Trick BD

কিভাবে ফেসবুক প্রফেশনাল মোড চালু করবেন?

ফেসবুক প্রফেশনাল মোড থেকে ইনকাম করার নতুন পদ্ধতি চালু করেছে ফেসবুক কর্তৃপক্ষ। এখন থেকে নতুন ফেসবুক পেজ তৈরি না করেই আপনার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলকে প্রফেশনাল মোড এ কনভার্ট করে টাকা উপার্জন করতে পারবেন।

কিভাবে ফেসবুক প্রফেশনাল মোড থেকে টাকা ইনকাম করা যায় এ বিষয় নিয়ে আজ আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করবো। আপনি যদি ফেসবুক থেকে টাকা আয় করতে চান, তবে এই পোস্টটি আপনার জন্যই। আপনার ফেসবুক আইডিতে কিভাবে ফেসবুক প্রফেশনাল মোড চালু করবেন এবং তা থেকে ইনকাম করবেন জানতে হলে পোস্টটি সম্পূর্ণ পড়তে হবে।

ফেসবুক প্রফেশনাল মোড কী?

ফেসবুক সদ্য একটি নতুন ফিচার চালু করেছে যেটির নাম হচ্ছে প্রফেশনাল মোড বা Facebook Professional Mode । এটি ব্যবহার করে ফেসবুক ব্যবহারকারীরা নতুন পেজ তৈরি করা ছাড়াও তাদের ফেসবুক আইডিকে প্রফেশনাল মোড করে টাকা উপার্জন করতে পারবেন।

আমরা জানি যে ফেসবুক থেকে টাকা উপার্জন করা যায়। কিন্তু, ফেসবুক থেকে টাকা আয় করতে চাইলে আপনাকে অবশ্যই একটি ফেসবুক পেজ তৈরি করতে হবে। ফেসবুক পেজ থেকে টাকা ইনকাম করার অনেক উপায় থাকলেও ফেসবুক আইডি থেকে টাকা আয় করার কোনো উপায় ছিলো না।

তবে, নতুন এই আপডেটের কারণে আপনিও চাইলে এখন থেকে আপনার ফেসবুক আইডিটি ব্যবহার করে টাকা আয় করতে পারবেন। আপনার ফেসবুক আইডিতে যদি অনেক ফলোয়ার থাকে তবে এটি হবে আপনার প্লাস পয়েন্ট।

ফেসবুক প্রফেশনাল মোড চালু করার উপায়

ফেসবুক প্রফেশনাল মোড চালু করতে চাইলে আপনাকে অবশ্যই সেটি অন করতে হবে। কারণ, ডিফল্টভাবে সবার আইডিতে ফেসবুক প্রফেশনাল মোড অন থাকে না। Facebook Professional Mode চালু করতে চাইলে নিচে উল্লিখিত ধাপগুলো অনুসরন করুন।

  • প্রথমেই আপনার ফেসবুক অ্যাপটি ওপেন করে নিন বা ব্রাউজার থেকে ফেসবুক ভিজিট করুন।
  • এরপর, আপনার প্রোফাইল ভিজিট করুন।
  • অতঃপর, আপনার প্রোফাইলে থাকা ৩ ডট মেনুতে ক্লিক করুন।
  • এখন কয়েকটি অপশন দেখতে পাবেন। এখানে থেকে Turn on professional mode এ ক্লিক করবেন।
  • অতঃপর, একটি পপ-আপ আসবে। সেখানে পরবর্তী ধাপে গিয়ে প্রফেশনাল মোড চালু করে নিতে পারবেন।

উপরোক্ত এই ধাপগুলো অনুসরণ করলে অনেক সহজেই ফেসবুক প্রফেশনাল মোড চালু করতে পারবেন। প্রফেশনাল মোড চালু হয়ে গেলে আপনার ফেসবুক আইডি থেকে ইনকাম করার নতুন একটি রাস্তা তৈরি হয়ে যাবে। কীভাবে ইনকাম শুরু করতে পারি এটি নিচে আরও বিস্তারিত আলোচনা করেছি। চলুন, জেনে নেয়া যাক।

