অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধের নিয়ম ২০২৩
ভূমি উন্নয়ন কর কিভাবে অনলাইনে প্রদান করতে হয় জানতে চান? তাহলে এই অনলাইনে ভূমি উন্নয়ন কর পোস্টটি আপনার জন্য। আজকের পোস্টের আলোচনা থেকে অনলাইনে ভূমি উন্নয়ন কর,ভূমি উন্নয়ন কর অনলাইনে রেজিস্ট্রেশন,ভূমি উন্নয়ন কর পরিশোধ পদ্ধতি ও বিস্তারিত আলোচনা করবো। সেহেতু আপনি ভূমি উন্নয়ন কর সম্পর্কে বিস্তারিত জানুন।
ভূমি উন্নয়ন কর কি?
ধরুন আপনার জমি দখল বা ভোগের সুবিধা আপনি যে গ্রহণ করছেন তার জন্য সরকারকে জমির (প্রতি শতাংশের) জন্য বছর ভিওিক নিদিষ্ট পরিমান অর্থ (টাকা) প্রদান করতে হয়। আর এই ব্যবস্থাকে বলা হয় ভূমি উন্নয়ন কর।
অনলাইনে ভূমি উন্নয়ন কর
অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান করার জন্য আপনাকে ভূমি উন্নয়ন কর এর অফিশিয়াল ওয়েবসাইটে পূর্বে রেজিষ্ট্রেশন করে নিতে হবে। ভূমি উন্নয়ন করের অফিশিয়াল ওয়েবসাইট https://ldtax.gov.bd/ এ আপনাকে ভিজিট করতে হবে। আপনি অনলাইনে যে জমির বা উন্নয়ন কর প্রদান করতে হবে মূলত আপনার কতটা জমি আছে তার শতাংশ হিসেবে কর দিতে হবে। ভূমি উন্নয়ন কর অনলাইনে প্রদান করা ধাপ সমূহ নিচে উপস্থাপন করা হলো:
ভূমি উন্নয়ন কর অনলাইনে রেজিস্ট্রেশন
যে সকল জমির মালিক অনলাইনে রেজিষ্ট্রেশন করেন নি তাদের অবশ্যই(https://ldtax.gov.bd/citizen/register) ওয়েবসাইট ঠিকানায় গিয়ে রেজিষ্ট্রেশন করতে হবে। রেজিষ্ট্রেশন করার জন্য জাতীয় পরিচয় পএ নম্বর ( NID নম্বর) , জন্মের তারিখ ও শনাক্তকরণ তথ্য দিয়ে রেজিষ্ট্রেশন করতে হবে। সেক্ষেএে আপনি ইউনিয়ন ডিজিটাল সেন্টারে মাধ্যমে রেজিষ্ট্রেশন ও কর দিতে পারেন। রেজিষ্ট্রেশন করার জন্য আপনার যা প্রয়োজন হবে:
- জমির মালিকের জাতীয় পরিচয় পএ
- মোবাইল নম্বর
- জমি সম্পর্কে বিস্তারিত ( জমি কতটা, কোথায় সম্পূর্ণ তথ্য)
- জমির মালিক সম্পর্কে
ভূমি উন্নয়ন কর পরিশোধ পদ্ধতি
আপনি ভূমি উন্নয়ন কর প্রদান করার জন্য https://ldtax.gov.bd/ ওয়েবসাইটে ভিজিট করে নাগরিক কর্ণার থেকে নাগরিক সেবা থেকে নাগরিক লগইন করুন যদি আপনি পূর্বে রেজিষ্ট্রেশন করে থাকেন ও জমির পরিমান উল্লেখ করে থাকেন তবে না হলে রেজিষ্ট্রেশন করে নিন। লগইন করার পর আপনি লক্ষ্য করবেন পেমেন্ট করুন এমন একটি অপশন আপনার সামনে প্রদর্শিত হবে। আপনি পেমেন্ট করার মাধ্যম সিলেক্ট বা তাদের নিয়ম অনুসরণ করে ভূমি উন্নয়ন কর পরিশোধ পদ্ধতি সম্পূর্ণ করুন।
ভূমি উন্নয়ন কর পরিশোধ রশিদ
আপনি যখন পেমেন্ট করেছেন পেমেন্ট করার পর আপনি একটি ট্রানজেকশন নম্বর পেয়েছেন। এই ট্রানজেকশন নম্বর আপনার এলাকার ভূমি অফিসে জমা দিলে তারা আপানকে একটি রসিদ প্রদান করবে।
FAQ
১. অনলাইনে কিভাবে ভূমি উন্নয়ন কর পরিশোধ করা যায়?
অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে আপনাকে ভূমি মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ভূমি উন্নয়ন করা পোস্ট করতে হব।
২. ভূমি উন্নয়ন কর প্রদানের জন্য জমির হিসাব কিভাবে করতে হয়?
জমির উন্নয়ন কর মূলত আপনাকে আপনার জমির শতাংশ হিসেবে হিসাব করতে হবে।
শেষ কথা
আশা করি আমরা আপনাকে, অনলাইনে ভূমি উন্নয়ন কর বিস্তারিত জানাতে পেরেছি। এই পোস্টটি সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন থাকে তাহলে আপনি কমেন্ট করে