BTEB Notice

কারিগরি ভর্তি বিজ্ঞপ্তিঃ সরকারি প্রতিষ্ঠানে দ্বিতীয় পর্যায়ের ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩-২০২৪

কারিগরি শিক্ষা বোর্ডের সরকারি প্রতিষ্ঠানে দ্বিতীয় পর্যায়ের ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩-২০২৪ প্রকাশ করা হয়েছে। প্রথম পর্যায়ে কারিগরি ভর্তি কার্যক্রম সম্পন্ন করার পরে এখন দ্বিতীয় পর্যায়ের ভর্তি কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। 

সরকারি প্রতিষ্ঠানে দ্বিতীয় পর্যায়ের ভর্তি বিজ্ঞপ্তি

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের ০৪ ( চার ) বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং , ডিপ্লোমা ইন মেরিন ইঞ্জিনিয়ারিং ,ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং , ডিপ্লোমা ইন এগ্রিকালচার , ডিপ্লোমা ইন ফরেস্ট্রি, ডিপ্লোমা ইন ফিশারিজ , ডিপ্লোমা ইন লাইভস্টক শিক্ষাক্রমে সরকারি প্রতিষ্ঠানসমূহে ২য় পর্যায়ের আবেদনের সময়সীমা ১৩/০৯/২০২৩ হতে ১৫/০৯/২০২৩ খ্রি. রাত ৯:০০ ঘটিকা পর্যন্ত । 

এ বিষয়ে বর্ণিত ওয়েব সাইট www.bteb.gov.bd ও www.btebadmission.gov.bd সহ সংশ্লিষ্ট সকল অধিদপ্তর / প্রতিষ্ঠানের ওয়েবসাইটে বিস্তারিত পাওয়া যাবে । ওয়েবসাইটের পাশাপাশি ভর্তি বিষয়ক সর্বশেষ বিজ্ঞপ্তি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ফেসবুক পেজ ( www.facebook.com/bteb.admin/ ) এ পাওয়া যাবে । 

উল্লেখ্য যে সকল শিক্ষার্থী পূর্বে আবেদন করেনি কিংবা নিশ্চায়নের সুযোগ পেয়েও নিশ্চায়ন করেনি তারা আবেদনের যোগ্য হবে এবং যারা Waiting- এ আছে তারা আবেদনের চয়েজ পরিবর্তন করতে পারবে । 

কারিগরি ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩ – ২০২৪

দ্বিতীয় পর্যায়ের কারিগরি ভর্তি কার্যক্রম ২০২৩

কারিগরি ভর্তি ফলাফল ২০২৩

২য় পর্যায়ের ফলাফল ১৯ /০৯ / ২০২৩ খ্রি.তারিখ সকাল ৯.৩০ ঘটিকায় প্রকাশ করা হবে ।

০১। ভর্তি কার্যক্রমঃ 

১) বিস্তারিত বিজ্ঞপ্তি www.btebadmission.gov.bd – ওয়েবসাইটে পাওয়া যাবে। 

(২) কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ , শিক্ষা মন্ত্রণালয়কর্তৃক অনুমোদিত বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ভর্তি নীতিমালা ২০২৩ ”অনুসারে ভর্তি কার্যক্রম সম্পন্ন করা হবে ।

(৩) এসএসসি পাসের ফলাফল , পছন্দক্রম ও অন্যান্য শর্তের ভিত্তিতে প্রার্থীরমেধা তালিকা প্রণয়ন করা হবে ।

(৪) মেধাক্রম অনুযায়ী ভর্তিকৃত প্রার্থী পছন্দের ক্রমানুসারে প্রতিষ্ঠান/টেকনোেলাজি ভিত্তিক মাইগ্রেশনের সুযোগ পাবে। তবে শিক্ষার্থীরা পছন্দক্রম অনুযায়ী প্রতিষ্ঠান/ টেকনোলজি ভর্তির সুযোগ পেলে শিক্ষার্থীরা তার মাইগ্রেশন বন্ধ করতে হবে। অন্যথায় অটোমাইগ্রেশন হলে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড দায়ী থাকবে না। 

(৫) ভর্তির আবেদনের সময় শিক্ষার্থী , শিক্ষক ,অভিভাবক , অপারেটরসহ সংশ্লিষ্ট সকলকে সঠিক তথ্য প্রদান নিশ্চিত করতে হবে। 

(৬) যে কোন তথ্যের জন্য বর্ণিত নম্বরসমূহে সরকারি ছুটির দিন ব্যতিত অফিস চলাকালিন সময় যোগাযোগ করা যাবে ।

মোবাইল : ০১৩২২-৮৩০৩০৮ , ০১৩২২-৮৩০৩০৯ (বোর্ড ) ও 01706504169 , 01789028173 , 0176868224০ , 01305703865 ( বুয়েট)।

Nirob

আমি নিরব। এটি আমার বাংলা শিক্ষা বিষয়ক ওয়েবসাইট। যেখানে আমি প্রতিনিয়ত শিক্ষা ও দৈনন্দিন জীবনে ব্যবহৃত বিভিন্ন বিষয়ে লেখা প্রকাশ করি।