মাতৃত্বকালীন ভাতা অনলাইন আবেদন করার নিয়ম ও আবেদন ফরম
আর্থিক অভাব থাকলে মাতৃত্বকালীন ভাতা অনলাইন আবেদন করে নির্দিষ্ট পরিমাণে ভাতা পেতে পারেন সরকারের পক্ষ থেকে। এতে করে, অনেক দুঃস্থ পরিবারের সন্তান লালন-পালনের ব্যয় কিছুটা হলেও বহন করা সম্ভব হবে। কীভাবে অনলাইনে মাতৃত্বকালীন ভাতার আবেদন করতে হয় এবং মাতৃত্বকালীন ভাতা কত টাকা তা নিয়ে আজকের এই পোস্টে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করবো।
আপনি যদি সন্তান সম্ভবা হয়ে থাকেন বা সদ্য সন্তান জন্ম নিয়ে থাকে এবং আর্থিক সমস্যায় থাকেন, তবে এই ভাতার জন্য ঘরে বসে অনলাইনে আবেদন করতে পারবেন। তো চলুন, দেখে নেয়া যাক কীভাবে মাতৃত্বকালীন ভাতা অনলাইন আবেদন করতে হয়।
মাতৃত্বকালীন ভাতা পাওয়ার নিয়ম
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের একটি সেবা প্রকল্প যা ২০১১ সাল থেকে শুরু হয়। এই ভাতা পাওয়ার জন্য ব্যক্তিগত তথ্য, পাসপোর্ট সাইজের ছবি এবং মেডিকেল রিপোর্ট প্রয়োজন হবে। এরপর, অনলাইনে বা নির্দিষ্ট ফরম পূরণ করে সঙ্গে প্রয়োজনীয় কাগজ জমা দিতে হবে ইউনিয়ন পরিষদ বা সিটি কর্পোরেশনে। উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা আপনার আবেদন যাচাই করে অনুমোদন দিলে আপনি মাতৃত্বকালীন ভাতা পাবেন।
আপনি চাইলে অনলাইনেই এই ভাতার জন্য আবেদন করতে পারবেন। এরপর, আপনার আবেদন অনুমোদিত হলে ভাতা গ্রহণ করতে পারবেন। কীভাবে অনলাইনে আবেদন করবেন, তার বিস্তারিত পদ্ধতি নিচে উল্লেখ করে দিয়েছি।
মাতৃত্বকালীন ভাতা অনলাইন আবেদন
মাতৃত্বকালীন ভাতার আবেদন করার জন্য মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ওয়েবসাইট ভিজিট করতে হবে। এরপর, ব্যক্তিগত তথ্য, বর্তমান ও স্থায়ী ঠিকানা, আর্থ-সামাজিক তথ্য, পেমেন্টের তথ্য অর্থাৎ যে মাধ্যমে আপনি ভাতা গ্রহণ করতে চান (ব্যাংক একাউন্ট বা মোবাইল ব্যাংকিং বেঁছে নিতে পারেন) এবং পাসপোর্ট সাইজের ছবি ও স্বাক্ষর বা টিপসই আপলোড করতে হবে। অতঃপর, আবেদন সাবমিট করলে আপনি ভাতা গ্রহণ করতে পারবেন।
অনলাইনে মাতৃত্বকালীন ভাতার আবেদন করার পদ্ধতি নিচে আরও বিস্তারিত ছবিসহ উল্লেখ করে দিয়েছি। নিম্নোক্ত ধাপগুলো অনুসরণ করলে সহজেই এই ভাতার জন্য আবেদন করতে পারবেন।
অনলাইনে মাতৃত্বকালীন ভাতার আবেদন পদ্ধতি
মাতৃত্বকালীন ভাতা অনলাইন আবেদন করার জন্য মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ওয়েবসাইট ভিজিট করুন। এরপর, নিচের ধাপগুলো অনুসরণ করুন।
ধাপ ১ – মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ওয়েবসাইট ভিজিট করার পর, নিচের ইমেজের মতো একটি ফরম দেখতে পাবেন। আপনাকে এই ফরমটি পূরণ করতে হবে এবং সাবমিট করতে হবে।
