BTEB Notice

ভোকেশনাল নবম শ্রেণি সমাপনী পরীক্ষা ২০২৩ এর ফরম পুরণ নোটিশ ২০২৩

এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল নবম শ্রেণি সমাপনী পরীক্ষা ২০২৩ এর ফরম পুরণ প্রসঙ্গে । সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে , অত্র বোর্ডের এসএসসি (ভোকেশনাল ) ও দাখিল (ভোকেশনাল) নবম শ্রেণি সমাপনী পরীক্ষা -২০২৩ এর Online এ TC , PC নম্বর প্রেরণ,ফরম পূরণ এবং প্রয়োজনীয় ফি ইত্যাদি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে জমা দেয়ার তারিখ ও নিয়মাবলি নিম্নে উল্লেখ করা হলো ।

ফরম পুরণ করার সময়সীমা

[table id=1 /]

বিঃ দ্রঃ সোনালী সেবার মাধ্যমে ফি জমা দেওয়ার ক্ষেত্রে Payment Slip প্রিন্ট করার তারিখ এবং ব্যাংকে ফি জমা দেওয়ার তারিখ একই হতে হবে ।

এসএসসি ভোকেশনাল

ভোকেশনাল নবম শ্রেণি প্রবেশপত্র ডাউনলোড

২০১৯ সেশনের শিক্ষার্থীদের তথ্য Online এ থাকবে এবং Form Fill up করা যাবে । তবে নবম ২০২৩ এর জন্য নবায়ন করা না থাকলে প্রবেশপত্র ডাউনলোড করা যাবেনা ।

প্রবিধানের ৫.২ ধারা অনুযায়ী “ নবম শ্রেণিতে নিবন্ধনভুক্ত কোন শিক্ষার্থীর নির্ধারিত হাজিরা না থাকলে বা ধারাবাহিক মূল্যায়নে অকৃতকার্য বা শিক্ষা পরিষদের নিকট গ্রহণযোগ্য অন্য কোন কারণে বোর্ড সমাপনী পরীক্ষার ফরম পূরণে ব্যর্থহলে অব্যবহিত পরের শিক্ষাবর্ষে পুনঃ ভর্তি হয়ে শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে পারবে । তবে এ সুযোগ সাধারণভাবে একবারই গ্রহণ করা যাবে ” অর্থ্যাৎ ২০২১ সেশনের কোন শিক্ষার্থী ২০২১ এবং ২০২২ সালে নবম শ্রেণি সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ / ফরম পূরণ না করলে ঐ শিক্ষার্থী ২০২৩ সালে নবম শ্রেণি সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ / ফরম পূরণ করতে পারবেনা ।

ভোকেশনাল নবম শ্রেণি ফরম পুরণের ফি সংক্রান্ত তথ্য

পরীক্ষা ও অন্যান্য ফিসের বিবরণ :

[table id=2 /]

বিঃ দ্রঃ ফরম পূরণের Payment Summary শীট অনুসারে ফি প্রযোজ্য হবে ।

ভোকেশনাল পরীক্ষার সময় ও মানবন্টন 

পূর্ণাঙ্গ সিলেবাস , পূর্ণমানে এবং পূর্ণসময়ে সকল বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে । পরীক্ষা শুরুর সম্ভাব্য সময় নভেম্বরের ১ম সপ্তাহ। 

এসএসসি ভোকেশনাল সিলেবাস ও দাখিল ভোকেশনাল সিলেবাস

[button color=”blue” size=”medium” link=”https://drive.google.com/drive/folders/16Ri66CZRhHejWyr4WGwwh5X8r1CyRIbR” icon=”” target=”true”]ডাউনলোড করুন [/button]

অনুসরণীয় বিশেষ নির্দেশাবলী

নম্বরের হার্ডকপি

TC , PC , PF , IA নম্বরের হার্ডকপি বোর্ডে জমা দিতে হবেনা জরুরী বিবেচনায় প্রতিষ্ঠান সংরক্ষণ করবে । অবশ্যই Admit Card গ্রহণের সময় ফরম পূরণের হার্ডকপি এবং সোনালী সেবার ফি প্রদানের মূল কপি (বোর্ড কপি ) বোর্ডে জমা দিতে হবে।

মান উন্নয়ন পরীক্ষা

মান উন্নয়ন পরীক্ষার্থী হিসাবে শুধুমাত্র ২০২২ সনের নবম শ্রেণি সমাপনী পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থী মান উন্নয়ন পরীক্ষায় অংশ গ্রহণ করতে পারবে । তবে , তাদের নিয়মিত পরীক্ষার্থীর মতই পরীক্ষার ফিস প্রদানসহ নবম শ্রেণি সমাপনী পরীক্ষায় লিখিত ও ব্যবহারিক সকল বিষয়ের পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে । এক্ষেত্রে স্বাভাবিক ফি – এর অতিরিক্ত ৫০০.০০ ( পাঁচশত ) টাকা মান উন্নয়ন ফি প্রদান করতে হবে । মান উন্নয়নের আবেদনের হার্ডকপি আলাদাভাবে ২৩/০৯/২০২৩ খ্রিঃ তারিখের মধ্যে ভোকেশনাল শাখায় জমা দিতে হবে ।

