Trick BD

জাতীয় পরিচয় পত্র আবেদন ২০২৩ ও জাতীয় পরিচয় পত্র সম্পর্কে বিস্তারিত তথ্য

জাতীয় পরিচয় পত্র সম্পর্কে জানতে চান?  তাহলে আপনি সঠিক পোস্টে এসেছেন। আজকের আলোচনায় আজ আমরা জাতীয় পরিচয় পত্র আবেদন, জাতীয় পরিচয় পত্র সংশোধন, জাতীয় পরিচয় পত্র চেক করার নিয়ম ও জাতীয় পরিচয়পত্র ডাউনলোড করার উপায় সমূহ বিস্তারিত আকারে আলোচনা করবো। সেহতু পোস্টটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ুন। 

জাতীয় পরিচয় পত্র

পৃথিবীতে রয়েছে অনেক দেশ ও বহুভাষী মানুষ। একজন মানুষ এক সাথে সকল দেশে বসবাস করতে ও নাগরিক হতে পারে না। আবার নাগরিক হবার জন্য রয়েছে নিদিষ্ট বয়স। অনুরূপ ভাবে বাংলাদেশ ও এ নিয়মের ব্যতিক্রম নয়। বাংলাদেশের জনগন/মানুষের গুরুত্বপূর্ণ একটি তথ্য/নথিপত্র হলো জাতীয় পরিচয় পত্র। ১৮ বছর সম্পূর্ণ হওয়া যে নিদিষ্ট ভূখণ্ডে বসবাসকারী মানুষ জাতীয় পরিচয় পত্রের আবেদন করতে পারেন। বাংলাদেশের জাতীয় পরিচয় পত্রের ওয়েবসাইট ঠিকানা nidw.gov.bd। ১৯৯০ সালের ২২ জুলাই NID কার্ড এর প্রচলন আনুষ্ঠানিক ভাবে শুরু হয়। 

জাতীয় পরিচয় পত্র আবেদন

জাতীয় পরিচয় পত্র এর আবেদন আপনি ২ ভাবে করতে পারেন প্রথমত আপনি আপনার উপজেলা পর্যায়ে থাকা অফিসে গিয়ে জাতীয় পরিচয় পত্রের আবেদন করতে পারেন ও দ্বিতীয়ত আপনি অনলাইনের মাধ্যমে জাতীয় পরিচয় পত্রের আবেদন করতে পারেন।

অনলাইনে জাতীয় পরিচয় পত্র আবেদন করার ধাপ সমূহ নিচে উপস্থাপন করা হলো:

  • আপনি প্রথমত services.nidw.gov.bd ওয়েবসাইটে ভিজিট করুন। আপনার যদি ১৬ বছর হয় ও আপনি কখনো যদি জাতীয় পরিচয় পত্রের আবেদন না করে থাকেন তাহলে আপনি ওয়েবসাইটে গিয়ে নতুন নিবন্ধন এর  জন্য আবেদন বাটনে ক্লিক করুন। 
  • এরপর আপনি ফর্মে নিদিষ্ট স্থানে আপনার নাম, বয়স পূর্ণ করে ক্যাপচার পূর্ণ করুন ও এরপর বহাল এ ক্লিক করুন। 
  • একাউন্টের জন্য একটি সচল মোবাইল নম্বর দিতে হবে ভেরিফিকেশন এর জন্য। ভেরিফইকেশন এর জন্য  OTP না পাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। 
  • পরবর্তীতে আবার লগইন করার জন্য আপনাকে অবশ্যই আপনাকে পার্সওয়াড সেট করতে হবে। username যদি আপনার নামের সাথে না মিলে তাহলে আপনার নামের সাথে কয়েকটি সংখ্যা যোগ করুন ও ৮ অক্ষরের শক্তিশালী পার্সওয়াড ব্যবহার করুন। 
  • আপনি username ও পাসওয়ার্ড দিয়ে আপনার একাউন্টে লগইন করার পর আপনার নাম, বয়স  ডিফল্ট থাকলেও কিছু তথ্য আপনাকে পূর্ণ করতে হবে। আপনি এডিট  অপশনে ক্লিক করে সম্পূর্ণ তথ্য আপডেট করুন। 
  • এরপর আপনি আপনার পিতা ও মাতার তথ্য আপডেট করুন। 
  • আপনার বৈবাহিক অবস্থা, রক্তের গ্রুপ ইত্যাদি তথ্য সম্পাদন করুন। 
  • এরপর আপনার বর্তমান ও স্থায়ী ঠিকানা আপডেট করুন। 
  • এরপর আপনি সকল তথ্য আপডেট করার পর সেগুলি পুনরায় একবার যাচাই করে সাবমিট অপশনে ক্লিক করে। আবেদন ফর্ম ডাউনলোড করে প্রিন্ট করুন ও আপনার উপজেলা নির্বাচন অফিসে প্রয়োজনীয় সকল তথ্য সহ জমা দিয়ে আসুন। 

