
(ঝ) চাকুরীরত প্রার্থীর ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র ;
(ঞ) প্রয়োজনীয় / সংশ্লিষ্টঅন্যান্য সনদপত্র ও কাগজপত্রের মূল কপি ।

* উল্লিখিত সকল সনদপত্র /কাগজপত্রের অনুলিপির ০১ ( এক ) সেট ( প্রথম শ্রেণির গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত ) মৌখিক পরীক্ষার পূর্বে দাখিল করতে হবে ।
* বয়স সংক্রান্ত কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না ।
* মৌখিক পরীক্ষার জন্য কোনো টিএ /ডিএ প্রদান করা হবে না ।

যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ বিজ্ঞপ্তি জারী করা হলো ।

মৌখিক পরীক্ষার সময়সূচি

মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে মৌখিক পরীক্ষার সময়সূচি

মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে মৌখিক পরীক্ষার সময়সূচি

মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে মৌখিক পরীক্ষার সময়সূচি

আমাদের ওয়েবসাইটে আপনি সকল শিক্ষা অধদপ্তর এর আপডেট নিউজ পাবেন। এছাড়া মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের dshe admission, dshe result, dshe notice ইত্যাদি সবার আগে পেতে আমাদের ওয়েবসাইট IPEMISDPE বুকমার্ক করে রাখুন।

Nirob

আমি নিরব। এটি আমার বাংলা শিক্ষা বিষয়ক ওয়েবসাইট। যেখানে আমি প্রতিনিয়ত শিক্ষা ও দৈনন্দিন জীবনে ব্যবহৃত বিভিন্ন বিষয়ে লেখা প্রকাশ করি।