এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল পরীক্ষা ২০২৪ এর ফরম পুরণ বিজ্ঞপ্তি
এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল পরীক্ষা ২০২৪ এর ফরম পুরণের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কারিগরি শিক্ষা অধিদপ্তর (BTEB)। প্রকাশিত নোটিশে বলা হয়েছে, সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে , অত্র বোর্ডের এসএসসি ( ভোকেশনাল ) ও দাখিল ( ভোকেশনাল ) পরীক্ষা ২০২৪ এর Online এ TC , PC নম্বর প্রেরণ , ফরম পূরণ প্রয়োজনীয় ফি ইত্যাদি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে জমা দেয়ার তারিখ ও নিয়মাবলি নিয়ে উল্লেখ করা হলো ।
বাংলাদেশের সকল বিদ্যালয়ে এসএসসি টেস্ট পরীক্ষা সম্পন্ন হয়েছে। টেস্ট পরীক্ষার পরে সাধারণত এসএসসি পরীক্ষার ফরম ফিলাপ হয়ে থাকে। ফরম ফিলাপের পর চূড়ান্ত পরীক্ষা গ্রহণ করা হবে । সেই ধারাবাহিকতায় কারিগরি শিক্ষা অধিদপ্তর ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক এসএসসি ভোকেশনাল ফরম ফিলাপ ও এসএসসি দাখিল ভোকেশনাল ফরম ফিলাপের সময়সীমা নির্ধারণ করে দিয়েছে। আসুন জেনে নেই ফরম ফিলাপের সময় এবং প্রয়োজনীয় ফিঃ
[table id=6 /]
বিঃ দ্রঃ
- Online এ শিক্ষার্থীর TC , PC নম্বর Entry করা না থাকলে /ফেল নম্বর প্রদান করা থাকলে Probable list- এ নাম থাকবে না । আর Probable list- এ নাম না থাকলে Form Fill up করা যাবেনা।
- ২০২০ সেশনের শিক্ষার্থীদের তথ্যও Online এ থাকবে এবং Form Fill up করা যাবে । তবে নবায়ন করা না থাকলে প্রবেশপত্র ডাউনলোড করা যাবেনা ।
এসএসসি ভোকেশনাল ফরম পুরণের ফি সংক্রান্ত তথ্য
[table id=7 /]
উল্লেখ্য যে , পরীক্ষা সংক্রান্ত যেকোন ধরনের ফি কম বা বেশি হলে পরবর্তী বছরে ফরম পূরণের সময় সমন্বয় করা হবে ।
বিঃ দ্রঃ ফরম পূরণের Payment Summary শীট অনুসারে ফি প্রযোজ্য হবে ।
এসএসসি ভোকেশনাল পরীক্ষার সময় ও মানবন্টন
দশম শ্রেণির পূর্ণাঙ্গ সিলেবাস , পূর্ণমান ও পূর্ণসময়ে সকল বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে ।
এসএসসি ভোকেশনাল পরিক্ষা ২০২৪ঃ বিশেষ নির্দেশাবলী
ক ) TC , PC ,PE , IA নম্বরের হার্ডকপি বোর্ডে জমা দিতে হবেনা কিন্তু প্রতিষ্ঠান সংরক্ষণ করবে ।
খ ) ‘মান উন্নয়ন’ পরীক্ষার্থী হিসাবে শুধুমাত্র ২০২৩ সনে উত্তীর্ণ শিক্ষার্থী মান উন্নয়ন পরীক্ষায় অংশ গ্রহণ করতে পারবে । তবে, তাদের নিয়মিত পরীক্ষার্থীর মতই পরীক্ষার ফি প্রদানসহ দশম শ্রেণির লিখিত ও ব্যাবহারিক সকল বিষয়ের পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