জাতীয় পরিচয় পত্র সংশোধন

জাতীয় পরিচয় পত্রে ভুল সাধারণত মাঝে মধ্যে হয়ে থাকে। জাতীয় পরিচয় পত্রের ভুল সংশোধন করতে পূর্বে অনেক জামেলা সৃষ্টি হতো কিন্তু বর্তমানে অনলাইনের মাধ্যমে জাতীয় পরিচয়ের ভুল সংশোধন করা সম্ভব হচ্ছে। জাতীয় পরিচয় পত্রের এই ভুল গুলির মধ্যে রয়েছে জন্ম তারিখ সংশোধন,নাম সংশোধন,পিতা-মাতার নাম সংশোধন,রক্তের গ্রুপ সংশোধন, বাড়ির ঠিকানা সংশোধন। এসকল সমস্যা সংশোধন করতে  আপনি services.nidw.gov.bd ওয়েবসাইট যান। আপনার জাতীয় পরিচয় পত্র ও জন্মতারিখ দিয়ে রেজিষ্ট্রেশন করুন। এরপর আপনি আপনার ফেইস (মুখমন্ডল) ভেরিফিকেশন করুন। এরপর আপনি এডিট অপশনে গিয়ে আপনি তথ্য এডিট করে নির্ধারিত ফি ও প্রমানপত্র জমা দিন আপনার জাতীয় পরিচয় পত্র সংশোধন হয়ে হয়ে যাবে। 

জাতীয় পরিচয় পত্র চেক করার নিয়ম

আপনি আপনার জাতীয় পরিচয় পত্র চেক করতে আপনি নিচের ধাপটি অনুসরন করতে পারেন। যা আপনি sms এর মাধ্যমে দেখতে পাবেন। আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন NID<Space>FORM NO<Space>DD-MM-YYYY টাইপ করে পাঠিয়ে দিন ১০৫ নম্বরে। ফিরতি SMS এর মাধ্যমে জানিয়ে দিবে যে আপনার জাতীয় পরিচয় পত্র নম্বর। 

জাতীয় পরিচয় পত্র অনুসন্ধান

জাতীয় পরিচয় পত্র চেক করার নিয়ম এর অনুরূপ আপনি জাতীয় পরিচয় পত্র অনুসন্ধান করে দেখতে পাবেন। সেহেতু আপনি অনুরূপভাবে NID<Space>FORM NO<Space>DD-MM-YYYY টাইপ করে পাঠিয়ে দিন ১০৫ নম্বরে। ফিরতি SMS এর মাধ্যমে জানিয়ে দিবে যে আপনার জাতীয় পরিচয় পত্র নম্বর।

জাতীয় পরিচয়পত্র ডাউনলোড

আপনি https://services.nidw.gov.bd/nid-pub গিয়ে আপনার জাতীয় পরিচয় পত্র নম্বর, জন্মতারিখ ও অন্যান্য তথ্য দিয়ে লগইন করে আপনি  জাতীয় পরিচয় পত্র ডাউনলোড করতে পারবেন। আপনি যদি পূর্বে রেজিষ্ট্রেশন করে থাকেন তাহলে আপনি username ও পার্সওয়ার্ড ব্যবহার করে আপনি ডাউনলোড করতে পারবেন। 

জাতীয় পরিচয় পত্র সংশোধন ফি জমা দেওয়ার নিয়ম

জাতীয় পরিচয়পত্রের সংশোধন ফি আপনি বিকাশ দিয়ে দিতে পারবেন। জাতীয় পরিচয় পত্রের সংশোধন ফি বিকাশ দিয়ে দিতে নিচের ধাপ সমূহ অনুসরণ করুন:

  • বিকাশ অ্যাপে লগইন করুন। 
  • পেমেন্ট অপশনে ক্লিক করুন। 
  • NID সার্ভিস সিলেক্ট করুন। 
  • nid সংশোধন অপশন বেছে নিন।
  • আপনার জাতীয় পরিচয় পত্র নম্বর দিয়ে পরবর্তী বাটনে ক্লিক করুন। 
  • সরকার নির্ধারিত ফি জমা দিয়ে আপনি পেমেন্ট করুন।

বিকাশ এর মাধ্যমে NID-এর ফি প্রদানের নিয়মাবলী

বিকাশ এর মাধ্যমে NID-এর ফি প্রদানের নিয়মাবলী

FAQ

এন আই ডি কি?

জাতীয় পরিচয় পত্র (সংক্ষেপে এনআইডি কার্ড, যা আইডি কার্ড নামে বহুল প্রচলিত) হল বাংলাদেশী নাগরিকদের জন্য একটি বাধ্যতামূলক নথি, যা ১৮ বছর পূর্ণ হওয়ার পর নথিভুক্ত হতে হয়। তথ্য নথিভুক্ত করণ ও আইডি কার্ড সরবরাহকারী প্রতিষ্ঠান হল বাংলাদেশ নির্বাচন কমিশন।

বর্তমানে জাতীয় পরিচয় পত্র আবেদন করতে নূন্যতম কত বছর বয়স প্রয়োজন হয়?

বর্তমানে জাতীয় পরিচয় পত্র আবেদন করার ক্ষেত্রে নূন্যতম ১৬ বছর বয়স প্রয়োজন হয়। 

 জাতীয় পরিচয় পত্রের আবেদন কিভাবে করা যায়? 

জাতীয় পরিচয় পত্রের আবেদন অনলাইনে ও উপজেলা নির্বাচন অফিস থেকে করা যায়।

ভোটার হওয়ার জন্য কি কি লাগে?

  1. অনলাইন জন্ম নিবন্ধন সনদ।
  2. শিক্ষাগত যোগ্যতা সনদ
  3. নাগরিক সনদ
  4. প্রত্যয়ন পত্র

শেষ কথা

আশা করি আমরা আপনাকে জাতীয় পরিচয় পত্র আবেদন ও জাতীয় পরিচয় পত্র সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পেরেছি। পোস্টটি শেষ অবধি মনোযোগ সহকারে পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Nirob

আমি নিরব। এটি আমার বাংলা শিক্ষা বিষয়ক ওয়েবসাইট। যেখানে আমি প্রতিনিয়ত শিক্ষা ও দৈনন্দিন জীবনে ব্যবহৃত বিভিন্ন বিষয়ে লেখা প্রকাশ করি।