এনটিআরসিএ ১৮ তম শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তি প্রকাশ [আবেদনের নিয়ম]
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ – এনটিআরসিএ ১৮ তম শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তি (NTRCA Job Circular 2023) প্রকাশিত হয়েছে। ০২ নভেম্বর ২০২৩ তারিখে এনটিআরসিএ এর অফিশিয়াল ওয়েবসাইটে (www.ntrca.gov.bd) ১৮ তম শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। এটি ২০০৫ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এনটিআরসিএর মূল উদ্দেশ্য হল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে যোগ্য ও মানসম্পন্ন ব্যক্তিদের শিক্ষক হিসেবে নিয়োগের জন্য প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নিবন্ধন ও প্রত্যয়ন প্রদান করা।
এনটিআরসিএ প্রতি বছর শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তি প্রকাশ করে। এই পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের নিম্নলিখিত যোগ্যতা প্রয়োজন:
- বাংলাদেশের নাগরিক হতে হবে
- শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে ন্যূনতম দ্বিতীয় শ্রেণির স্নাতক বা সমমানের ডিগ্রি অর্জন করতে হবে
- শিক্ষক হিসেবে নিয়োগের জন্য প্রয়োজনীয় শারীরিক ও মানসিক যোগ্যতা থাকতে হবে।
১৮ তম শিক্ষক নিবন্ধন সার্কুলার ২০২৩
[table id=5 /]
এনটিআরসিএ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা ২০২৩ দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহে শিক্ষক হতে আগ্রহী প্রার্থীদের নিবন্ধন ও প্রত্যয়নের লক্ষ্যে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ ( NTRCA ) কর্তৃক আয়োজিত অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা ২০২৩ তে অংশগ্রহণ ইচ্ছুক প্রার্থীদের নিকট হতে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে ।
শিক্ষক নিবন্ধন আবেদন করার নিয়ম ২০২৩
- পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক প্রার্থীগণকে http://ntrca.teletalk.com.bd ওয়েবসাইটে প্রদত্ত ফরমে আবেদন করতে হবে।
- নিবন্ধন পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক প্রার্থীগণকে এ বিজ্ঞপ্তির ৪ নং অনুচ্ছেদে উল্লেখিত পদ্ধতিতে আবেদনপত্র অনলাইনে পূরণপূর্বক দাখিল করতে হবে।
- বিজ্ঞপ্তিটি www.ntrca.gov.bd এবং http://ntrca.teletalk.com.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।
অনলাইনে আবেদনপত্র পূরণ এবং পরীক্ষার ফি জমাদানের তারিখ এবং সময়সীমা নিম্নরূপ
- Online- এ আবেদনপত্র পূরণ ও ফি জমা প্রদান শুরুর তারিখ ও সময় :০৯ নভেম্বর ২০২৩ তারিখ সকাল ০৯:০০ টা ।
- Online- এ আবেদনপত্র জমা প্রদানের শেষ তারিখ ও সময় : ৩০ নভেম্বর ২০২৩ তারিখ রাত ১২:০০ টা পর্যন্ত।
উল্লেখ্য, ৩০ নভেম্বর ২০২৩ তারিখ রাত ১২:০০ টার মধ্যে শুধুমাত্র User ID প্রাপ্ত প্রার্থীগণ উক্ত সময়ের পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে ( অর্থাৎ ০৩ ডিসেম্বর ২০২৩ তারিখ রাত ১২:০০ টা পর্যন্ত SMS- এর মাধ্যমে (বিজ্ঞপ্তির ৫ নং অনুচ্ছেদের নির্দেশনা অনুসরণ করে )ফি জমা দিতে পারবেন ।
শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষায় না থেকে যুক্তিসঙ্গত সময় হাতে রেখে আবেদনে প্রদত্ত তথ্যাদি সম্পর্কে শতভাগ নিশ্চিত হয়ে সতর্কতার সাথে প্রার্থীকে নিজে Online- এ আবেদনপত্র পূরণ ও দাখিল করতে পরামর্শ দেয়া যাচ্ছে।
অনলাইন আবেদনপত্র পূরণ করার নিয়মাবলি
- ১৫ নং অনুচ্ছেদে উল্লেখিত শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী প্রার্থীযে পদে আবেদন করার যোগ্য এবং ইচ্ছুক ওয়েবসাইটে প্রবেশ করে সেই পদের রেডিও বাটন সিলেক্ট করে আবেদনপত্রের ফরম Open করবেন।
- Online আবেদনপত্রে প্রার্থী নিজ স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ × গ্রন্থ৮০ ) pixel ও রঙ্গিন ছবি ( সাদা ব্যাকগ্রাউন্ড) (দৈর্ঘ্য৩০০ x প্রস্থ 300 ) pixel স্ক্যানকরে নির্ধারিত স্থানে সন্নিবেশ ( Upload ) করবেন ।
- Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু প্রিলিমিনারি , লিখিত ,মৌখিক পরীক্ষা ও অন্যান্য সকল কার্যক্রমসহ উত্তীর্ণ প্রার্থীদের সার্টিফিকেট প্রদানের ক্ষেত্রে ব্যবহৃত হবে, সেহেতু Online- এ আবেদনপত্র দাখিল ( Submit ) করার পূর্বেই পুরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন। আবেদনপত্র দাখিল (Submit ) করার পর কোন তথ্য সংশোধনযোগ্য নয়।
- বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদের জন্য কোন প্রার্থীর কাম্য শিক্ষাগত যোগ্যতা না থাকলে তিনি উক্ত পদে আবেদন করতে পারবেন না। কোন প্রার্থী বিদেশ হতে তার অর্জিত ডিগ্রিকে উল্লেখিত পদসমূহের পার্শ্বে বর্ণিত কোন শিক্ষাগত যোগ্যতার সমমানের বলে দাবি করলে তাকে সে মর্মে সংশ্লিষ্ট ইকুইভ্যালেন্স কমিটি বা শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগ কর্তৃক প্রদত্ত ইকুইভ্যালেন্স সনদের মূলকপি মৌখিক পরীক্ষার সময় সাক্ষাৎকার বোর্ডে উপস্থাপন করতে হবে অন্যথায় মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে না।
- প্রার্থী Online- এ দাখিলকৃত আবেদনপত্রের প্রিন্টকপি সংরক্ষণ করবেন । প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে ১২ (ক) অনুচ্ছেদে চাহিত সনদসমূহের মূলকপি মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করবেন । তাছাড়া পরীক্ষা চলাকালীন অনলাইন আবেদনপত্রের একটি প্রিন্ট কপি প্রার্থী ব্যক্তিগতভাবে সংরক্ষণ করবেন যাতে সঠিকতা নিরূপণের প্রয়োজন হলে প্রার্থীতা প্রদর্শন করতে পারেন ।
- প্রার্থী যে পদে পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করতে যোগ্য ও ইচ্ছুক সে পদের বিপরীতে বিজ্ঞপ্তিতে উল্লেখিত বিষয় /বিষয়সমূহ হতে নিবন্ধন পরীক্ষার ঐচ্ছিক বিষয় নির্ধারণ করবেন এবং তা Online আবেদনপত্রে উল্লেখ করবেন।
- প্রার্থীর নিজ নাম , পিতার নাম ও মাতার নাম এস.এস.সি অথবা সমমানের পরীক্ষা পাশের সনদে যে রূপ উল্লেখ রয়েছে অনলাইন আবেদনপত্রে একইভাবে পূরণ করবেন ।
- Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোন নম্বরে পরীক্ষা সংক্রান্ত সকল বিষয়ে যোগাযোগ করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখতে SMS পাঠ করতে এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করার প্রতি মনোযোগী হবার পরামর্শ প্রদান করা হচ্ছে ।
পরীক্ষার ফি প্রদান
SMS প্রেরণের নিয়মাবলি ও পরীক্ষার ফি প্রদান :
- Online- এ আবেদনপত্র ( Application Form ) যথাযথভাবে পূরণ করে নির্দেশনা অনুসারে প্রার্থীর ছবি এবং Signature upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে।
- নির্ভুলভাবে আবেদনপত্র submit করা সম্পন্ন হলে প্রার্থী একটি User ID এবং ছবি ও স্বাক্ষরযুক্ত একটি Applicant’s Copy পাবেন উক্ত Applicant’s Copy প্রার্থী প্রিন্ট অথবা download করে সংরক্ষণ করবেন ।
- Applicant’s কপিতে প্রদত্ত User ID ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন Teletalk pre paid mobile নম্বরের মাধ্যমে ০২ ( দুই)টি SMS করে পরীক্ষার ফি বাবদ নির্ধারিত ৩৫০ / ( তিনশত পঞ্চাশ ) টাকা আবেদন Submit করার অনধিক ৭২ ( বাহাত্তর ) ঘণ্টার মধ্যে জমা প্রদান করবেন ।
প্রথম SMS: NTRCA < space > User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে
দ্বিতীয় SMS: NTRCA < space > Yes < Space > PIN লিখে Send করতে হবে 16222 নম্বরে।
বিশেষভাবে উল্লেখ্য, Online- এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত Online আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না।
User ID এবং PIN পুনরুদ্ধার
শুধু টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID Serial এবং PIN পুনরুদ্ধারকরতে পারবেন
- User ID জানা থাকলে NTRCA < Space > Help < Space > User < Space > User ID & send 16222
Example : NTRCA Help User ABCDEF & send to 16222
- PIN Number জানা থাকলে NTRCA < Space > Help < Space > PIN < Space > PIN Number & send to 16222
Example : NTRCA Help PIN 12345678 & send to 16222 .
