IPEMIS

প্রাইমারি নিয়োগ পরিক্ষার সিলেবাস [নম্বর বন্টন সহ] ২০২৩

প্রাইমারি শিক্ষক নিয়োগ পরিক্ষা দিতে যাচ্ছেন? প্রাইমারি নিয়োগ পরিক্ষার সিলেবাস অনুসরণ করে পরিক্ষার প্রস্তুতি নিতে হবে। প্রাইমারি শিক্ষক নিয়োগ পরিক্ষা হবে মোট ১০০ নাম্বারের। এর মাঝে ৮০ নাম্বার হবে লিখিত পরিক্ষা এবং অবশিষ্ট ২০ নাম্বারের মৌখিক পরিক্ষা হবে। প্রাইমারি নিয়োগ পরিক্ষার সিলেবাসে কি কি বিষয় আছে এবং উক্ত বিষয়ের কোন চ্যাপ্টার পড়তে হবে তা নিয়ে আজকের এই পোস্টে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করবো।

বাংলা, ইংরেজি, গনিত, সাধারণ জ্ঞান বিষয়ের উপর এই পরিক্ষা অনুষ্ঠিত হবে। এই চারটি বিষয়ের উপর মোট ৮০ নাম্বারের পরিক্ষা হবে। অর্থাৎ, বাংলা ২০ নাম্বার, ইংরেজি ২০ নাম্বার, গনিত ২০ নাম্বার এবং সাধারণ জ্ঞান ২০ নাম্বার। লিখিত পরিক্ষাটি হবে এমসিকিউ পদ্ধতিতে। যারা এই পরিক্ষায় উত্তীর্ণ হবেন, তারা মৌখিক পরিক্ষা দিতে পারবেন। মৌখিক পরিক্ষা হবে ২০ নাম্বারের।

তো চলুন, উপরোক্ত ৪টি বিষয়ের কোন কোন টপিকগুলো পড়তে হবে জেনে নেয়া যাক।

প্রাইমারি নিয়োগ পরিক্ষার সিলেবাস

এ বছর প্রাইমারি শিক্ষক নিয়োগ পরিক্ষা দ্রুত শেষ করার জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় তিন ধাপে পরিক্ষার আবেদন এবং পরিক্ষা নেয়ার সিদ্ধান্ত নিয়েছিলো। তিন ধাপে বাংলাদেশের সবগুলো বিভাগ থেকে অনেকেই আবেদন করেন। প্রথম ধাপের পরিক্ষা ২৪ নভেম্বর ২০২৩ তারিখে হওয়ার কথা জানান প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এর এক কর্মকর্তা। 

২৪ নভেম্বর রংপুর, বরিশাল এবং সিলেট থেকে যারা আবেদন করেছিলেন তাদের পরিক্ষা হবে। লিখিত পরিক্ষা এবং মৌখিক পরিক্ষায় প্রতিটি বিষয়ের কোন কোন টপিক পড়তে হবে তার একটি সিলেবাস রয়েছে। এই সিলেবাসটি এখন আপনাদের সাথে শেয়ার করবো। সিলেবাস অনুসরণ করে সবগুলো টপিক পড়তে পারলে পরিক্ষায় অংশগ্রহণ করে সুষ্ঠুভাবে পরিক্ষা দিতে পারবেন।

প্রাইমারি নিয়োগ পরিক্ষার সিলেবাস ২০২৩

প্রাইমারি নিয়োগ পরিক্ষার সিলেবাস এ মোট ৪টি বিষয় রয়েছে। এগুলো হচ্ছে বাংলা, ইংরেজি, গনিত এবং সাধারণ জ্ঞান। নিচে প্রতিটি বিষয়ের সিলেবাস আলাদা আলাদা করে উল্লেখ করে দিয়েছি।

প্রাইমারি নিয়োগ পরিক্ষার বাংলা সিলেবাস

প্রাইমারি নিয়োগ বাংলা পরিক্ষায় দুইটি অংশ থেকে প্রশ্ন হয়ে থাকে। এগুলো হচ্ছে বাংলা সাহিত্য অংশ এবং ব্যাকরণ অংশ। ব্যাকরণ অংশ থেকে বেশি প্রশ্ন এসে থাকে। নিচে বাংলা সাহিত্য অংশ এবং ব্যাকরণ অংশ থেকে যে ধরণের প্রশ্ন আসবে তার একটি তালিকা উল্লেখ করে দিলাম।

সন্ধি—১

এককথায় প্রকাশ—১

সমাস—১

শব্দ—১

বিপরীত শব্দ—১

বাগধারা—২

পদ প্রকরন—২

সমার্থক শব্দ—১

মুক্তিযুদ্ধ গ্রন্থ,উপন্যাস— ১

কারক ও বিভক্তি— ১

বর্ন ও ধ্বনি,দ্বিরুক্ত শব্দ—১

আধুনিক যুগ,রবি,নজরুল—১

প্রকৃতি ও প্রত্যয়— ১

বাক্য প্রকরন— ১

আরো পড়ুনঃ ১ম ধাপের প্রাথমিক শিক্ষক নিয়োগ পরিক্ষার প্রবেশপত্র ডাউনলোড | dpe teletalk admit 2023 

বাক্য শুদ্ধি ও বানান—৩

উপসর্গ, অনুসর্গ—১

কাল, যতিচিহ্ন—১

উপরোক্ত বিষয়গুলোর উপর প্রাইমারি শিক্ষক নিয়োগ বাংলা পরিক্ষায় প্রশ্ন হবে। তাই, এই তালিকায় যেসব বিষয় উল্লেখ করে দেয়া আছে, সেগুলো বেশি বেশি চর্চা করুন। যেহেতু বাংলা পরিক্ষায় ব্যাকরণ অংশ থেকে বেশি প্রশ্ন হবে, তাই ব্যাকরন অংশকে বেশি গুরুত্ব দিয়ে পড়ার চেষ্টা করুন।

প্রাইমারি নিয়োগ পরিক্ষার ইংরেজি সিলেবাস

প্রাইমারি শিক্ষক নিয়োগ ইংরেজি পরিক্ষায় Grammer , Literature এবং Vocabulary থেকে প্রশ্ন হবে। গ্রামার অংশ থেকে বেশি প্রশ্ন হবে। তাই, গ্রামার অংশ বেশি চর্চা করতে হবে। নিচে ইংরেজি পরিক্ষার সিলেবাস উল্লেখ করে দিয়েছি।

Parts Of Speech—2

Verb,Gerund, Participle—1

Number,Gender—2

Fill in the blank with appropriate / preposition—3

Tense / Right form of verb—1

Sentence Correction—2

Dioms & Phrase—2

Literature—1

One Word Substitution—1

Spelling—1

Proverbs/ Translation—1

Voice—1

Synonym+antonym—2

Narration—1

উপরোক্ত টপিকগুলোর উপর প্রাইমারি নিয়োগ পরিক্ষা হবে। ইংরেজি বিষয়ে উপরে উল্লিখিত তালিকা থেকে প্রস্তুতি নিন। গ্রামার অংশ থেকে বেশি প্রশ্ন হবে, তাই গ্রামার অংশ বেশি করে চর্চা করার চেষ্টা করুন। এছাড়াও, ভোকাবুলারি এবং লিটারেচার অংশও গুরুত্ব সহকারে পড়তে হবে।

প্রাইমারি নিয়োগ পরিক্ষার গনিত সিলেবাস

প্রাইমারি নিয়োগ গনিত পরিক্ষায় পাটিগণিত। বীজগণিত এবং জ্যামিতি থেকে মোট ২০ মার্কেট প্রশ্ন হবে। প্রতিটি বিষয় থেকে নম্বর কম বা বেশি কর প্রশ্ন করা হবে। তাই, সমান গুরুত্ব দিয়ে প্রতিটি বিষয় চর্চা করতে হবে। নিচে প্রাইমারি শিক্ষক নিয়োগ গনিত পরিক্ষার সিলেবাস উল্লেখ করে দিয়েছি।

