BTEB Notice

অ্যাডভান্সড সর্টিফিকেট কোর্স শিক্ষাক্রমের জানুয়ারি-ডিসেম্বর ২০২৩ সেশনের ১ম পর্ব পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি

শিক্ষা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রণ বিভাগ, শর্ট কোর্স শাখা ২৮ আগস্ট ,২০২৩ খ্রি. তারিখে অ্যাডভান্সড সার্টিফিকেট কোর্স শিক্ষাক্রমের জানুয়ারি – ডিসেম্বর , ২০২৩ সেশনের ১ম পর্ব বোর্ড সমাপনী পরীক্ষার অনলাইন ফরম পূরণের ( Online Form Fill up ) পুনঃবিজ্ঞপ্তি প্রকাশ করেছে। Web site : www.bteb.gov.bd

Table of Contents

অ্যাডভান্সড সার্টিফিকেট কোর্স অনলাইন ফরম পূরণ

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড নিয়ন্ত্রণাধীন ০১ ( এক ) বছর মেয়াদি অ্যাডভান্সড সার্টিফিকেট কোর্স শিক্ষাক্রমের জানুয়ারি -ডিসেম্বর , ২০২৩ সেশনের ১ম পর্ব বোর্ড সমাপনী পরীক্ষা আগামী ০৮ অক্টোবর , ২০২৩ খ্রি. তারিখ রবিবার হতে অনুষ্ঠিত হবে । উল্লিখিত পরীক্ষায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের রেজিস্ট্রেশন প্রাপ্ত শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে অনলাইন ফরম পূরণ (Online form fill up ) পুনঃবিজ্ঞপ্তি প্রকাশ করা হলো ।

  • ১ম পর্ব বোর্ড সমাপনী পরীক্ষা কেন্দ্রতালিকা ও সময়সূচি যথাসময়ে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েব সাইটে প্রকাশ করা হবে ।
  • পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্যাদি সংশ্লিষ্টশিক্ষা প্রতিষ্ঠানহতে জানা যাবে এবং বোর্ডের ওয়েব সাইটেও দেখা যাবে ;
  • রেজিস্ট্রেশনের মেয়াদ থাকা সাপেক্ষে জানুয়ারি -ডিসেম্বর , ২০২২ সেশনের অকৃতকার্য শিক্ষার্থী ১ম পর্ব বোর্ড সমাপনী পরীক্ষায় অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে অংশগ্রহণ করতে পারবে ;
  • ১ম পর্ব বোর্ড সমাপনী পরীক্ষায় বোর্ডের প্রস্তুতকৃত নতুন ১০ (দশ ) সিরিজের লিথু যুক্ত (Litho Coded OMR ) উত্তরপত্র ব্যবহার করতে হবে; 
  • প্রবিধান , ২০২১ ও নতুন সিলেবাসে বর্ণিত সংশ্লিষ্ট বিষয় ভিত্তিক ও মান বন্টন অনুযায়ী জানুয়ারি-ডিসেম্বর , ২০২৩ সেশনের ১ম পর্ব বোর্ড সমাপনী পরীক্ষায় নিয়মিত পরীক্ষার্থী হিসেবে অংশগ্রহণ করবে।
  • ১ম পর্ব সমাপনী পরীক্ষার্থীদের তাত্ত্বিক ধারাবাহিক নম্বর (TC ) ও ব্যবহারিক ধারাবাহিক নম্বর (PC ) বোর্ডের অনলাইনে প্রেরণ করতে হবে এবং হার্ড কপি প্রিন্টকরে প্রতিষ্ঠানে সংরক্ষন করে রাখতে হবে।

উল্লেখ্য, তাত্ত্বিক ধারাবাহিক নম্বর (TC ) ও ব্যবহারিক ধারাবাহিক নম্বর (PC ) পরীক্ষার্থী অনুত্তীর্ণ হলে ফরম পুরণ করার সুযোগ পাবে না। TC / PC এর উত্তীর্ণমান ৪০ %।

Online- এ তাত্ত্বিক ধারাবাহিক নম্বর (TC ) ও ব্যবহারিক ধারাবাহিক নম্বর (PC ) নম্বর প্রেরণের তারিখ

