BTEB Notice

সরকারি প্রতিষ্ঠানসমূহে ডিপ্লোমা ভর্তি বিজ্ঞপ্তি 2023। btebadmission.gov.bd

 ২০২৩-২৪ শিক্ষাক্রমে সরকারি প্রতিষ্ঠানসমূহে ডিপ্লোমা ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তিঃ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মহোদয়ের অনুমোদনক্রমে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে , ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে সরকারি প্রতিষ্ঠান সমূহে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন মেরিন ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন এগ্রিকালচার, ডিপ্লোমা ইন ফরেস্ট্রি , ডিপ্লোমা ইন ফিশারিজ, ডিপ্লোমা ইন লাইভস্টক শিক্ষাক্রমে নিশ্চায়নকৃত শিক্ষার্থীদের ১ম পর্বের প্রাতিষ্ঠানিক ভর্তি কার্যক্রম ২৫ সেপ্টেম্বর , ২০২৩ খ্রি. হতে ০২ অক্টোবর , ২০২৩ খ্রি.তারিখের মধ্যে সম্পন্ন করতে হবে ।

  • নিশ্চায়নকৃত শিক্ষার্থীদের নামের তালিকাসহ প্রয়োজনীয় তথ্যাদি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ২৪ সেপ্টেম্বর , ২০২৩ খ্রি.তারিখে www.btebadmission.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে কলেজ লগ ইন এর মাধ্যমে Confirmed list download এ অর্ন্তভুক্ত শিক্ষার্থীরা ভর্তির জন্য বিবেচিত হবে । 
  • শিক্ষার্থীর তালিকায় উল্লেখিত সকল তথ্যাদি সঠিকভাবে মিলিয়ে নিতে হবে । কোন প্রকার অসংগতি পেলে তা সংশোধন করতে হবে । 
  • এছাড়া সংশ্লিষ্ট সকলকে ভর্তির সময় নিম্নোক্ত নির্দেশনাবলী অনুসরণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

ডিপ্লোমা ভর্তির ক্ষেত্রে প্রয়োজনীয় সাধারণ নির্দেশাবলী

১.১ ভর্তি ফরম শিক্ষার্থী কর্তৃক স্ব-হস্তে পূরণ করে অত্র প্রতিষ্ঠানে জমা রাখতে হবে ;

১.২ ভর্তির সময় শিক্ষার্থীদের অবশ্যই মূল নম্বরপত্র জমা নিতে হবে এবং রেজিস্ট্রেশনের সময় মূল নম্বরপত্র কারিগরি শিক্ষা বোর্ডে প্রদর্শন করতে হবে । 

উল্লেখ্য কোন শিক্ষার্থী বোর্ড হতে মূল নম্বরপত্র না পেলে এসএসসি / সমমান পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড ও মূল প্রবেশপত্র জমা সাপেক্ষে সাময়িকভাবে ভর্তি হতে পারবে । তবে বোর্ড কর্তৃক মূল নম্বরপত্র পাওয়া মাত্রই প্রতিষ্ঠানে জমা দিতে হবে অন্যথায় ভর্তি বাতিল বলে গণ্য হবে ;

১.৩ শিক্ষার্থীদের পাসপোর্ট সাইজের (০৩ ) কপি সত্যায়িত রঙ্গিন ছবি জমা ও সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক প্রদেয় প্রশংসাপত্রের ফটোকপি জমা নিতে হবে ;

১.৪ কোটায় ভর্তির ক্ষেত্রে কোটা সংক্রান্ত বিষয়টি শতভাগ নিশ্চিত হয়ে শিক্ষার্থী ভর্তি করতে হবে । কোটায় ভর্তিকৃত শিক্ষার্থীদের মূল সনদ দেখে অধ্যক্ষ কর্তৃক সত্যায়িত করে পরিচালক ( কারিকুলাম ), বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, আগারগাঁও , ঢাকা – ১২০৭ , বরাবর বোর্ড নির্ধারিত তারিখের মধ্যে প্রেরণ করতে হবে । রেজিস্ট্রেশনের সময় মূল সনদ কারিগরি শিক্ষা বোর্ডে প্রদর্শন করতে হবে । সনদ অসত্য প্রমাণিত হলে উক্ত শিক্ষার্থীর ভর্তি বাতিল বলে গণ্য হবে ।

ভর্তির ক্ষেত্রে কোটা যাচাই সংক্রান্ত নির্দেশাবলী ( প্রযোজ্য ক্ষেত্রে):

১. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী প্রার্থীর ক্ষেত্রে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ বা পৌরসভার চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত সনদপত্র ;

২. মুক্তিযোদ্ধার সন্তান / সন্তানের সন্তানদের ক্ষেত্রে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সনদপত্র এবং সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ বা পৌরসভার চেয়ারম্যান কাউন্সিলর কর্তৃক সম্পর্ক সনদ দাখিল করতে হবে ;

