Trick BD

অনলাইন ওয়ারিশ সনদ আবেদন ফরম ও ওয়ারিশ সনদ PDF – prottoyon gov bd

ওয়ারিশ সনদের মাধ্যমে একজন মৃত ব্যক্তির উত্তরাধিকার কে কে তা জানা যায়। সাধারণত একজন ব্যক্তি যখন মৃত্যুবরণ করেন, তখন তার সম্পত্তি নিয়ে ওয়ারিশদের মাঝে অনেক ঝামেলা দেখা যায় যদি উক্ত ব্যক্তি পূর্বে থেকেই তার সম্পদ সুষ্ঠুভাবে বণ্টন না করে থাকেন। এমতাবস্থায়, উক্ত ব্যক্তির ওয়ারিশ ছাড়াও অন্য কেউ এসে সম্পদের দাবী করতে পারে। 

এলাকার মানুষ ছাড়া উক্ত ব্যক্তির আসল ওয়ারিশ বা উত্তরাধিকার কে তা জানার উপায় নেই। দেওয়ানী আদালতের মাধ্যমে উত্তরাধিকার সনদ পাওয়া গেলেও এখন অনলাইনে ওয়ারিশ সনদ পাওয়া যায়। আজকের এই পোস্টে আপনাদের সাথে আলোচনা করবো, কীভাবে অনলাইনে ওয়ারিশ সনদ সংগ্রহ করবেন।

ওয়ারিশ সনদ কি

পৌরসভা বা ইউনিয়ন পরিষদ এর মেয়র/চেয়ারম্যান কর্তৃক প্রদান করা একটি প্রত্যয়ন পত্র হচ্ছে ওয়ারিশ সনদ। এই সনদের মাধ্যমে জানা যায় একজন ব্যক্তির আসল উত্তরাধিকার বা ওয়ারিশ কারা। নয়তো, উক্ত ব্যক্তির উত্তরাধিকার অন্য মানুষ দাবী করতে পারবেন। এজন্য, স্থানীয় ইউনিয়ন পরিষদ বা সিটি কর্পোরেশন থেকে ওয়ারিশদের জন্য আলাদা করে এক ধরনের সনদ দেয়া হয়। যেন পরবর্তীতে সম্পদের ভাগাভাগি করার সময় কোনো প্রকার সমস্যার সম্মুখীন হতে না হয়।

একজন ব্যক্তি একের অধিক বিবাহ করতে পারে কিংবা তার ওয়ারিশ অনেক দুরেও থাকতে পারে। এমতাবস্থায়, উক্ত ব্যক্তির আসল উত্তরাধিকার জানা জরুরী হয়ে পড়ে। কারণ, দেশের আইন অনুযায়ী সম্পদ বণ্টন করার সময় ব্যক্তির উত্তরাধিকার কে তা জানা প্রয়োজন। তাই, সরকার কর্তৃক এই সনদ ব্যবস্থা চালু করা হয়েছে। যেন ওয়ারিশ বা উত্তরাধিকার বিষয়ক কোনো সমস্যায় পড়তে না হয়।

ওয়ারিশ সনদ পেতে যা যা লাগবে

ওয়ারিশ বা উত্তরাধিকার সনদ পেতে কিছু তথ্য বা ডকুমেন্ট প্রয়োজন হবে। যা প্রমাণ করবে যে আপনি আসল উত্তরাধিকার। যেসব তথ্য বা ডকুমেন্ট প্রয়োজন, তার একটি তালিকা নিচের উল্লেখ করে দিয়েছি। 

  • জাতীয় পরিচয় পত্র নম্বর অথবা জন্ম নিবন্ধন নম্বর
  • জাতীয় পরিচয় পত্র অথবা জন্ম নিবন্ধন এর স্ক্যান কপি
  • বর্তমান ঠিকানা
  • স্থায়ী ঠিকানা
  • পাসপোর্ট সাইজ এর ছবি

সাধারণত, উত্তরাধিকার সনদ পেতে হলে আপনাকে এসব তথ্য দিতে হবে। তো চলুন, এখন দেখে নেয়া যাক কীভাবে অনলাইনে ওয়ারিশ সনদের জন্য আবেদন করা যায়।