  • ৩১ আগস্ট ,২০২৩ খ্রি.হতে ০৫ সেপ্টেম্বর ,২০২৩ খ্রি.পর্যন্ত

পরীক্ষার্থীদের ফরম পূরণ করার নিয়মাবলি 

পরীক্ষার্থীদের ফরম পূরণ (Online form fill up), পরীক্ষার ফি আদায় এবং বোর্ড অফিসে ফি প্রেরণের নিয়মাবলি নিম্নে প্রদত্ত হলো :

পরীক্ষার অন লাইন ফরম পুরণ (Online form fill up ) -এর নিয়মাবলি :

১.১ পরীক্ষায় অংশগ্রহণকারি পরীক্ষার্থীদের অত্যন্ত সাবধানতার সহিত নির্ধারিত তারিখের মধ্যে অত্র বোর্ডের Website এর মাধ্যমে Online এ ফরম পূরণ সম্পন্ন করতে হবে ;

১ম পর্ব বোর্ড সমাপনী পরীক্ষার ফি ও অন্যান্য ফি সমূহের হার নিম্নরূপ :

  1. পরীক্ষার ফি 350.00 – বোর্ডের প্রাপ্য ১০০ %
  2. কেন্দ্র ফি 325.00 – কেন্দ্রের প্রাপ্য
  3. নম্বরপত্র ফি 75.00 – বোর্ডের প্রাপ্য ১০০ %
  4. ব্যবহারিক পরীক্ষার ফি (ব্যবহারিক প্রতি বিষয়ের জন্য ) ২০.০০-  কেন্দ্রের প্রাপ্য

প্রত্যেক পরীক্ষার্থীর নিকট হতে ১ম পর্ব বোর্ড সমাপনী পরীক্ষার ফি ও অন্যান্য ফি বাবদ ৭৫০ /-( সাতশত পঞ্চাশ টাকা ) + ব্যবহারিক পরীক্ষার ফি (প্রতি বিষয়ের জন্য নির্ধারিত ২০.০০ টাকা ) টাকা হারে আদায় করতে হবে ।

শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক শিক্ষার্থীদের Online ফরম পূরণের প্রিন্টকপি প্রেরণ ও পরীক্ষার ফি বোর্ডে জমা প্রদানের নিয়মাবলি :

  • Online -এ ভুল তথ্য পূরণ করা হলে সরাসরি তা নাকচ করা হবে এবং এ জন্য অত্র অফিস দায়ি থাকবে না ;
  • পরীক্ষার্থীদের নিকট হতে আদায়কৃত ১ম পর্ব বোর্ড সমাপনী পরীক্ষা অনুষ্ঠানের জন্য পরীক্ষার ফি ও নম্বরপত্র ফি ( ৩৫০ + ৭৫ )= ৪২৫ /- টাকা হারে সোনালী সেবার মাধ্যমে বোর্ডের প্রাপ্য অর্থ জমা দিতে হবে । সোনালী সেবার মাধ্যমে জমাকৃত স্লিপের মূলকপি প্রবেশপত্র গ্রহণের সময় বোর্ডে জমা দিতে হবে ;
  • পরীক্ষার কেন্দ্র ফি বাবদ আদায়কৃত অর্থ শিক্ষা প্রতিষ্ঠানের কেন্দ্র ফি তহবিল খাতে এন্ট্রিপূর্বক প্রতিষ্ঠানের ব্যাংক একাউন্টে জমা থাকবে এবং পরীক্ষা সংক্রান্ত কাজে নিয়োজিত সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের সম্মানি / পারিশ্রমিক পরীক্ষা সমাপ্তির পর পরই জারিকৃত / প্রবর্তিত সম্মানি / পারিশ্রমিকের হার অনুযায়ী পরিশোধের ব্যবস্থা করতে হবে । পরিশোধিত বিলের একটি প্রতিলিপি ( মোট আয় ও ব্যয়ের টাকার অংক উল্লেখসহ ) যথাসময়ে অত্র বোর্ডের সচিব বরাবর প্রেরণ করতে হবে ;
  • বোর্ডের প্রাপ্যপরীক্ষার ফি ও অন্যান্য ফি সমূহ সোনালী সেবায় প্রদান করতে হবে । নগদ অর্থ, মানি অর্ডার চেক , পোস্টাল অর্ডার বা ট্রেজারি চালানযোগে প্রেরিত অর্থ গ্রহণযোগ্য হবে না ;
  • নিম্ন ছকে প্রদত্ত তারিখ অনুযায়ী পরীক্ষা সংশ্লিষ্ট কার্যক্রম সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কেন্দ্রও শিক্ষা প্রতিষ্ঠান প্রধানকে অধিকতর যত্নশীল ও দায়িত্ববান হওয়ার জন্য অনুরোধ করা হলো ।