ফেসবুক প্রোফাইল থেকে ইনকাম করার উপায়

ফেসবুক প্রোফাইল থেকে ইনকাম করতে চাইলে আপনাকে অবশ্যই আপনার ফেসবুক প্রোফাইল মনিটাইজেশন করতে হবে। আর ফেসবুক প্রোফাইল মনিটাইজেশন করার একমাত্র পদ্ধতি হচ্ছে ফেসবুক প্রোফাইলকে প্রফেশনাল মোড এ কনভার্ট করা। উপরে ইতোমধ্যে আমি দেখিয়েছি আপনি কিভাবে ফেসবুক আইডিতে প্রফেশনাল মোড চালু করবেন। এখন চলুন, ফেসবুক আইডি থেকে টাকা আয় করার উপায় জেনে নেয়া যাক।

Read More: অনলাইনে জন্ম নিবন্ধন আবেদন ও সংশোধন করার নিয়ম ২০২৩

ফেসবুক প্রফেশনাল মোড থেকে ইনকাম

ফেসবুক প্রফেশনাল মোড থেকে ইনকাম করার সবথেকে সহজ এবং জনপ্রিয় একটি পদ্ধতি হচ্ছে রিলস ভিডিও। ফেসবুক রিলস মনিটাইজেশন পাওয়ার জন্য আইডিতে প্রফেশনাল মোড অন করতে হয়। প্রফেশনাল মোড অন করার পর আপনি ফেসবুক প্রফেশনাল মোড থেকে ইনকাম করতে পারবেন।

এছাড়াও, ফেসবুক প্রফেশনাল মোড এর আরও অনেক সুবিধা রয়েছে। যেমন আপনি একটি পেজ এর মতো সকল Insights দেখতে পারবেন। এতে করে, আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হন, তবে অধিক সুবিধা পাবেন ফলোয়ার বৃদ্ধি করা সহ আপনার রিলস ভিডিওতে ভিউ বেশি নিয়ে আসা এবং ইনকাম বৃদ্ধি করার। 

এছাড়াও ফেসবুক প্রফেশনাল মোড এর অনেক সুবিধা রয়েছে যা নিয়ে নিচে বিস্তারিত আলোচনা করেছি।

ফেসবুক প্রফেশনাল মোডের সুবিধা

ফেসবুক প্রফেশনাল মোড হচ্ছে ফেসবুকের একটি নতুন ফিচার যা ফেসবুক ইউজাররা ব্যবহার করার মাধ্যমে তাদের ব্যক্তিগত প্রোফাইলকে ব্যবহার করে টাকা ইনকাম করার নতুন পদ্ধতি তৈরি করতে পারে। এই প্রফেশনাল মোড ব্যবহার করার মাধ্যমে একজন ইউজার অনেক ফিচারস পেয়ে যায়। এতে করে সে অধিক ফলোয়ার বৃদ্ধি এবং ইনকাম বৃদ্ধি করতে পারে। 

ফেসবুক প্রফেশনাল মোডের কিছু উল্লেখযোগ্য সুবিধা হল:

  • ফলোয়ার বাড়ানো: প্রফেশনাল মোডে, সবাই তাদের প্রোফাইলে একটি ফলো বাটন যুক্ত করতে পারেন। এই বাটন যুক্ত হওয়ার কারণে একজন কন্টেন্ট ক্রিয়েটর বা ফেসবুক ইউজারের ফলোয়ার সংখ্যা অনেক বেড়ে যায়।
  • প্রোফাইলকে প্রফেশনালভাবে সাজানো: প্রফেশনাল মোডে, ব্যবহারকারীরা তাদের প্রোফাইলে তাদের ব্যবসা বা পেশার সাথে সম্পর্কিত আরও বিস্তারিত তথ্য যুক্ত করতে পারে। এতে করে তাদের প্রোফাইল আরও অনেক বেশি প্রফেশনাল লাগে। যা ফলোয়ারদের আকর্ষণ ধরে রাখতে সহযোগিতা করে।
  • বিজ্ঞাপন দেয়ার সুবিধা: প্রফেশনাল মোডে, ইউজাররা  তাদের প্রোফাইলে বিজ্ঞাপন এবং অন্যান্য এঙ্গেজিং কন্টেন্ট তৈরি এবং পোস্ট করেত পারেন। ফলে, তাদের করা সকল পোস্ট বেশি বেশি মানুষের কাছে পৌঁছায় এবং ইনকাম বৃদ্ধির সুযোগ তৈরি হয়।