অনলাইনে ওয়ারিশ সনদ পাওয়ার উপায়

অনলাইনে উত্তরাধিকার সনদ পাওয়ার জন্য prottoyon.gov.bd ওয়েবসাইট ভিজিট করতে হবে। এই ওয়েবসাইট ভিজিট করার পর, পৌরসভা বা ইউনিয়ন পরিষদ থেকে যেসব সনদ বা প্রত্যয়ন পত্র দেয়া হয়, সব সংগ্রহ করতে পারবেন। এই ওয়েবসাইট থেকে আপনি উত্তরাধিকার পত্র সংগ্রহ করতে পারবেন। এছাড়াও, ভূমিহীন সনদ, নাগরিক সনদ, সম্প্রদায় সনদ, বিধবা প্রত্যয়ন, কৃষি প্রত্যয়ন সহ সব ধরণের প্রত্যয়ন পত্র সংগ্রহ করতে পারবেন। 

অনলাইনে ওয়ারিশ সনদ সংগ্রহ করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন- 

ধাপ ১ – প্রথমে https://prottoyon.gov.bd/ ওয়েবসাইট ভিজিট করুন। এরপর, ওয়ারিশ সনদ অপশনে ক্লিক করুন। 

ওয়ারিশ সনদ আবেদন
ওয়ারিশ সনদ আবেদন প্রথম ধাপ

ধাপ ২ – অতঃপর, আপনার একাউন্ট থাকলে লগইন বাটনে ক্লিক করবেন এবং লগইন করে নিবেন। যদি একাউন্ট করা না থাকে, তবে রেজিস্ট্রেশন করে নিবেন।

অনলাইনে ওয়ারিশ সনদ সংগ্রহ

ধাপ ৩ – রেজিস্ট্রেশন করার পর আপনার মোবাইলে আসা ম্যাসেজে আপনার আইডি নাম্বার এবং পাসওয়ার্ড দেয়া থাকবে। এই তথ্য দিয়ে লগইন করে নিবেন। 

অনলাইন ওয়ারিশ সনদ ডাউনলোড

ধাপ ৪ – লগইন করা হলে আপনার প্রোফাইল সম্পন্ন করতে হবে। প্রোফাইল সম্পন্ন করার জন্য আপনার ব্যক্তিগত তথ্য, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা দিতে হবে এবং আপনার পাসপোর্ট সাইজের ছবি আপলোড করতে হবে। 

অনলাইনে ওয়ারিশ সনদ

ধাপ ৫ – আপনার প্রোফাইল সম্পন্ন হয়ে গেলে ওয়ারিশ সনদ সংগ্রহ করতে পারবেন।

উপরোক্ত ধাপগুলো অনুসরণ করলে সহজেই আপনার উত্তরাধিকার সনদ সংগ্রহ করে নিতে পারবেন। এজন্য এখন আর দেওয়ানী আদালতে যেতে হবে না। ঘরে বসে অনলাইনের মাধ্যমে ওয়ারিশ প্রত্যয়ন পত্র সংগ্রহ করে নিতে পারবেন। 

কোথায় ওয়ারিশ প্রত্যয়ন সনদ প্রয়োজন হয়

অনেকের মাঝেই একটি প্রশ্ন ঘুরপাক খায় যে, ওয়ারিশ বা উত্তরাধিকার সনদ কোথায় প্রয়োজন হয় এবং কেনই বা প্রয়োজন হয়? সোজা কোথায় বলতে গেলে, আপনি যখন আপনার পিতার সম্পত্তির ভাগ দাবী করতে যাবেন, তখন এই প্রত্যয়ন পত্রের প্রয়োজন হবে। এই সনদ ছাড়া আপনি যে একজন যোগ্য এবং আসল ওয়ারিশ, তা প্রমাণ করতে পারবেন না। এছাড়াও, আরও অনেক কাজে উত্তরাধিকার সনদ প্রয়োজন হয় যা নিচে উল্লেখ করে দিয়েছি।

