প্রাথমিক বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান কার্যক্রম বন্ধ
প্রাথমিক এর ঝুঁকিপূর্ণ বিদ্যালয় ভবনে পাঠদান কার্যক্রম বন্ধ রাখাসহ বিধি মোতাবেক অপসারণের ব্যবস্থা গ্রহণ।
সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোনো কোনো ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান কার্যক্রম পরিচালনা করা হচ্ছে এবং বিভিন্ন পত্র পত্রিকায় এ বিষয়ক সংবাদ প্রকাশিত হচ্ছে। এসকল ঝুঁকিপূর্ণ বিদ্যালয় ভবনে পাঠদান কার্যক্রম পরিচালনা করায় দুর্ঘটনাসহ শিক্ষার্থীদের প্রানহানির আশংকা তৈরি হচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে প্রয়োজনীয় সচেতনতার অভাবে দুর্ঘটনায় শিক্ষার্থীদের প্রানহানি ঘটছে যা অত্যন্ত দুঃখজনক এবং অনাকাঙ্খিত। তার আওতাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে যেসকল বিদ্যালয় ভবন ঝুঁকিপূর্ণ এবং সেখানে বর্তমানে পাঠদান কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এসকল ঝুঁকিপূর্ণ ভবনে কোন ক্রমেই পাঠদান কার্যক্রম পরিচালনা করা যাবে না। এরকম বিদ্যালয়ে সাময়িকভাবে পাঠদান কার্যক্রম পরিচালনার নিমিত্ত প্রয়োজনীয় সংখ্যক কক্ষ না থাকলে এডুকেশন ইন ইমার্জেন্সী খাত হতে বরাদ্দ পাওয়ার মাধ্যমে অস্থায়ী গৃহ নির্মাণের সুযোগ রয়েছে।
প্রাথমিক বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান কার্যক্রম বন্ধ
বর্ণিতাবস্থায় নিম্নলিখিত পদক্ষেপ গ্রহণ করার জন্য অনুরোধ করা হলো:
(ক) ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান কার্যক্রম বন্ধ রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
(খ) ঝুঁকিপূর্ণ ভবন কমিটি কর্তৃক ব্যবহার অনুপযোগী ঘোষণা করে বিধি মোতাবেক নিলামের ব্যবস্থা গ্রহণ করতে হবে।
(গ) এ সকল বিদ্যালয়ে সাময়িকভাবে পাঠদান কার্যক্রম পরিচালনার নিমিত্ত প্রয়োজনীয় সংখ্যক কক্ষ না থাকলে বিস্তারিত তথ্য প্রমাণকসহ অস্থায়ী গৃহ নির্মাণের (এডুকেশন ইন ইমার্জেন্সী খাত হতে) নিমিত্ত বরাদ্দ পাওয়ার জন্য পত্র প্রেরণ করতে হবে।
সংযুক্তি: বর্ণনানুগ ০২ পাতা (পরিত্যক্ত কমিটি, নিলাম কমিটি, )।
স্বাক্ষরিত
মোহাম্মদ মিজানুর রহমান
পরিচালক