আল্টিমেটলি, একটি ফেসবুক আইডি থেকে সঠিক পদ্ধতিতে কেউ যদি টাকা উপার্জন করতে চান, তবে ফেসবুক প্রফেশনাল মোড থেকে ইনকাম করতে পারেন। এছাড়া, একটি ফেসবুক আইডি থেকে টাকা ইনকাম করার অন্য কোনো উপায় নেই। তবে, যে কেউ চাইলে একটি ফেসবুক পেজ তৈরি করে সহজেই বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে টাকা উপার্জন করতে পারেন।

ফেসবুক রিলস থেকে ইনকাম

টিকটক, ইউটিউব শর্টস এর পর ফেসবুকে রিলস ফিচার চালু হয়েছে। এই ফিচার ব্যবহার করে সবাই রিলস ভিডিও পাবলিশ করতে পারবে এবং টাকা উপার্জন করতে পারবে। ফেসবুক রিলস থেকে ইনকাম করার জন্য ফেসবুক রিলস মনিটাইজেশন করতে হবে। এজন্য, অবশ্যই আপনার ফেসবুক আইডিতে প্রফেশনাল মোড চালু থাকতে হবে।

ফেসবুক প্রফেশনাল মোড থেকে ইনকাম করার পদ্ধতি এবং রিলস থেকে ইনকাম করার পদ্ধতি একই। কারণ, একটি ফেসবুক আইডিতে প্রফেশনাল মোড চালু করার পর রিলস ভিডিও তৈরি করে টাকা ইনকাম করা যায়। তাই, আপনিও যদি ফেসবুক প্রফেশনাল মোড থেকে ইনকাম করতে চান, তবে রিলস ভিডিও পাবলিশ করুন।

একটি রিলস ভিডিও যত বেশি ভিউ হবে, আপনার ইনকাম তত বেশি হবে। একটি রিলস ভিডিও ভাইরাল হলে অনেক বেশি পরিমাণে অর্থ উপার্জন করতে পারবেন। 

শেষ কথা

আজকের এই পোস্টে আপনাদের সাথে ফেসবুক প্রফেশনাল মোড থেকে ইনকাম করার পদ্ধতি নিয়ে আলোচনা করেছি। পোস্টটি সম্পূর্ণ পড়লে ফেসবুক রিলস থেকে ইনকাম, ফেসবুক আইডি থেকে ইনকাম করার পদ্ধতি সহ কিভাবে ফেসবুক প্রফেশনাল মোড চালু করতে হয় জানতে পারবেন। আরও কোনো প্রশ্ন থাকলে নিচের প্রশ্ন এবং উত্তরগুলো পড়তে পারেন।

FAQ

ফেসবুক প্রফেশনাল মোড থেকে ইনকাম করা যায়?

হ্যাঁ, আপনি চাইলে ফেসবুক আইডিতে প্রফেশনাল মোড অন করে টাকা আয় করতে পারবেন। এজন্য, রিলস ভিডিও পাবলিশ করতে হবে নিয়মিত।

ফেসবুক প্রফেশনাল মোড চালু করবো কিভাবে?

ফেসবুক প্রফেশনাল মোড চালু করতে প্রথমেই আপনার প্রোফাইল ভিজিট করুন, এরপর 3 DOT অপশন থেকে Turn on professional mode অপশনে ক্লিক করে অন করে নিন।

ফেসবুক থেকে আয় করার উপায় ২০২৪

২০২৪ সালে ফেসবুক থেকে আয় করার জন্য আপনার ফেসবুক আইডিকে প্রফেশনাল মোড এ কনভার্ট করতে পারেন অথবা একটি ফেসবুক পেজ তৈরি করে বিভিন্ন প্রোডাক্ট বিক্রি করতে পারেন। এছাড়াও, একটি ফেসবুক পেজ থেকে ভিডিও তৈরি করেও টাকা উপার্জন করতে পারবেন। এগুলো ছাড়াও একটি ফেসবুক আইডি এবং ফেসবুক পেজ দিয়ে অনেক পদ্ধতিতে টাকা ইনকাম করা যায়।

Nirob

আমি নিরব। এটি আমার বাংলা শিক্ষা বিষয়ক ওয়েবসাইট। যেখানে আমি প্রতিনিয়ত শিক্ষা ও দৈনন্দিন জীবনে ব্যবহৃত বিভিন্ন বিষয়ে লেখা প্রকাশ করি।