ধাপ ২ – প্রথমেই আপনার ব্যক্তিগত তথ্য পূরণ করুন। অর্থবছর, জাতীয় পরিচয় পত্র নাম্বার, জন্ম তারিখ, নাম, পিতার নাম, মাতার নাম, স্বামীর নাম, জন্মস্থান, ধর্ম, শিক্ষাগত যোগ্যতা, রক্তের গ্রুপ সহ সব ধরণের তথ্য পূরণ করে দিবেন।
ধাপ ৩ – এবার, বর্তমান ঠিকানা ও স্থায়ী ঠিকানা নির্বাচন করে দিতে হবে। বাড়ি/গ্রাম, রাস্তা/ব্লক/সেক্টর, বিভাগ, জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড নং এবং পোস্ট কোড লিখে দিতে হবে। বর্তমান ঠিকানা ও স্থায়ী ঠিকানা উভয় ক্ষেত্রেই একই কাজ করতে হবে। আপনার সঠিক ঠিকানা নির্বাচন করে দিবেন। ঠিকানা ভিন্ন হলে ভিন্ন ঠিকানাই লিখে দিবেন।
ধাপ ৪ – আর্থ-সামাজিক তথ্য অর্থাৎ, পরিবারের প্রথম রোজগারী মহিলা কি না, মাসিক আয়, বাসস্থান আছে কি না, বয়স সহ আরও প্রয়োজনীয় তথ্য পূরণ করতে হবে। সবগুলো তথ্য সঠিকভাবে পূরণ করে দিবেন।
ধাপ ৫ – এরপর, পেমেন্টের তথ্য নির্বাচন করে লিখে দিবেন। অর্থাৎ, আপনি কোন মাধ্যমে ভাতার টাকা গ্রহণ করতে চান। ব্যাংক একাউন্ট নাকি মোবাইল ব্যাংকিং অর্থাৎ বিকাশ/নগদ ইত্যাদি মাধ্যমে গ্রহণ করতে চান তা লিখে দিতে হবে।
ধাপ ৬ – যার জন্য আবেদন করছেন, তার ছবি এবং স্বাক্ষর বা টিপসই আপলোড করতে হবে। আপলোড করা হয়ে গেলে আবেদন সংরক্ষণ করুন বাটনে ক্লিক করে আবেদন সাবমিট করে দিবেন।
আপনার আবেদন সাবমিট হয়ে গেলে আবেদনটি রিভিউ করে দেখা হবে। আপনি ভাতা পাওয়ার জন্য অনুমোদিত হয়েছেন কি না তা আপনার দেয়া নাম্বারে ম্যাসেজ করে জানিয়ে দেয়া হবে।
আরো পড়ুনঃ অনলাইন ওয়ারিশ সনদ আবেদন ফরম ও ওয়ারিশ সনদ PDF – prottoyon gov bd
২০২৩ – ২০২৪ মাতৃত্বকালীন ভাতা কত টাকা?
মাতৃত্বকালীন ভাতা প্রতি ৬ মাস অন্তর প্রদান করা হয়ে থাকে। ৬ মাসে ৪,৮০০ টাকা প্রদান করা হয়ে থাকে(প্রতি মাসে ৮০০)। এভাবে করে দুই বছরে ১৯,২০০ টাকা প্রদান করা হয়ে থাকে। একজন মা সর্বোচ্চ দুইটি সন্তানের জন্য মাতৃত্বকালীন ভাতা নিতে পারবেন। এক্ষেত্রে, ৩ বছরে মোট ২৮,৮০০ টাকা প্রদান করা হবে সরকার থেকে।
মাতৃকালীন ভাতার বয়স সীমা
মাতৃত্বকালীন ভাতা পেতে হলে তাকে অবশ্যই ২০-৩৫ বছর বয়সের মাঝে হতে হবে। ১ম সন্তান ও ২য় সন্তানের ক্ষেত্রে এই ভাতা পাওয়া যাবে। দ্বিতীয় সন্তানের বয়স ২ বছর হওয়ার পূর্বে যদি মারা যায়, তবে ৩য় সন্তানের ক্ষেত্রে এই ভাতা পাওয়া যাবে।
আমাদের শেষ কথা
আজকের এই পোস্টে আপনাদের সাথে মাতৃত্বকালীন ভাতা অনলাইন আবেদন করার নিয়ম নিয়ে আলোচনা করেছি। আপনি যদি পোস্টটি সম্পূর্ণ পড়ে ধাপগুলো মনোযোগ দিয়ে অনুসরণ করেন, তবে মাতৃত্বকালীন ভাতা অনলাইন আবেদন করতে পারবেন ঘরে বসেই। আপনার আবেদনটি অনুমোদিত হলে মোবাইল ম্যাসেজ আসবে। এরপর থেকে আপনি সর্বোচ্চ ৩ বছর এই ভাতা গ্রহণ করতে পারবেন। মাতৃত্বকালীন ভাতা হিসেবে মোট ২৮,৮০০ টাকা প্রদান করা হয়ে থাকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের এই সেবা প্রকল্প থেকে।