৩. শিক্ষা মন্ত্রণালয়াধীন কারিগরি শিক্ষা বোর্ড , কারিগরি শিক্ষা অধিদপ্তর ও অধিদপ্তারাধীন শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক / কর্মকর্তা /কর্মচারির সন্তানদের ক্ষেত্রে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের / অধিদপ্তর / দপ্তর/ প্রতিষ্ঠান প্রধানের সনদপত্র ;

৪. বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীর ক্ষেত্রে সমাজসেবা অধিদপ্তরের সনদপত্র /পরিচয়পত্র জমা দিতে হবে ।

ডিপ্লোমা ভর্তি ফি

শিক্ষার্থী প্রতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিরীক্ষা অধিশাখা স্মারক নং ৩৭.01.3080.187.14.21.201৭-৯৫ তারিখ -৩০ আগস্ট ২০১৭ মোতাবেক / সংশ্লিষ্ট অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক শিক্ষার্থী প্রতি মোট ভর্তি ফি রশিদের মাধ্যমে আদায় করতে হবে । উল্লেখ্য যে , ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ও ডিপ্লোমা ইন মেরিন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমে শিক্ষার্থীদের নিশ্চায়নকালে শিক্ষার্থী প্রতি ৩৯৫ টাকা গ্রহণ করা হয়েছে ।

তন্মধ্যে রেজিস্ট্রেশন ফি ২০০ টাকা (বোর্ডের প্রাপ্য), রোভার স্কাউট ফি ১৫ টাকা ও রেডক্রিসেন্ট ফি ২০ টাকাসহ মোট ৩৫ টাকা ( সংশ্লিষ্ট সংস্থা প্রাপ্য)। অবশিষ্ট ১৫৫ টাকা ( ম্যাগাজিন ফি ২৫ টাকা , ধর্মীয় তহবিল ২৫ টাকা , বেতন ৬০ টাকা , ভর্তি ফি ১০ টাকা , কল্যান তহবিল ২০ টাকা ও রোভার স্কাউট ফি ১৫ টাকা ) বোর্ড কর্তৃক সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে প্রেরণ করা হবে বিধায় বর্ণিত ফি পূনরায় গ্রহণ করার প্রয়োজন নেই । বিষয়টি ভর্তি নীতিমালা , ২০২৩ এর ১০.১.২ – এ বিস্তারিত রয়েছে ।

ডিপ্লোমা ভর্তি কার্যক্রম সম্পূর্ণ করতে ব্যর্থ হলে করণীয়

  • বর্ণিত সময়ের মধ্যে প্রাতিষ্ঠানিক ভর্তি কার্যক্রম সম্পূর্ণ করতে ব্যর্থ শিক্ষার্থীর নিশ্চায়ন বাতিল বলে গণ্য হবে এবং ০৩ /১০ / ২০২৩ খ্রি.( মঙ্গলবার ) সকাল ৯.০০ ঘটিকা থেকে ০৪/১০/২০২৩ ( বুধবার ) রাত ৯.০০ ঘটিকার মধ্যে প্রতিষ্ঠান কর্তৃক ভর্তির ওয়েবসাইট লিংকের মাধ্যমে শিক্ষার্থীর অনুপস্থিত তালিকা প্রেরণ করতে হবে । 
  • অনুপস্থিত তালিকা প্রেরণের পূর্বে শিক্ষার্থীর প্রদেয় মোবাইল নম্বরে যোগাযোগ করে ভর্তির বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য অনুরোধ করা হল । 
  • অনুপস্থিত তালিকা যথাসময়ে এবং নির্ভুলভাবে প্রেরণ করতে হবে , অন্যথায় যেকোন ভুলের কারনে শিক্ষার্থী ভর্তি বাতিল হলে বোর্ড কর্তৃপক্ষ দায়ী থাকবে না ।

ডিপ্লোমা ভর্তি আবেদনের তারিখ ও ফলাফল ২০২৩

এছাড়া প্রতিষ্ঠানে শূণ্য আসনে শিক্ষার্থী ভর্তির জন্য ০৮-১০-২০২৩খ্রি . থেকে ১০.১০.২০২৩ খ্রি.পুনরায় আবেদনের সুযোগ প্রদান করা হবে । 

নতুন আবেদনকৃত ও ওয়েটিং লিস্টের শিক্ষার্থীদের তৃতীয় পর্যায়ের ফলাফল ১৩-১০-২০২৩খ্রি . প্রকাশ করা হবে এবং এর পূর্বেইতোমধ্যে নির্বাচিত শিক্ষার্থীদের মাইগ্রেশনের ( প্রযোজ্য ক্ষেত্রে) ফলাফল প্রকাশ করা হবে ।

ডিপ্লোমা ভর্তি ফরম

ডিপ্লোমা ভর্তি ফরম
ডিপ্লোমা ভর্তি আবেদন ফরম

Nirob

আমি নিরব। এটি আমার বাংলা শিক্ষা বিষয়ক ওয়েবসাইট। যেখানে আমি প্রতিনিয়ত শিক্ষা ও দৈনন্দিন জীবনে ব্যবহৃত বিভিন্ন বিষয়ে লেখা প্রকাশ করি।