উপবৃত্তির মোবাইল নম্বর সংশোধন বা পরিবর্তন করার নিয়ম ২০২৩
উপবৃত্তির মোবাইল নম্বর সংশোধন বা পরিবর্তন কিভাবে করতে হয় এ সম্পর্কে আজ আমরা আপনাকে অবহিত করবো সেহেতু এই পোস্টটি শেষ অবধি মনোযোগ সহকারে পড়ুন।
উপবৃত্তির মোবাইল নম্বর সংশোধন/ পরিবর্তন
প্রাথমিক বিদ্যালয়ের উপবৃত্তি সার্ভারে শিক্ষার্থীদের উপবৃত্তির মোবাইল নম্বর পরিবর্তন করার ধাপ সমূহ নিন্মে উপস্থাপন করা হলো:
- উপবৃত্তির মোবাইল নম্বর পরিবর্তন করার জন্য আপনাকে প্রথমে উপবৃত্তি পোর্টালে (pesp.finance.gov.bd)উপবৃত্তির মোবাইল নম্বর সংশোধন বা পরিবর্তন করার নিয়ম ২০২৩ যেতে হবে। সেখানে গিয়ে আপনার ইউজার নেম ও পার্সওয়াড এবং ক্যাপচার পূর্ণ করো লগইন করুন।
- ড্যাসবোর্ডের নিচে প্রাথমিক নির্বাচন এ ক্লিক করলে আপনি দেখতে পাবেন শিক্ষার্থীর ট্রান্সফার করণ ও শিক্ষার্থীর ট্রান্সফার গ্রহণ।
আমরা আজ এই দুইটি পদ্ধতি অনুসরণ করে শিক্ষার্থীর উপবৃওির মোবাইল নম্বর পরিবর্তন করবো।
আরো পড়ুন : উপবৃত্তি পোর্টালে শিক্ষার্থী ট্রান্সফার করা ও ট্রান্সফার গ্রহণ করার নিয়ম ২০২৩
এক্ষেত্রে আপনি যে শিক্ষার্থীর উপবৃত্তির মোবাইল নম্বর পরিবর্তন করবেন সে আপনার বিদ্যালয়ে পড়াশোনা করে তাকে কিছু সময়ের জন্য ট্যান্সফার করে দিবেন টিক মার্ক করে।
এরপর আপনি দেখতে পাবেন আপনার শিক্ষার্থীর নামের পাশে বদলি নামের একটি অপশন রয়েছে।
আপনি উপরে বক্সে আপনার বিভাগ, জেলা আপনার স্কুলের নাম, শিক্ষার্থীর জন্ম নিবন্ধন নম্বর ও ইত্যাদি নম্বর দিয়ে অনুসন্ধান করুন। আপনি ফলাফল হিসেবে নিচে আপনার শিক্ষার্থীর তথ্য পাবেন।
আপনি শিক্ষার্থীর এডিট বাটনে ক্লিক করুন ও উপবৃত্তির মোবাইল নম্বর সংশোধন বা পরিবর্তন করুন। আপনার বিদ্যালায়ের বিস্তারিত তথ্য দিবেন ও স্ট্যাটাস এ সক্রিয় দিয়ে সংরক্ষণ এ ক্লিক করলে আপনি দেখতে পাবেন আপনার বিদ্যালয়ে ট্যান্সফার করা শিক্ষার্থী আবার অন্তভূক্ত হয়েছে ও শিক্ষার্থীর উপবৃত্তির মোবাইল নম্বর পরিবর্তন হয়ে গিয়েছে।
শেষ কথা
উপবৃত্তির মোবাইল নম্বর পরিবর্তন করার সময় আপনাকে অবশ্যই শান্ত মস্তিষ্কে থাকতে হবে ও নির্ভুল ভাবে তথ্য আপডেট করতে হবে। মোবাইল নম্বর সংশোধন বা পরিবর্তন করার সময় ভূল করলে আপনি নিজে দায়ী থাকবেন।
উপবৃত্তি আপডেট ১৮/০৯/২০২৩
সকল বিভাগে শ্রেণি হালনাগাদ অপশন চালু হয়েছে। শ্রেণি হালনাগাদের কাজ এখন সবাই করতে পারবেন। বাকি কাজের জন্য পরে সময় দেওয়া হবে।
সূত্রঃ জনাব মো: জিয়াউল কবীর সুমন
শিক্ষা অফিসার
উপবৃত্তি বিভাগ, ডিপিই