DPE Notice

জাতীয় শিক্ষাক্রম বিস্তরণ বিষয়ক প্রশিক্ষণ ২০২৩ (প্রাথমিক শিক্ষকদের জন্য)

সারা দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির আওতায় 2003 ২৪ অর্থবছরের তিন দিনব্যাপী প্রাথমিক বিদ্যালয় শিক্ষকগণের জন্য শিক্ষাক্রম বিস্তরণ বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে। এর আগে অনলাইনে মুক্তপাঠ প্ল্যাটফর্মে এই প্রশিক্ষণ টিতে অংশগ্রহণ করেছিলেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ। অনলাইনে প্রাথমিক বিদ্যালয়ের বিস্তরণ বিষয়ক প্রশিক্ষণ শেষে এখন সরাসরি ইউআরসি ইনস্ট্রাক্টরদের মাধ্যমে জাতীয় শিক্ষাক্রম বিস্তরণ বিষয়ক অনলাইন প্রশিক্ষণ ২০২৩ এর অফলাইন প্রশিক্ষণ টি চলমান রয়েছে।

এই প্রশিক্ষণের জন্য নতুন নির্দেশনা প্রদান করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। নির্দেশনায় বলা হয়েছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণের জন্য বিস্তরণ বিষয়ক প্রশিক্ষণ ২০২৩ সালের ২০ সেপ্টেম্বর শুরু হয়েছে, এই লোককে ইতিমধ্যেই প্রয়োজনীয় অর্থ স্যার করা হয়েছে। ইতিপূর্বে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের 14 সেপ্টেম্বর তারিখে প্রেরিত নির্দেশনার পরিবর্তে নিচের নির্দেশাবলী যথাযথভাবে অনুসরণ করে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

জাতীয় শিক্ষাক্রম বিস্তরণ বিষয়ক প্রশিক্ষণ ২০২৩

১. বর্ণিত প্রশিক্ষণটি সাপ্তাহিক ছুটির দিনে ( শুক্র ও শনিবার ) চলমান থাকবে । শুধুমাত্র সরকার কর্তৃক নির্ধারিত ছুটির দিন সমূহে প্রশিক্ষণ বন্ধ থাকবে ।

২. প্রশিক্ষণ সূচি ও বাজেট বিভাজন যথাযথভাবে অনুসরণ পূর্বক প্রশিক্ষণ পরিচালনা করতে হবে

৩. প্রতিদিন সকাল ০৯:০০ টা থেকে বিকাল ০৫:০০ টা পর্যন্ত প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হবে প্রশিক্ষণার্থীদের সকাল ০৮:৩০ ঘটিকায় প্রশিক্ষণ ভেন্যুতে স্বাস্থ্যবিধি অনুসরণ করে উপস্থিতি নিশ্চিত করতে হবে ।

৪ , ২০২৩-২৪ সনে নতুনভাবে প্রণীত শিক্ষকগণের জন্য শিক্ষাক্রম বিস্তরণ বিষয়ক প্রশিক্ষণ ম্যনুয়াল ব্যবহার করে প্রশিক্ষণ পরিচালনা করতে হবে । ইউআরসি /টিআরসি ইন্সট্রাক্টরগণ প্রশিক্ষণ শুরুর পূর্বেই প্রশিক্ষণ পরিচালনার প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ করে নির্ধারিত দিনে সরবরাহ করবেন

৫. প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অনলাইন প্লাটফর্ম মুক্তপাঠে ‘ জাতীয় শিক্ষাক্রম ২০২১ ( প্রাথমিক স্তর )’ প্রশিক্ষণ সম্পন্ন করে সার্টিফিকেট সংগ্রহকারী শিক্ষকগণ এ প্রশিক্ষণটি করতে পারবেন । প্রশিক্ষণের প্রতিবাচে ৩০ জন শিক্ষক প্রশিক্ষণার্থী হিসাবে অংশগ্রহণ করবেন ।

৬. উপজেলা / থানা শিক্ষা অফিসার পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়ে সংযুক্ত এবং শিশুকল্যাণ ট্রাস্টকর্তৃক পরিচালিত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণকে যথাযথ নির্দেশনা অনুসরণ করে এ প্রশিক্ষণে অন্তর্ভুক্ত করবেন ।

৭. কোনক্রমেই একটি বিদ্যালয় হতে একইব্যাচে একাধিক শিক্ষককে মনোনয়ন দেয়া যাবে না এবং একজন শিক্ষক একাধিকবার উক্ত প্রশিক্ষণে অংশগ্রহণ করতে পারবেন না। 

৮. উপজেলা / থানা শিক্ষা অফিসার তার আওতাধীন শিক্ষকের নাম , পদবি ও মোবাইল নম্বর এবং অনলাইন প্লাটফর্ম মুক্তপাঠে প্রশিক্ষণ সম্পন্নের সার্টিফিকেট ও অন্যান্য তথ্যাদি উল্লেখপূর্বক ইউআরসি /টিআরসি ইন্সট্রাক্টরের সাথে সমন্বয়পূর্বক ব্যাচওয়ারী শিক্ষক মনোনয়ন ও ডেপুটেশন প্রদান করবেন । উপজেলা শিক্ষা অফিসার যথানিয়মে PEMIS সফটওয়্যারে ব্যাচওয়ারী শিক্ষকদের শিক্ষাক্রম বিস্তরণ প্রশিক্ষণে অংশগ্রহণ সংক্রান্ত তথ্য এন্ট্রি নিশ্চিত করবেন । তথ্য এন্ট্রিজনিত কোন সমস্যা হলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আইএমডি বিভাগের সাথে ই -মেইলে (helpimddpe@gmail.com) যোগাযোগ করা যেতে পারে ।

৯ , ইউআরসি /টিআরসি ইন্সট্রাক্টরগণ PEMIS সফটওয়্যারে ব্যাচওয়ারী প্রশিক্ষণার্থী ও প্রশিক্ষক তথ্য এন্ট্রি যাচা ইপূর্বক নিশ্চিত করবেন ।

১০. প্রশিক্ষণের প্রতিব্যাচে ০২ ( দুই ) জন প্রশিক্ষক দায়িত্ব পালন করবেন । প্রশিক্ষকগণকে অবশ্যই ২০২৩ সনে আয়োজিত প্রাথমিক স্তরের জাতীয় শিক্ষাক্রম বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত ( এনসিটিবি এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক প্রশিক্ষণপ্রাপ্ত মাস্টার ট্রেইনার / কী ট্রেইনার ) হতে হবে। 

১১. প্রতিব্যাচের জন্য উপজেলা / থানা শিক্ষা অফিসার জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের সাথে আলোচনা করে প্রশিক্ষণপ্রাপ্ত এডিপিইও , ডিডি অফিসে সংযুক্ত শিক্ষা অফিসার , উপজেলা / থানা শিক্ষা অফিসার ও সহকারী উপজেলা /থানা শিক্ষা অফিসারদের মধ্য হতে ০১ ( এক ) জন প্রশিক্ষক মনোনয়ন দিবেন ।

১২. প্রতিব্যাচের জন্য ইউআরসি /টিআরসি ইন্সট্রাক্টর পিটিআই সুপারিনটেনডেন্টের সাথে আলোচনা করে জেলাধীন ( নিয়ন্ত্রণাধীন ) প্রশিক্ষণপ্রাপ্ত সহকারী সুপারিনটেনডেন্ট ইন্সট্রাক্টর (পিটিআই ), ইন্সট্রাক্টর ( ইউআরসি /টিআরসি ) ও সহকারী ইন্সট্রাক্টরদের মধ্য হতে ০১ ( এক ) জন প্রশিক্ষক মনোনয়ন দিবেন ।

একাধিক ব্যাচে প্রশিক্ষণ আয়োজন

দ্রুত সময়ের মধ্যে অধিক ব্যাচের প্রশিক্ষণ সম্পন্ন করার তাগিদে , অতিরিক্ত প্রশিক্ষণ কক্ষের সুবিধা থাকা সাপেক্ষে একইসাথে একাধিক ব্যাচে প্রশিক্ষণ আয়োজন ও পরিচালনা করা যেতে পারে ।

সাধারণতঃ একজন প্রশিক্ষক পরপর দু’ব্যাচে প্রশিক্ষকের দায়িত্ব পালন করতে পারবেন না তবে , প্রশিক্ষক স্বল্পতা ও একাধিক ব্যাচ একসাথে পরিচালনার প্রয়োজনে একজন প্রশিক্ষক পরপর দু’ব্যাচে প্রশিক্ষকের দায়িত্ব পালন করতে পারবেন ।

প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থী মনোনয়ন 

  • প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থী মনোনয়নে কোন অনিয়ম পরিলক্ষিত হলে মনোনয়নকারী কর্মকর্তা ব্যক্তিগতভাবে দায়ী থাকবেন ।
  • ইউআরসি /টিআরসি ইন্সট্রাক্টর কোর্স কো – অর্ডিনেটর হিসেবে ও সহকারী ইন্সট্রাক্টর সহায়ক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন । তবে , কোর্স কো – অর্ডিনেটর বা সহায়ক কর্মকর্তা প্রশিক্ষকের দায়িত্ব পালন করলে তিনি উক্ত দায়িত্বের কেবলমাত্র সম্মানীর অংশটুকু ভোগ করতে পারবেন ।
  • প্রশিক্ষণ আয়োজন ও বাস্তবায়নে সহায়ক কর্মকর্তার আবশ্যকতা বিবেচনায় যেসকল ইউআরসি / টিআরসিতে সহকারী ইন্সট্রাক্টরের পদ শূন্য রয়েছে সেসকল স্থানে উপজেলা / থানা শিক্ষা অফিসের একজন কর্মকর্তা (উপজেলা / থানা শিক্ষা অফিসারের অনুমোদনক্রমে) ব্যাচওয়ারী প্রশিক্ষণের সহায়ক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন ।
  • প্রশিক্ষণ চলাকালীন প্রশিক্ষণ মনিটরিং ও মেন্টরিং গাইডলাইন অনুযায়ী যেকোনো সময় উপজেলা জেলা , বিভাগ , অধিদপ্তর ও মন্ত্রণালয়ের মেন্টরগণ প্রশিক্ষণ পরিবীক্ষণ করবেন ।