এক্ষেত্রে স্বাভাবিক ফি -এর অতিরিক্ত ৫০০.০০ ( পাঁচশত ) টাকা মান উন্নয়ন ফি প্রদান করতে হবে। মান উন্নয়নের আবেদনের হার্ডকপি আলাদাভাবে 19/11/2023 খ্রিঃ তারিখের মধ্যে ভোকেশনাল শাখায় জমা দিতে হবে ।
গ) প্রতিবন্ধী পরীক্ষার্থীদের ক্ষেত্রে আবেদনের প্রেক্ষিতে Admit Card পাওয়ার পর ১০ মিনিট/ঘন্টা হারে সময় বৃদ্ধি করে পরীক্ষায় অংশগ্রহণের অনুমতিপত্র এবং প্রযোজ্য ক্ষেত্রে শ্রুতিলেখকের অনুমতিপত্র বোর্ডের ভোকেশনাল শাখা হতে গ্রহণ করতে হবে ।
ঘ) নির্দিষ্ট সময়ের পরে Form Fill up এর আবেদন গ্রহণ করা হবেনা।
i . প্রতিদিনের পরীক্ষা শেষে মূল উত্তরপত্র এবং Top litho অংশ ছিড়ে করোগেটেড বক্সে প্যাকেট করে একটি কাপড়ের মোড়কে বোর্ডে পাঠাতে হবে। একই মোড়কের মধ্যে মূল উত্তরপত্র ১০০ টি করে করোগেটেড সীট দ্বারা বান্ডেল করা থাকবে। Top litho অংশ একটি কেন্দ্রে এক দিনে যত হবে সব একই সাথে বান্ডেল (শিরোনামপত্র সহ ) হবে।
মূল উত্তরপত্রের বান্ডেল এবং Top litho অংশের বান্ডেল একই সাথে সাদা কাপড়ের মোড়কে পেঁচিয়ে সিলগালা করে, মোড়কের উপরে কেন্দ্রকোড ও তারিখসহ প্রেরকের ঠিকানা স্পষ্টভাবে লিখে পরীক্ষা নিয়ন্ত্রক,দূঃ আঃ উপ পরীক্ষা নিয়ন্ত্রক (ভোকেশনাল), বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, আগারগাঁও , ঢাকা বরাবর পাঠাতে হবে ।
ii . ট্রেড বিষয়ের ক্ষেত্রে প্রতি ট্রেডের উত্তরপত্র আলাদা আলাদা ভাবে করোগেটেড সীট দ্বারাবান্ডেল করে একই সাথে একটি মোড়কে Top litho বান্ডেলসহ পাঠাতে হবে ।
iii . শুধুমাত্র দাখিল (ভোকেশনাল) শিক্ষাক্রমের ক্ষেত্রে বাংলা-২ (১৭২১ ),আরবী -২ (১৭২৪), কোরআন মাজিদ ও তাজবীদ -২ (১৭২৭ ), হাদীস শরীফ ও ফিকাহ্ -২ (১৭২৮), ইসলামের ইতিহাস -২ (১৩২৫), বাংলাদেশ ও বিশ্বপরিচয় -২ (১৩২৬) এই বিষয়গুলোর উত্তরপত্র ও Top litho হলুদ কাপড়ের মোড়কে পেঁচিয়ে পাঠাতে হবে।
চ) কেন্দ্রকে প্রতিদিনের অনুপস্থিত ও বহিষ্কার শিক্ষার্থীর তথ্য অন -লাইনে এন্ট্রিকরতে হবে।
ছ) ব্যাবহারিক পরীক্ষা শেষ হওয়ার ১০ দিনের মধ্যে রোলের ক্রমানুসারে সাজিয়ে হাজিরা শীট, শিরোনামপত্র ও অনুপস্থিত তালিকার হার্ড কপি বোর্ডের ভোকেশনাল শাখায় জমা দিতে হবে।
এইছিলো আজকের এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল ফরম পূরণের বিস্তারিত আলোচনা। আপনারা যারা এসএসসি ২০২৪ সালের পরীক্ষায় অংশ নিতে যাচ্ছেন তারা ফরম পূরণ করে নিন। ফরম ফিলাপ শেষ করে পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করুন।