Trick BD

ক্যাপকাট ডাউনলোড এবং ক্যাপকাট টেমপ্লেট ২০২৪ ডাউনলোড

ক্যাপকাট বর্তমানে একটি জনপ্রিয় মোবাইল অ্যাপ। এই অ্যাপটি দিয়ে ইমেজ এবং ভিডিও উভয় এডিট করা যায় অনেক সহজেই এবং অ্যাডভান্সভাবে। আপনি যদি একটি অল ইন ওয়ান ভিডিও এডিটিং সফটওয়্যার বা ফটো এডিটিং সফটওয়্যার খুঁজে থাকেন, তবে ক্যাপকাট আপনার জন্যই।

ক্যাপকাট ডাউনলোড করার পদ্ধতি এবং কিভাবে ক্যাপকাট টেমপ্লেট ডাউনলোড করতে হবে এসব বিষয় নিয়ে আজকের এই পোস্টে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করবো। তো চলুন, পোস্টের মূল বিষয়ে ফিরে আসা যাক।

ক্যাপকাট কী?

ক্যাপকাট হচ্ছে একটি মোবাইল অ্যাপ্লিকেশন যা দিয়ে ফটো এবং ভিডিও এডিট করা যায় অনেক সহজেই। এছাড়াও, এই অ্যাপ্লিকেশনে রয়েছে অসংখ্য টেমপ্লেট। যা দিয়ে আপনি ড্রাগ এন্ড ড্রপ করে ছবি ও ভিডিও এডিট করতে পারবেন। মোবাইলে অ্যাডভান্সভাবে ফটো এবং ভিডিও এডিট করার মতো তেমন কোনো অ্যাপস নেই। তবে, ক্যাপকাট এই সমস্যা দূর করতে সক্ষম হয়েছে।

এখন, ৫০০ মিলিয়ন + মানুষ এই অ্যাপটি তাদের মোবাইলে ইন্সটল করেছেন এবং ব্যবহার করছেন। এছাড়াও, ক্যাপকাট অ্যাপটির পিসি ভার্সন রয়েছে। যা দিয়ে আপনি ভিডিও এডিটিং করতে পারবেন। বিগিনার ফ্রেন্ডলি এবং সহজেই বুঝা যায় এমন ভিডিও এডিটরগুলোর মাঝে ক্যাপকাট সবথেকে জনপ্রিয় একটি অ্যাপ্লিকেশন।

আপনি যদি টিকটক বা ইন্সটাগ্রামের মতো করে ভাইরাল ভিডিও ও ছবি এডিট করতে চান, তবে ক্যাপকাট হচ্ছে একমাত্র সমাধান। কারণ, এখন ৫০০ মিলিয়ন + মানুষ এই অ্যাপটি ব্যবহার করে ভাইরাল ভিডিও এবং ছবি এডিট করছে। অতঃপর, সেগুলো টিকটক ও ইন্সটাগ্রামে পাবলিশ করছে।

ক্যাপকাট এ কি কি ফিচার রয়েছে?

ক্যাপকাট একটি মোবাইল ভিডিও ও ফটো এডিটিং অ্যাপ্লিকেশন। এই অ্যাপসটি ব্যবহার করে আপনার হাতে থাকা মোবাইল দিয়েই আপনি অনেক সুন্দর করে ছবি ও ভিডিও এডিট করতে পারবেন। এছাড়াও, Capcut অ্যাপটিতে আরও অনেক ফিচার রয়েছে। এই অ্যাপে যা যা ফিচার রয়েছে তার কিছু নিচে উল্লেখ করে দিয়েছি।

  • অসংখ্য ভিডিও এডিটিং টেমপ্লেট রয়েছে।
  • অডিও এডিট করা যায়।
  • ভিডিও মার্জ, ট্রিম, স্প্লিট করা যায়।
  • অসংখ্য ভিডিও এবং অডিও রয়েছে লাইব্রেরিতে।
  • ভিডিও এবং ছবিতে টেক্সট অ্যাড করা যায় বিভিন্ন ফন্ট দিয়ে।
  • ভিডিও অ্যানিমেট করার ফিচার রয়েছে।
  • ক্রোমা কী ব্যবহার করার সুযোগ রয়েছে।
  • ট্রেন্ডিং ইফেক্ট ব্যবহার করার সুবিধা।

এছাড়াও ট্রেন্ডিং ভিডিও এবং ছবি এডিট করার সবথেকে সহজ ও জনপ্রিয় মাধ্যম হয়ে গেছে ক্যাপকাট অ্যাপ। এই অ্যাপ ব্যবহার করে সব ধরণের ট্রেন্ডিং ভিডিও তৈরি করতে, এডিট করতে পারবেন। টিকটক সহ আরও বিভিন্ন ভিডিও শেয়ারিং প্লাটফর্মে ক্যাপকাট দিয়ে এডিট করা ভিডিও পাবলিশ করা হয়ে থাকে।

Read More: কিভাবে ফেসবুক প্রফেশনাল মোড চালু করবেন?