ফরম পূরণ

পরীক্ষা সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র ও প্রবেশপত্র গ্রহণের সময় পরীক্ষার্থীদের তালিকা প্রিন্ট আউট কপি , সোনালী সেবায় ফি প্রদানের রশিদ ও প্রতিষ্ঠানের ০২ ( দুই) কপি আবেদনসহ একজন দায়িত্বশীল কর্মকর্তা /রেজিস্টার বা সমপর্যায়ে কোনো কর্মকর্তার মাধ্যমে নির্ধারিত তারিখের মধ্যে অত্র বোর্ডে প্রেরণের ব্যবস্থা করতে হবে । তবে ,সংশ্লিষ্ট কর্মকর্তার ভ্রমণ সম্পর্কিত ব্যয়ভার শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক বহণযোগ্য । 

পরীক্ষা সংক্রান্ত বিষয়ে যোগাযোগ ও প্রেরণের ঠিকানা :

১ম পর্বপরীক্ষার উত্তরপত্র প্যাকেট করে হলুদ কাপড়ে সীলগালা করে নিম্নবর্ণিত ঠিকানায় পাঠাতে হবে:

উপপরীক্ষা নিয়ন্ত্রক

শর্ট কোর্স পরীক্ষা শাখা , ভবন -১ (৫ ম তলা ), 

পরীক্ষা নিয়ন্ত্রণ বিভাগ , বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ।

উপ – ডাকঘর , ঢাকা -১২১০ ।

মোবাইল : 01632486064 ( অফিস )

অন্যান্য শর্তাবলি

১. পরীক্ষার্থীদের Online- এ ফরম পূরণের প্রিন্টকৃত তালিকা কপি এবং ফি সমূহ সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের মাধ্যম ব্যতীত সরাসরি বোর্ডে গ্রহণ করা হবে না ।;

২. পরীক্ষায় অব্যবহৃত উত্তরপত্র ও অতিরিক্ত উত্তরপত্র অবশ্যই পরীক্ষা শেষ হওয়ার ০৭ (সাত ) দিনের মধ্যে অত্র বোর্ডে ফেরৎ দিতে হবে । অন্যথায় , উত্তরপত্র প্রতি ১০০ /- ( একশত ) টাকা ও অতিরিক্ত উত্তরপত্র প্রতি ৫০ /- (পঞ্চাশ ) টাকা হারে জরিমানা করা হবে ।

পরীক্ষা বিষয়ে করণীয় :

১। পরীক্ষা শুরুর ৩০ মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষার্থীকে কেন্দ্রের পরীক্ষা কক্ষে উপস্থিত থাকতে হবে ;

২। বোর্ড কর্তৃক প্রেরিত প্রশ্নপত্রে চূড়ান্ত লিখিত পরীক্ষা গ্রহণ করা হবে । চূড়ান্ত লিখিত পরীক্ষার দিন কেন্দ্রে প্রশ্নপত্র পরীক্ষা শুরু হওয়ার ৩০ মিনিট পূর্বে অনলাইন (bteb.online ) প্রেরণ করা হবে ;

অনলাইন (Online) -এর মাধ্যমে সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্র প্রশ্ন প্রাপ্তির তথ্যের হেল্প মোবাইল নম্বর :

সংশ্লিষ্ট কেন্দ্রে অনলাইন (bteb.online ) এর মাধ্যমে প্রশ্নপত্র প্রাপ্তির হেল্প মোবাইল নম্বরঃ ০১৭১২০০০১৯৯ , ০১৫৫৮৩৫৬২৮৮

উত্তরপত্রের লিথু (Litho) পরীক্ষার্থীর অংশের (Top part) তথ্যাবলী :