মূল্যায়ন ও সনদপত্র

প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীগণকে মূল্যায়ন পূর্বক মূল্যায়ন প্রতিবেদন নিজ দপ্তরে সংরক্ষণ করবেন এবং সকল অংশগ্রহণকারীকে প্রশিক্ষণে অংশগ্রহণ সম্পর্কিত সনদপত্র প্রদান করবেন ।

প্রশিক্ষণ উপকরণ

বাজেট বিভাজনের ৬ নং ক্রমিকে উল্লেখিত প্রশিক্ষণ উপকরণ খাতের বরাদ্দ হতে প্যাড , কলম , পেন্সিল , সার্পনার ইরেজার , নেম কার্ডসহ তথ্যপত্র ( শিক্ষাক্রম ২০২১ এর জেনেরিক পার্ট; আবশ্যকীয় শিখনক্রম ও বিস্তৃত শিক্ষাক্রমের নমুনা ; প্রশিক্ষণ ম্যানুয়াল ও অনলাইন প্রশিক্ষণে ব্যবহৃত তথ্যপত্র ; এনসিটিবি কর্তৃক প্রণীত ধারাবাহিক মূল্যায়নের নির্দেশনা ও অধিদপ্তর কর্তৃক প্রদত্ত ধারাবাহিক মূল্যায়ন স্পষ্টিকরণ পত্র ও ডায়েরি -১ ও ২ ব্যবহার নির্দেশাবলী প্রিন্ট/ফটোকপি করে প্রত্যেক প্রশিক্ষণার্থীকে সরবরাহ করতে হবে । তাছাড়া , প্রশিক্ষণ পরিচালনার জন্য প্রয়োজনীয় পোস্টার পেপার , ভিপকার্ড , মার্কার , সাইন পেন ও অন্যান্য উপকরণ একই খাতের বরাদ্দ হতে ব্যয় করবেন ।

বিস্তরণ বিষয়ক প্রশিক্ষণ এর আর্থিক ব্যয় 

  • অর্থিক বিধিবিধান অনুযায়ী ইউআরসি /টিআরসি ইন্সট্রাক্টর/ দায়িত্ব প্রাপ্ত ইন্সট্রাক্টর আয়ন – বায়ন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন এবং বাজেট বিভাজন অনুসারে প্রশিক্ষণের যাবতীয় ব্যয় নির্বাহ করবেন । 
  • যে কোনো আর্থিক অনিয়মের জন্য তিনি ব্যক্তিগতভাবে দায়ী থাকবেন ।
  • প্রশিক্ষণ সমাপ্তির ০৩ (তিন ) দিনের মধ্যে পদবি ও জেন্ডারভেদে প্রশিক্ষণার্থীর সংখ্যা এবং প্রশিক্ষকের নাম পদবি , কর্মস্থল , মোবাইল নম্বর ও ইমেইল ঠিকানা উল্লেখপূর্বক প্রশিক্ষণের বিস্তারিত প্রতিবেদনসহ ব্যয় বিবরণী (SOE ) পরিচালক ( প্রশিক্ষণ) বরাবর প্রেরণ করবেন ।
  • ৫১৩ টি উপজেলা / থানার প্রশিক্ষণ ব্যয় পিইডিপিও এর অর্থায়নে ( GO এবং ibas ++ অনুযায়ী ) ৫০৫ টি উপজেলা / থানা রিসোর্স সেন্টারে সম্পন্ন হবে ।

বিস্তরণ বিষয়ক প্রশিক্ষণ ২০২৩

জাতীয় শিক্ষাক্রম বিস্তরণ বিষয়ক প্রশিক্ষণ, ২০২৩ জাতীয় শিক্ষাক্রম বিস্তরণ বিষয়ক প্রশিক্ষণ, ২০২৩ জাতীয় শিক্ষাক্রম বিস্তরণ বিষয়ক প্রশিক্ষণ, ২০২৩

Nirob

আমি নিরব। এটি আমার বাংলা শিক্ষা বিষয়ক ওয়েবসাইট। যেখানে আমি প্রতিনিয়ত শিক্ষা ও দৈনন্দিন জীবনে ব্যবহৃত বিভিন্ন বিষয়ে লেখা প্রকাশ করি।