DPE Notice

প্রাক প্রাথমিক সহকারী শিক্ষকগণের বেতন ভাতাদির বাবদ ব্যয় নির্বাহকল্পে বরাদ্দ প্রদান (জুলাই- ডিসেম্বর /২৩ মাসের )

চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি ৪ )-আওতায় সাব -কম্পোনেন্ট ” প্রাক প্রাথমিক শিক্ষা ”বাস্তবায়নের নিমিত্ত ২০২৩-২৪ অর্থ বছরে পিইডিপি -৪ এর আওতায় নিয়োজিত প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক /শিক্ষিকাগণের (জুলাই- ডিসেম্বর /২৩ মাসের ) বেতন ভাতাদির বাবদ ব্যয় নির্বাহকল্পে বরাদ্দ প্রদান

নির্দেশক্রমে চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি ৪ ) এর সাব – কম্পোনেন্ট “প্রাক প্রাথমিক শিক্ষা” বাস্তবায়নের নিমিত্ত ২০২৩-২৪ অর্থ বছরে পিইডিপি -৪ এর আওতায় নিয়োজিত প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক /শিক্ষিকাগণের ( জুলাই -ডিসেম্বর /২৩ মাসের ) বেতন ভাতাদি বাবদ ব্যয় নির্বাহের জন্য নিম্নোক্ত ছকের খাত ও অর্থনৈতিক কোডের সর্বমোট ৩০০,৬৬,৩৪,৩০৫.০০ (তিনশত কোটি ছেষট্টি লক্ষ চৌত্রিশ হাজার তিনশত পাঁচ) টাকা সংযুক্ত তালিকার থানা / উপজেলা শিক্ষা অফিসারগণের অনুকূলে বরাদ্দ এবং ব্যয় করার মঞ্জুরী জ্ঞাপন করা হলো ।

প্রাক প্রাথমিক সহকারী শিক্ষকগণের বেতন ভাতাদির বাবদ ব্যয় নির্বাহকল্পে বরাদ্দ প্রদান

এ ব্যয়২০২৩-২৪ অর্থ বছরের উন্নয়ন বাজেটের মঞ্জুরী নং ২১ ,চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়নকর্মসূচি (পিইডিপি ৪ ) এর সংস্থা কোড নং ১২৪ এবং হিসাবের খাত ২২৪২৩৭৯০০ এর আওতায় সংযুক্ত ছকে উল্লেখিত অর্থনৈতিক কোডের অনুকুলে /বরাদ্দকৃত টাকা থেকে নির্বাহ হবে।

অর্থ ব্যয়ের শর্তাবলি

ক) বরাদ্দকৃত অর্থ ১০০ % জিওবি খাত হতে ব্যয় নির্বাহ করতে হবে । কোন অবস্থায়ই বরাদ্দকৃত অর্থের অতিরিক্ত অর্থ উত্তোলন / ব্যয়করা যাবে না ।
গ ) এই ব্যয় কোন ক্রমেই সংযুক্ত ছকে বর্ণিত খাত এবং অর্থনৈতিক কোড ব্যতিত অন্য কোন উপখাত এবং কোডে ব্যয় করা যাবে না ।
ঘ) এ বরাদ্দ হতে ২০২২-২৩ অর্থ বছরের ( বকেয়া যদি থাকে ) বিল পরিশোধ করা যাবে । তবে বিগত ২০২২-২৩ অর্থ বছরে জুন/২০২৩ মাস পর্যন্ত বেতন ভাতাদি বাবদ বরাদ্দ প্রদান সত্ত্বেও বকেয়া থাকার যথাযথ কারণ ব্যাখ্যাসহ বকেয়া বিলের সমপরিমাণ অর্থের কোড ভিত্তিক পুনরায় বরাদ্দ প্রদানের জন্য চাহিদাপত্র অর্থ বিভাগে প্রেরণ করতে হবে ।
ঙ) সরকারী আর্থিক বিধি বিধান অনুসরণ পূর্বক অর্থ ব্যয় করতে হবে ।
চ) এ ব্যয়ের যাবতীয় অডিট তাঁর দপ্তরে সম্পাদিত হবে বিধায় খরচের সকল ভাউচার তাঁর অফিসে সংরক্ষণ করতে হবে যেন চাহিবা মাত্র পাওয়া যায় ।
ছ ) বরাদ্দকৃত অর্থ ব্যয়ের বিবরণী অবশ্যই ডিপিই – এর Web -based Computerized Accounting System এ ৭ ( সাত ) দিনের মধ্যে এন্ট্রি বরাদ্দকৃত দিতে হবে । অন্যথায় পরবর্তী বরাদ্দ দেয়া সম্ভব হবে না ।
জ) কোন প্রকার অনিয়মিত ব্যয়ের ক্ষেত্রে সংশ্লিষ্ট আয়ন -ব্যয়ন কর্মকর্তা ব্যক্তিগত ভাবে দায়ী থাকবেন ।

এতে মহাপরিচালক মহোদয়ের অনুমোদন রয়েছে । চিফ একাউন্টস এন্ড ফিন্যান্স অফিসার -কে পৃষ্ঠাংকন পূর্বক সংশ্লিষ্ট হিসাবরক্ষণ অফিসে ( প্রয়োজন অনুযায়ী ) প্রেরণ করার জন্য অনুরোধ করা।

প্রাক প্রাথমিক সহকারী শিক্ষকগণের বেতন বরাদ্দ প্রদান ( জেলা ও উপজেলা ভিত্তিক তালিকা)

পিডিএফ তালিকা দেখুন – ক্লিক করুন এখানে

Nirob

আমি নিরব। এটি আমার বাংলা শিক্ষা বিষয়ক ওয়েবসাইট। যেখানে আমি প্রতিনিয়ত শিক্ষা ও দৈনন্দিন জীবনে ব্যবহৃত বিভিন্ন বিষয়ে লেখা প্রকাশ করি।