  • পরীক্ষার পর্ব /বর্ষ: ১ম লিখতে হবে ( প্রযোজ্য ক্ষেত্রে);
  • কারিকুলাম কোড : ৮০ ( আশি ) অ্যাডভান্সড সার্টিফিকেট কোর্স শিক্ষাক্রমের জন্য দিতে হবে ;
  • ট্রেড/স্পেশালাইজেশন /টেকনোলজি : পরীক্ষার্থীর ভর্তির স্ব স্ব টেকনোলজি কোড বসবে (২১/২২/২৩)
  • পরীক্ষার্থীর রোল নম্বর , রেজিস্ট্রেশন নম্বর , সেশন , বিষয় কোড ও অতিরিক্ত খাতার সংখ্যা (প্রযোজ্য ক্ষেত্রে) যথাযথভাবে কালো কালির বল পয়েন্ট কলম দিয়ে লিখতে হবে এবং বৃত্ত ভরাট করতে হবে । এ বিষয়ে পরীক্ষার কক্ষে দায়িত্বরত ইনভিজিলেটর (গণ ) প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবেন ;
  • ১ম পর্ব বোর্ড সমাপনী পরীক্ষায় বোর্ডের প্রস্তুতকৃত নতুন ১০ (দশ ) সিরিজের লিথুযুক্ত (Litho Coded OMR ) উত্তরপত্র ব্যবহার করতে হবে ;
  • পুরাতন লিথুযুক্ত উত্তরপত্র ব্যবহার করা যাবে না । উহা বোর্ডে ফেরৎ দিতে হবে ।

উপস্থিত – অনুপস্থিত পরীক্ষার্থীর শিরোনাম পত্র বোর্ডে প্রেরণ :

১. কোনো পরীক্ষার্থী অনুপস্থিত থাকলে তার রোল নম্বর ,রেজিস্ট্রেশন নম্বর ও নাম হাজিরা সীট ও শিরোনামপত্রে উল্লেখ করতে হবে ;

২. কোনো পরীক্ষার্থী পরীক্ষায় অনুপস্থিত থাকলে Online- এ ঐ পরীক্ষার্থীর রোল নম্বরের বিপরীতে “A” লিখতে হবে ।

চূড়ান্ত ব্যবহারিক (PF) পরীক্ষা গ্রহণ ও প্রাপ্ত নম্বর বোর্ডে প্রেরণ

১। কোনো কেন্দ্রে কোনো টেকনোলজির ব্যবহারিক পরীক্ষা গ্রহণের ল্যাব বিদ্যমান না থাকলে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা / কেন্দ্র সচিবের তত্ত্বাবধানে কেন্দ্রাধীন প্রতিষ্ঠান অথবা যেখানে সংশ্লিষ্ট টেকনোলজির ব্যবহারিক পরীক্ষা গ্রহণের সুবিধাদি বিদ্যমান আছে সেখানেই পরীক্ষা গ্রহণ করতে হবে ;

২। ব্যবহারিক সকল বিষয়ের ব্যবহারিক দক্ষতা মূল্যায়নে আভ্যন্তরীণ ও অনাভ্যন্তরীণ পরীক্ষক নিয়োগ দিয়ে পরীক্ষা গ্রহণ ও নম্বর প্রদান করতে হবে ;

৩। সংশ্লিষ্ট বিষয়ের পাঠদানরকারী শিক্ষককে আভ্যন্তরীণ পরীক্ষক নিয়োগ করতে হবে ;

৪। নির্বাচিত কেন্দ্রসমূহ বোর্ড প্রদত্ত পরীক্ষার রুটিন /সময়সূচী অনুসরণ করে চূড়ান্তব্যবহারিক (PF ) পরীক্ষা গ্রহণ করবেন এবং অংশগ্রহণকারি পরীক্ষার্থীদের প্রাপ্তনম্বর Online -এ বোর্ডে প্রেরণ করবেন;

বিঃ দ্রঃ সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানকে অ্যাফিলিয়েশন ফি জমা /হালনাগাদ প্রদর্শনপূর্বক শিক্ষার্থীদের প্রবেশপত্র সংগ্রহ করতে হবে ।

কারিগরি শিক্ষা বোর্ড BTEB এর সকল নোটিশ আপডেট পেতে আমাদের ওয়েবসাইট এ চোখ রাখুন।

Nirob

আমি নিরব। এটি আমার বাংলা শিক্ষা বিষয়ক ওয়েবসাইট। যেখানে আমি প্রতিনিয়ত শিক্ষা ও দৈনন্দিন জীবনে ব্যবহৃত বিভিন্ন বিষয়ে লেখা প্রকাশ করি।