  1. বীজগনিত-৫/৬ মার্কস
  2. পাটিগনিত-১২/১৩ মার্কস
  3. জ্যামিতি-৪/৫ মার্কস

বীজগনিত

সূচক ও লগারিদম– – ১

মান নির্ণয়,উৎপাদক— – ১

পাটিগনিত

অনুপাত:সমানুপাত — – ১

শতকরা– – ১

সংখ্যা, মোলিক সংখ্যা– – ২

ধারা বা অনুক্রম– – ১

ল.সা.গু, গ.সা.গু– – ১

সুদ কষা– – ১

লাভ-ক্ষতি– – ১

ঐকিকনিয়ম– –

দশমিক ভগ্নাংশের অংক– – ১

বয়স, গড়ের অংক–১

জ্যামিতি

ত্রিভুজ– – ২

রেখা ও কোণ – ১

পরিমিতি– – ২

চতুর্ভুজ,বৃত্তের ধারনা বেসিক সূত্রের অংক সমূহ– – ১

উপরোক্ত তিনটি বিষয়ের উপর গনিত পরিক্ষা হবে। তাই, এই তিনটি বিষয় ভালো করে চর্চা করা শুরু করুন। নভেম্বর ২৪ তারিখ ২০২৩ থেকে প্রথম ধাপের পরিক্ষা শুরু হবে। আপনি যদি রংপুর, বরিশাল কিংবা সিলেট থেকে আবেদন না করে থাকেন, তবে প্রথম ধাপের পরিক্ষা শেষ হওয়ার পর আপনাদের বিভাগের পরিক্ষা শীঘ্রই শুরু হবে। পরিক্ষা শুরু হওয়ার আগে পর্যন্ত পর্যাপ্ত পরিমাণে প্রস্তুতি নিয়ে রাখুন।

প্রাইমারি নিয়োগ পরিক্ষার সাধারণ জ্ঞান সিলেবাস

প্রাইমারি নিয়োগ সাধারণ জ্ঞান পরিক্ষায় বাংলাদেশ সহ আন্তর্জাতিক এবং বিজ্ঞান ও কম্পিউটার নিয়ে বিভিন্ন প্রশ্ন থাকবে মোট ২০ নাম্বারের। বাংলাদেশের ইতিহাস, আন্তর্জাতিক বিভিন্ন বিষয়, বিজ্ঞান এবং কম্পিউটার নিয়ে কিছু প্রশ্ন থাকবে। নিচে আরও বিস্তারিত উল্লেখ করে দিয়েছি।

  1. বাংলাদেশ– – ১০
  2. আন্তর্জাতিক– – ৫
  3. কম্পিউটার– – ২/১
  4. বিজ্ঞান– – ৩/৪

বাংলাদেশ বিষয়ক যেসব প্রশ্ন আসতে পারে

বাংলাদেশের জনসংখ্যা, ভৌগোলিক অবস্থান, আয়তন, সীমানা, উপজাতি, ঐতিহ্য, স্থাপনা, নির্দশন, প্রাচীন বাংলার ইতিহাস,ইংরেজ,ব্রিটিশ শাসন, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, সংবিধান ও প্রশাসনিক কাঠামো, খেলাধুলা,অর্জন,পুরস্কার, জনপদ, নদ-নদী, প্রাকৃতিক সম্পদ,অর্থনীতি বিখ্যাত স্থান,জাতীয় দিবস ইত্যাদি বিষয় থেকে ১০টি প্রশ্ন আসবে।

আন্তর্জাতিক বিষয়ক যেসব প্রশ্ন আসতে পারে

মহাদেশ-মহাসাগর পরিচিতি, ভৌগোলিক উপনাম,সীমারেখা, প্রনালী, দ্বীপ, সাগর, চুক্তি, সন্মেলন, সংগঠন,সংস্থা,দেশ মুদ্রা, রাজধানী, জাতিসংঘের অঙ্গসংগঠন, পুরস্কার,খোলাধুলা ইত্যাদি বিষয়ের উপর থেকে ৫টি প্রশ্ন আসবে।

এছাড়া বিজ্ঞান বিষয়ক ৩/৪টি প্রশ্ন এবং কম্পিউটার বিষয়ক ২/১ টি প্রশ্ন আসতে পারে।

FAQ

প্রাইমারি নিয়োগ পরিক্ষার সিলেবাস এ কতটি বিষয় আছে?

প্রাইমারি নিয়োগ পরিক্ষার সিলেবাস এ মোট ৪টি বিষয় রয়েছে। এগুলো হচ্ছে, বাংলা, ইংলিশ, গনিত এবং সাধারণ জ্ঞান। এই ৪টি বিষয়ের উপর পরিক্ষা দিতে হবে।

শেষ কথা

আজকের এই পোস্টে আপনাদের সাথে প্রাইমারি নিয়োগ পরিক্ষার সিলেবাস শেয়ার করেছি। উপরে উল্লিখিত প্রাইমারি নিয়োগ পরিক্ষার সিলেবাস অনুসরণ করে প্রস্তুতি গ্রহণ করলে পরিক্ষার জন্য আপনার প্রস্তুতি সম্পন্ন হবে। আপনার পরিক্ষার জন্য শুভকামনা রইলো।

Nirob

আমি নিরব। এটি আমার বাংলা শিক্ষা বিষয়ক ওয়েবসাইট। যেখানে আমি প্রতিনিয়ত শিক্ষা ও দৈনন্দিন জীবনে ব্যবহৃত বিভিন্ন বিষয়ে লেখা প্রকাশ করি।