এসব ছাড়াও আরও অনেক ফিচার রয়েছে এই ক্যাপকাট ভিডিও এডিটিং অ্যাপ্লিকেশনের। আপনি চাইলে অ্যাপটি অনলাইনে ওয়েবসাইট ভিত্তিক বা আপনার মোবাইলে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করেও ব্যবহার করতে পারবেন।

ক্যাপকাট ডাউনলোড করার পদ্ধতি

ক্যাপকাট অ্যাপ্লিকেশন মোবাইল এবং পিসি উভয় ডিভাইস এর জন্য রয়েছে। আপনি যদি মোবাইল ক্যাপকাট অ্যাপটি ব্যবহার করতে চান, তবে মোবাইল থেকে গুগল প্লে স্টোর ওপেন করে Capcut লিখে সার্চ করতে হবে। এরপর, প্রথম যে অ্যাপটি আসবে, সেটি ইন্সটল করে নিতে হবে। এভাবে করে ক্যাপকাট ডাউনলোড করতে পারবেন।

এছাড়াও, আপনি যদি আইওএস ব্যবহার করেন, তবে অ্যাপ ষ্টোরে Capcut লিখে সার্চ করলেও মোবাইল অ্যাপটি পেয়ে যাবেন। তবু যদি অ্যাপটি খুঁজে না পান, তবে গুগলে capcut download লিখে সার্চ করলে অনেক ওয়েবসাইট পাবেন যেখানে থেকে আপনি ক্যাপকাট সফটওয়্যারটি ডাউনলোড করতে পারবেন আপনার ডিভাইস এর জন্য।

মোবাইলের জন্য ক্যাপকাট ডাউনলোড করতে চাইলে প্রথমেই ক্যাপকাট ওয়েবসাইট ভিজিট করুন বা এখানে ক্লিক করুন। অতঃপর, উপরের মেনু থেকে Download অপশনে ক্লিক করুন এবং Download for Mobile লেখার উপর ক্লিক করুন। তাহলে আপনি অফিসিয়াল ওয়েবসাইট থেকে ক্যাপকাট ডাউনলোড করার উপায় পেয়ে যাবেন।

এছাড়াও, আপনি যদি ক্যাপকাট উইন্ডোজ বা ম্যাক ডিভাইসের জন্য ব্যবহার করতে চান, তবে capcut.com ওয়েবসাইট ভিজিট করুন এবং মেনু থেকে Download অপশনে মাউস পয়েন্টার রাখলে Download for Win/Mac অপশন পাবেন, সেখানে ক্লিক করুন। অতঃপর, আপনার পিসির জন্য ক্যাপকাট সফটওয়্যার ডাউনলোড করতে পারবেন।

উপরোক্ত এই পদ্ধতিগুলো অনুসরণ করে অনেক সহজেই আপনার মোবাইল ডিভাইস বা পিসির জন্য ক্যাপকাট ডাউনলোড করতে পারবেন এবং ইন্সটল করে ব্যবহার করা শুরু করতে পারবেন। এই অ্যাপটি দিয়ে অনেক সহজেই ট্রেন্ডিং ভিডিও ইফেক্ট ব্যবহার করতে পারবেন। যা দিয়ে অনেক সুন্দর করে ভিডিও এডিটিং করতে পারবেন।

ক্যাপকাট টেমপ্লেট কী?

ক্যাপকাট অ্যাপসে অনেক রেডিমেড টেমপ্লেট ব্যবহার করা যায় যা দিয়ে অনেক সহজেই এক ক্লিকে ভিডিও বা ছবি এডিট করা যায়। আপনি যদি ভাইরাল ভিডিও বা ছবির মতো করে আপনার ছবি বা ভিডিও এডিট করতে চান, তবে ক্যাপকাট টেমপ্লেটগুলো ব্যবহার করতে পারেন।

CapCut অ্যাপসের ভিতর আগে থেকেই অনেক টেমপ্লেট দেয়া থাকে। আপনি চাইলে সেগুলো ব্যবহার করে ভিডিও এবং ছবি এডিট করতে পারেন। এছাড়া, চাইলে ক্যাপকাট টেমপ্লেট ডাউনলোড করে সেগুলো ইম্পরত করেও ব্যবহার করতে পারেন। কিভাবে CapCut Template Download করতে হয় জানতে নিচে আরও বিস্তারিত পড়ুন।