১৮ তম নিবন্ধন পরীক্ষার প্রবেশপত্র (Admit Card )
প্রবেশ পত্র প্রাপ্তির বিষয়টি প্রার্থীর প্রদত্ত মোবাইল নম্বরে যথাসময়ে SMS- এর মাধ্যমে জানানো হবে SMS প্রাপ্তির পর প্রার্থী তার প্রবেশপত্র http://ntrca.teletalk.com.bd ওয়েবসাইট হতে Download করে নিতে পারবেন।
প্রিলিমিনারি টেস্টের প্রবেশপত্র:৫ নং অনুচ্ছেদের নির্দেশনা অনুসারে পরীক্ষার নির্ধারিত ফি জমা হলে টেলিটক বাংলাদেশ লিঃ হতে SMS- এর মাধ্যমে প্রার্থীর মোবাইল নম্বরে User ID এবং Password প্রেরণ করা হবে । প্রেরিত User ID এবং Password ব্যবহার করে প্রার্থীতার প্রিলিমিনারি টেস্টের প্রবেশপত্র যথাসময়ে Download করে নিতে পারবেন ।
Read More: এনটিআরসিএ সুপারিশ প্রাপ্ত শিক্ষকদের নতুন এমপিও আবেদন ২০২৩। New MPO Application 2023
লিখিত পরীক্ষার প্রবেশপত্র প্রিলিমিনারি টেস্টে উত্তীর্ণ প্রার্থীদের ফলাফল প্রকাশিত হওয়ার পর উত্তীর্ণ প্রার্থীদের অনুকূলে প্রবেশপত্র http://ntrca.teletalk.com.bd ওয়েবসাইটে প্রদান (Upload) করা হবে । উত্তীর্ণ প্রার্থীগণ SMS প্রাপ্তিরপর ইতঃপূর্বে প্রদত্ত User ID এবং Password ব্যবহার করে লিখিত পরীক্ষার প্রবেশপত্র যথাসময়ে Download করে নিতে পারবেন ।
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ প্রিলিমিনারি টেস্টের প্রবেশপত্র ও লিখিত পরীক্ষার প্রবেশপত্র সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষা ও নিবন্ধন সনদ গ্রহণের সময়ে সেগুলো আবশ্যিকভাবে প্রদর্শন করবেন।
শিক্ষক নিবন্ধন পরীক্ষা
শিক্ষক নিবন্ধন পরীক্ষা ৩ টি ধাপে নেওয়া হয়। প্রার্থীদের প্রথম ধাপে প্রিলিমিনারি টেস্ট গ্রহণ করা হবে । প্রিলিমিনারি টেস্টে উত্তীর্ণ প্রার্থীদের দ্বিতীয় ধাপে লিখিত পরীক্ষা গ্রহণ করা হবে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে।
- প্রথম ধাপে সাধারণ জ্ঞান, বাংলা, ইংরেজি এবং গণিত বিষয়ে এমসিকিউ পরীক্ষা নেওয়া হয়।
- দ্বিতীয় ধাপে নির্দিষ্ট বিষয়ের উপরে ১০০ নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হয়।
- তৃতীয় ধাপে ২০ নম্বরের মৌখিক পরীক্ষা গ্রহণ করা হয়।
শিক্ষক নিয়োগ
শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হয়। এনটিআরসিএ নিয়মিত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শূন্য পদে নিয়োগের জন্য জাতীয় মেধা তালিকা প্রকাশ করে। সি মেধা তালিকা অনুযায়ী ও প্রার্থীদে্পর পছন্দক্রম অনুসারে নিয়োগ প্রদান করা হয়। শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য অনলাইনে আবেদন করা হয়।
শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফলাফল
শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফলাফল সাধারণত পরীক্ষার দুই মাস পর প্রকাশ করা হয়। ফলাফল এনটিআরসিএর ওয়েবসাইটে দেখা যায়। শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের ওয়েবসাইট: https://www.ntrca.gov.bd