প্রতিবন্ধী পরীক্ষার্থীদের জন্য শ্রুতি লেখক

প্রতিবন্ধী পরীক্ষার্থীদের ক্ষেত্রে আবেদনের প্রেক্ষিতে Admit Card পাওয়ার পর ১০ মিনিট / ঘন্টা হারে সময় বৃদ্ধি করে পরীক্ষায় অংশগ্রহণের অনুমতিপত্র এবং প্রযোজ্য ক্ষেত্রে শ্রুতি লেখকের অনুমতিপত্র বোর্ডের ভোকেশনাল শাখা হতে গ্রহণ করতে হবে ।

নির্দিষ্ট সময়ের পরে Form Fill up এর আবেদন গ্রহণ করা হবেনা ।

ভোকেশনাল নবম শ্রেণি পরীক্ষার মূল উত্তরপত্র বোর্ডে পাঠানোর নিয়ম 

১. প্রতিদিনের পরীক্ষা শেষে মূল উত্তরপত্র এবং Top litho অংশ ছিড়ে করোগেটেড বক্সে প্যাকেট করে একটি কাপড়ের মোড়কে বোর্ডে পাঠাতে হবে । একই মোড়কের মধ্যে মূল উত্তরপত্র ১০০ টি করে করোগেটেড সীট দ্বারা বান্ডেল করা থাকবে Top litho অংশ একটি কেন্দ্রে এক দিনে যত হবে সব একই সাথে বান্ডেল (শিরোনামপত্র সহ ) হবে । মূল উত্তরপত্রের বান্ডেল এবং Top litho অংশের বান্ডেল একই সাথে সাদা কাপড়ের মোড়কে পেঁচিয়ে সিলগালা করে মোড়কের উপরে কেন্দ্রকোড ও তারিখসহ প্রেরকের ঠিকানা স্পষ্টভাবে লিখে পরীক্ষা নিয়ন্ত্রক,দৃঃ আঃ উপ পরীক্ষা নিয়ন্ত্রক (ভোকেশনাল ), বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ,উপ -ডাকঘর আগারগাঁও , ঢাকা ১২১০ বরাবর পাঠাতে হবে । 

২. ট্রেড বিষয়ের ক্ষেত্রেপ্রতি ট্রেডের উত্তরপত্র আলাদা আলাদা ভাবে করোগেটেড সীট দ্বারা বান্ডেল করে একই সাথে একটি মোড়কে Top litho বান্ডেলসহ পাঠাতে হবে ।

৩ . শুধুমাত্র দাখিল (ভোকেশনাল ) শিক্ষাক্রমের ক্ষেত্রে বাংলা-১ (১৭১১ ), আরবী -১ (১৭১৪ ), কোরাআন মাজিদ ও তাজবীদ -১ ( ১৭১৭ ),হাদিস শরীফ ও ফিকা -১ (১৭১৮ ) এবং ঐচ্ছিক বিষয় ইসলামের ইতিহাস -১ (১৩১৫ ), বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১ ( ১৩১৬ ) এবং উত্তরপত্র ও Top litho হলুদ কাপড়ের মোড়কে পেঁচিয়ে ঙ ( i) অনুসারে পাঠাতে হবে ।

অনুপস্থিত ও বহিষ্কার শিক্ষার্থীর তথ্য

  • কেন্দ্রকে প্রতিদিনের অনুপস্থিত ও বহিষ্কার শিক্ষার্থীর তথ্য পরীক্ষার দিন অন – লাইনে এন্ট্রিকরতে হবে । ইমেইল এবং ফোনে কোন তথ্য বোর্ডে পাঠাতে হবেনা । তবে জরুরীভাবে DC অফিসে কন্ট্রোলরুমে প্রতিদিনের পরীক্ষার তথ্য পাঠাতে হবে ।
  • রোলের ক্রমানুসারে সাজিয়ে হাজিরা সীট , শিরোনামপত্র ও অনুপস্থিত তালিকার হার্ড কপি ব্যাবহারিক পরীক্ষা শেষ হবার ১০ দিনের মধ্যে বোর্ডের ভোকেশনাল শাখায় জমা দিতে হবে ।

এই ছিলো ভোকেশনাল নবম শ্রেণি সমাপনী পরীক্ষা ২০২৩ এর ফরম পুরণ নোটিশ ২০২৩ সংক্রান্ত নির্দেশনা। আপনারা যারা পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক তারা দ্রুত ফরম ফিলাপ করে প্রবেশপত্র ডাউনলোড করে নিন। নিয়মিত BTEB Notice আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।

Nirob

আমি নিরব। এটি আমার বাংলা শিক্ষা বিষয়ক ওয়েবসাইট। যেখানে আমি প্রতিনিয়ত শিক্ষা ও দৈনন্দিন জীবনে ব্যবহৃত বিভিন্ন বিষয়ে লেখা প্রকাশ করি।