ক্যাপকাট টেমপ্লেট ডাউনলোড করার পদ্ধতি

ক্যাপকাট টেমপ্লেট ডাউনলোড করতে চাইলে এখানে ক্লিক করতে হবে। এরপর, একটি ওয়েবসাইটে নিয়ে যাবে আপনাকে। সেখানে অনেক ক্যাপকাট রেডিমেড টেমপ্লেট দেয়া থাকবে। আপনি পছন্দমতো যেকোনো টেমপ্লেট ডাউনলোড করতে পারবেন এবং সেটি ব্যবহার করতে পারবেন আপনার মোবাইলে থাকা Capcut সফটওয়্যারটি দিয়ে।

CapCut Template Download করার পর সেটি ক্যাপ কাট অ্যাপস এ ইম্পোর্ট করার মাধ্যমে সেগুলো ব্যবহার করতে পারবেন আপনার ভিডিও বা ইমেজে। টেমপ্লেট ব্যবহার করে অল্প সময়ের মাঝে অনেক সুন্দরভাবে ভিডিও ও ছবি এডিট করা যায়।

FAQ

ফ্রি ক্যাপকাট কিভাবে ডাউনলোড করব?

ফ্রি ক্যাপ কাট ডাউনলোড করার জন্য গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর ওপেন করুন। এরপর, capcut লিখে সার্চ করুন। এরপর, প্রথমে আসা অ্যাপটি আপনার ফোনে ইন্সটল করে নিন। এভাবে করে ফ্রিতে ক্যাপ কাট অ্যাপ ডাউনলোড করতে পারবেন।

ক্যাপকাট কি টেমপ্লেট আছে?

হ্যাঁ। ক্যাপকাট ভিডিও এডিটিং অ্যাপস এ অসংখ্য টেমপ্লেট আছে। এগুলো ব্যবহার করে আপনি অনেক সহজেই ভাইরাল ভিডিও এডিটিং করতে পারবেন।

কম্পিউটারে ক্যাপকাট ইনস্টল করা যাবে?

হ্যাঁ, আপনি চাইলে কম্পিউটারে ক্যাপকাট ইন্সটল করতে পারবেন। এজন্য, capcut.com ওয়েবসাইট ভিজিট করতে হবে। এরপর, Download মেনু থেকে Download for Win/Mac অপশনে ক্লিক করতে হবে। তাহলে, আপনার কম্পিউটারের জন্য ক্যাপকাট সফটওয়্যার ডাউনলোড করতে এবং ইন্সটল করতে পারবেন।

ক্যাপকাট টেমপ্লেট ব্যবহার করবো কিভাবে?

ক্যাপ কাট টেমপ্লেট ব্যবহার করতে হলে আপনাকে প্রথমেই ক্যাপ কাট অ্যাপ  ইন্সটল করতে হবে। এরপর, অ্যাপটি ওপেন করে যেকোনো একটি ভিডিও সিলেক্ট করতে হবে যেটি আপনি এডিট করতে চান। অতঃপর, Template সেকশন থেকে বাছাই করে আপনি যে টেমপ্লেট ব্যবহার করতে চান সেটি সিলেক্ট করুন। তাহলে টেমপ্লেট ব্যবহার করে ক্যাপকাট অ্যাপ দিয়ে ভিডিও এডিট করতে পারবেন। 

আমাদের শেষ কথা

আজকের এই পোস্টে আপনাদের সাথে ক্যাপকাট ডাউনলোড করার পদ্ধতি, ক্যাপকাট টেমপ্লেট ডাউনলোড করার পদ্ধতি সহ ক্যাপকাট নিয়ে বিস্তারিত অনেক তথ্য শেয়ার করেছি। ক্যাপকাট একটি ভাইরাল মোবাইল অ্যাপস। যা দিয়ে সবাই টিকটক ভিডিও, ইন্সটাগ্রাম রিলস এর জন্য ভিডিও এডিটিং করে থাকেন।

আপনিও চাইলে এই অ্যাপটি ব্যবহার করে ভিডিও ও ছবি এডিট করতে পারবেন অনেক সহজে। এজন্য, অবশ্যই কিছু CapCut Template Download করে নিতে হবে। আরও এমন তথ্য পেতে আমাদের ওয়েবসাইট প্রতিনিয়ত ভিজিট করুন।

Nirob

আমি নিরব। এটি আমার বাংলা শিক্ষা বিষয়ক ওয়েবসাইট। যেখানে আমি প্রতিনিয়ত শিক্ষা ও দৈনন্দিন জীবনে ব্যবহৃত বিভিন্ন বিষয়ে লেখা প্রকাশ করি।