  1. জমি-জমা কিংবা সম্পত্তি বন্টনা বা বাটোয়ারা করার ক্ষেত্রে
  2. ঘোষণামূলক মোকদ্দমায়
  3. ব্যাংক-বীমায় মৃত ব্যক্তির সম্পত্তি থাকলে
  4. চাকরির পেনশন তুলতে
  5. আইনগত অধিকার আদায় করার ক্ষেত্রে
  6. জমি খারিজ বা নামজারি করতে ইত্যাদি।

উপরোক্ত কাজগুলো করার সময় আপনার উক্ত সনদ প্রয়োজন হবে। এই সনদটি সংগ্রহ করার জন্য এখন ইউনিয়ন পরিষদ বা সিটি কর্পোরেশন কিংবা দেওয়ানী আদালত যেতে হবে না। ঘরে বসে অনলাইনেই এই প্রত্যয়ন পত্রের জন্য আবেদন করতে পারবেন এবং এই সনদটি সংগ্রহ করতে পারবেন।

ওয়ারিশ সনদ ফরম ইউনিয়ন পরিষদ

ইউনিয়ন পরিষদ থেকে ওয়ারিশ প্রত্যয়ন পত্র সংগ্রহ করতে হলে আপনাকে একটি ফরম পূরণ করে চেয়ারম্যান বরাবর জমা দিতে হবে। প্রত্যেক ইউনিয়ন পরিষদের জন্য আলাদা আলাদা ফরম রয়েছে। আপনি চাইলে ইউনিয়ন পরিষদ গিয়েও ফরম সংগ্রহ করতে পারবেন। একটি নমুনা ফরম নিচে সংযুক্ত করে দিলাম। 

অনলাইনে ওয়ারিশ সনদ সংগ্রহ

আমাদের শেষ কথা

এই পোস্টে আপনাদের সাথে উত্তরাধিকার সনদ কী এবং কীভাবে এই সনদের জন্য আবেদন করবেন তা নিয়ে আলোচনা করেছি। আশা করছি, পোস্টটি আপনার জন্য সহায়ক হবে। আরও এমন তথ্য পেতে আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করুন।

FAQ

১. আমি উত্তরাধিকার সনদ চাই কি করতে হবে?

উত্তরঃ আপনি খুব সহজেই আপনার নিম্নের ৩ টি তথ্য দিয়ে মোবাইল নম্বর, NID নম্বর এবং জন্ম তারিখ দিয়ে প্রত্যয়ন সিস্টেমে রেজিস্ট্রেশন করে উত্তরাধিকার সনদ আবেদন করতে পারবেন। এই সিস্টেম থেকেই আপনার কাউন্সিলর/চেয়ারম্যান মহোদয় এর কাছে নোটিফিকেশন যাবে এবং উনার অনুমোদনের পরই আপনি সনদ সংগ্রহ করতে পারবেন।

২. আমার ভোটার আইডি কার্ড নাই আমি কি প্রত্যয়নে রেজিস্টার করতে পারব?

উত্তরঃ আপনি শুধুমাত্র জাতীয় পরিচয় পত্র অথবা জন্ম নিবন্ধন নম্বর ব্যবহার করতে পারবেন।

৩. ওয়ারিশ সনদ হার্ড কপি কিভাবে পাওয়া যাবে?

উত্তরঃ আপনি কাউন্সিলর/চেয়ারম্যান কার্যালয় থেকে হার্ড কপি প্রিন্ট করতে পারবেন।

৪. আপনার আবেদনের ঠিকানা আপাতত এই সিস্টেম এর আওতাভুক্ত নয়। অনুগ্রহ করে সিস্টেম এডমিন এর সাথে যোগাযোগ করুন। এটা আসে কেন?

উত্তরঃ আপনি যে এলাকায় থাকেন, সেখানে এখনো চালু হয়নি। এলাকার কাউন্সিলর অথবা ইউনিয়ন পরিষদের সাথে চুক্তির পর ট্রেনিং দিতে হয়। তারপর শুরু করা যাবে।

Nirob

আমি নিরব। এটি আমার বাংলা শিক্ষা বিষয়ক ওয়েবসাইট। যেখানে আমি প্রতিনিয়ত শিক্ষা ও দৈনন্দিন জীবনে ব্যবহৃত বিভিন্ন বিষয়ে লেখা প্রকাশ করি।