উপবৃত্তি পোর্টালে শিক্ষার্থী ট্রান্সফার করা ও ট্রান্সফার গ্রহণ করার নিয়ম ২০২৩
উপবৃত্তি পোর্টালে শিক্ষার্থী ট্রান্সফার করা ও ট্রান্সফার গ্রহণ করার নিয়ম ২০২৩
প্রাথমিক বিদ্যালয়ের উপবৃত্তি পোর্টালে শিক্ষার্থী ট্রান্সফার করা ও ট্রান্সফার গ্রহণের মাধ্যমে তথ্য ডিলেট ও ডুপ্লিকেট সমস্যার সমাধান সম্পর্কে জানতে চান। তাহলে আপনি এই পোস্টটি হতে পারে আপনার জন্য। সেহেতু আপনি শেষ অবধি মনোযোগ সহকারে পোস্টটি পড়ুন।
নগদ উপবৃত্তি লগইন ২০২৩
শিক্ষার্থী ট্রান্সফার করা ও ট্রান্সফার গ্রহণের মাধ্যমে তথ্য ডিলেট ও ডুপ্লিকেট সমস্যার সমাধানের জন্য আপনাকে প্রথমে https://pesp.finance.gov.bd/pesp/login আপনার আপনার username, পার্সওয়াড ও সঠিকভাবে ক্যাপচার পূর্ণ করে লগইন করতে হবে।
উপবৃত্তি পোর্টালে শিক্ষার্থী ট্রান্সফার করবেন যেভাবে
আপনি pesp finance gov bd তে লগইন করার পর দেখতে পাবেন ড্যাশবোর্ড নামে একটি অপশন রয়েছে। ড্যাশবোর্ডের নিচে প্রাথমিক নির্বাচন এ ক্লিক করলে আপনি দেখতে পাবেন শিক্ষার্থী ট্রান্সফার করন ও শিক্ষার্থী ট্রান্সফার গ্রহন। আপনি প্রথমে শিক্ষার্থীর ট্রান্সফার করণে ক্লিক করবেন। আপনি দেখতে পাবেন যে আপনার ডেক্সটপে প্রতি পাতায় দশটি ফলাফল প্রদর্শিত হচ্ছে আপনি এখানে ১০ এর স্থানে ১০০ করে দিবেন। এতে আপনার স্কুলের যত শিক্ষার্থীর ট্রান্সফার করবেন তার ফলাফল চলে আসবে।
প্রাথমিক শিক্ষার্থী প্রোফাইল প্রণয়ন
তবে আপনি যদি কোন শিক্ষার্থীর ট্রান্সফার করুন বাতিল করতে চান তাহলে উপরে দেওয়া ফর্মে দেওয়া তথ্য নির্বাচন করে শিক্ষার্থীর ট্রান্সফার করণ বাতিল করতে পারেন। তাছাড়া আপনি ম্যানুয়ালি শিক্ষার্থীর ট্রান্সফার করুন বাতিল করতে পারেন।
সেহেতু আপানকে উক্ত তালিকায় সঠিক শিক্ষার্থীকে অনুসরণ করতে হবে ও তার নামেরে পাশে টিক মার্ক অপশনে ক্লিক করতে হবে। এর পর একটি বার্তা আসবে আপনি কি শিক্ষার্থীর ট্রান্সফার করণ বাতিল করতে চান আপনি হ্যাঁ বাটনে ক্লিক করার পর আপনার সামনে সবুজ একটি পপ আপ শো করবে। তখন আপনি বুজবেন যে আপনার ডাটা থেকে শিক্ষার্থীর ট্রান্সফার করন বাতিল ও ডিলিট হয়ে গিয়েছে।
কিভাবে ট্রান্সফার গ্রহণের মাধ্যমে ডুপ্লিকেট বার্থ রেজিঃ নাম্বার ফাউন্ড সমস্যার সমাধান করবেন?
নতুন শিক্ষার্থী গ্রহণের পপ আপ মেসেজ আপনার একাউন্টে শো করলে আপনি যা করবেন।
- আপনি শিক্ষার্থীর তথ্য এন্ট্রি করবেন ও তারপর আপনি সংরক্ষণ বাটনে ক্লিক করবেন। তখন আপনি দেখবেন যে, ডুবলিকেট বাট রেজিঃ নাম্বার প্রদর্শিত হচ্ছে।
- এ সমস্যা দূরীকরণে আপনি শিক্ষার্থীর জন্ম নিবন্ধন নম্বর কপি করবেন ও শিক্ষার্থীর ট্রান্সফার গ্রহণ বাটনে ক্লিক করবেন।
- এরপর আপনি উপরে একটি গুরুত্বপূর্ণ দেখতে পারবেন। যেখানে আপনাকে শিক্ষার্থী সঠিক তথ্য যেমন শিক্ষার্থী পূর্বের বিভাগ, জেলা,উপজেলা, বিদ্যালয়ের নাম, শ্রেণী, জন্ম নিবন্ধন নম্বর, অভিভাবকের জাতীয় পরিচয় পত্র নাম্বার দিয়ে সার্চ করুন। সার্চ করার পর আপনি উক্ত শিক্ষার্থীর ট্রান্সফার গ্রহণ ফলাফল দেখতে পারবেন ও এখান থেকে শিক্ষার্থীর ট্রান্সফার আপনি গ্রহণ করতে পারবেন।
প্রাথমিক বিদ্যালয়ের উপবৃত্তির নতুন আপডেট
১৭/০৯/২০২৩ থেকে ২১/০৯/২০২৩ পর্যন্ত ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী ও রংপুর বিভাগের জন্য শ্রেণি হালনাগাদ,যাচাই-বাছাই ও অনুমোদন অপশন উন্মুক্ত করা হয়েছে।
pesp finance Software-এ বর্তমানে চলমান কার্যক্রম যথাক্রমে- নতুন ভর্তিকৃত শিক্ষার্থীর ডাটা এন্ট্রি, শিক্ষার্থীর শ্রেণি হালনাগাদ, অনুমোদিত ডাটা বর্ণিত সময়ের মধ্যে উক্ত অপশনের কার্যাদি যথাযথভাবে সম্পন্নের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
শেষ কথা
আশা করি আমরা আপনাকে,ট্রান্সফার করা ও ট্রান্সফার গ্রহণের মাধ্যমে তথ্য ডিলেট ও ডুপ্লিকেট সমস্যার সমাধান সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন।